পরিবহন

ঈশ্বরদী টু চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই নিবন্ধে আলোচনা করব ঈশ্বরদী টু চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী টিকেট ও ভাড়ার তালিকা নিয়ে। আপনারা যারা ইশ্বরদী টু চুয়াডাঙ্গা ট্রেনের যাত্রী এবং অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন এর সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানার জন্য তাদেরকে আমাদের এই ওয়েবসাইটে স্বাগতম।

ঈশ্বরদী থেকে চুয়াডাঙ্গা দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। এই রাস্তা পায় দেওয়ার জন্য ট্রেন ব্যবস্থা অনেক ভালো। আরামদায়ক এবং একটি নিরাপদ ভ্রমণ ব্যবস্থা। ট্রেনে ভ্রমন করলে একদিকে যেমন সময় কম লাগে ঠিক অপরদিকে আর্থিকভাবে সহজলভ্য।

ঈশ্বরদীতে কিছুডাঙ্গা রুটে বিভিন্ন রকম ট্রেন চলাচল করে। এর মধ্যে আন্তঃনগর ট্রেন এবং মেইল এক্সপ্রেস ট্রেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে এই দুই ধরনের ট্রেন সম্পর্কে আলোচনা করব।

ঈশ্বরদী থেকে চুয়াডাঙ্গা আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ঈশ্বরদী থেকে চুয়াডাঙ্গা রুটে ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আন্তঃনগর ট্রেনের বৈশিষ্ট্য হল ট্রেনগুলো বিলাসবহুল এবং অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকে। ঈশ্বরদী টু চুয়াডাঙ্গা আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে হল কপোতাক্ষ এক্সপ্রেস ৭১৬, সুন্দরবন এক্সপ্রেস ৭২৬, রুপসা এক্সপ্রেস ৭২৮, সীমান্ত এক্সপ্রেস ৭৪৮, সাগর দাগি এক্সপ্রেস ৭৬২, চিত্রা এক্সপ্রেস ৭৬৪।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
কাপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) মঙ্গলবার ১৫ঃ২০ ১৭ঃ০০
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) বুধবার ১৩ঃ০০ ০০ঃ৫৩
রুপসা এক্সপ্রেস (৭২৮) বৃহস্পতিবার ১৪ঃ০০ ১৫ঃ৪৪
সীমান্ত এক্সপ্রেস (৭৪৮) সোমবার ২৩ঃ৪৫ ০১ঃ২১
সাগরদারি এক্সপ্রেস (৭৬২) সোমবার ০৭ঃ৪৫ ০৯ঃ১৬
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) সোমবার ২৩ঃ১৫ ০০ঃ৫৫

ঈশ্বরদী টু চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচী (mail express)

এইটে একদিকে যেমন আন্তঃনগর ট্রেনগুলো নিয়মিত চলাচল করে অপরদিকে মেইল এক্সপ্রেস গুলো নিয়মিত চলাচল করে থাকে। ঈশ্বরদী টু চুয়াডাঙ্গা মেইল এক্সপ্রেস ট্রেন গুলোর মধ্যে হল মোহনন্দ এক্সপ্রেস ১৬ এবং রকেট এক্সপ্রেস ২৪। ট্রেনগুলো সপ্তাহে সাত দিনই চলাচল করে। এইসব ট্রেনগুলোর কোন ছুটির দিন নেই।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
মোহনন্দ এক্সপ্রেস (১৬) নাই ০৯ঃ৫০ ১১ঃ৪২
রকেট এক্সপ্রেস (২৪) নাই ১৮ঃ০০ ১৯ঃ৫৪

ঈশ্বরদী টু চুয়াডাঙ্গা ট্রেনের ভাড়ার তালিকা

আপনারা যারা ঈশ্বরদী টু চুয়াডাঙ্গা ট্রেনে ভাড়া তালিকাটি জানতে চান তারা নিচে তালিকা থেকে জেনে নিন। আমরা এই রুটে চলাচল করার জন্য যৌবন শোভন চেয়ার প্রথম আরো বিলাসবহুল কেবিন এসব কিছু আলাদা আলাদা ভাবে একটি তালিকার মাধ্যমে দেখিয়ে দিয়েছি।

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন ১০৫ টাকা
শোভন চেয়ার ১২৫ টাকা
প্রথম সিট ১৭০ টাকা
প্রথম বার্থ ২৫০ টাকা
স্নিগ্ধা ২১০ টাকা
এসি সিট ২৫০ টাকা
এসি বার্থ ৩৭৫ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *