উক্তি

ছেলেদের কান্না নিয়ে উক্তি ও স্ট্যাটাস

আল্লাহতালা ছেলেকে সৃষ্টি করেছেন একটু কঠিন করে। আর মেয়েরা হচ্ছে নরম মনের অধিকারী। ছেলেদের মধ্যে অনুভূতি কম কাজ করে কিন্তু মেয়েদের অনুভূতি অনেক বেশি। কেননা ছেলে মেয়ে ও ভাই যদি একই রকম নরম মানুষ মত হয় তাহলে বাবা মা কে দেখার মত কেউ থাকবে না। ছেলেরা পরিস্থিতি তো মোকাবেলা করতে পারে কিন্তু মেয়েরা একটুতেই হতাশ হয়ে যায়।

তাই ছেলে মানুষের মন অত্যন্ত শক্ত। তারা কঠিন পরিস্থিতিতে যদি নিজেই ঢলে পড়ে তাহলে পরিস্থিতি মোকাবেলা করার মত কেউ থাকবে না। তাই তারা নিজেকে শক্ত করে পরিস্থিতির মোকাবেলা করে। হাজার চিন্তা মাথায় রেখেও তারা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারকে পরিচালনা করে থাকে।

মানুষ মরণশীল। আমরা যারা পৃথিবীতে এসেছি একদিন না একদিন সবাইকে চলে যেতেহবে। আপনজনদের মৃত্যুতে মেয়েরা যেভাবে ডলে পরে ঠিক তেমনি যদি ছেলেরা একইভাবে কান্নাকাটি করলে ঢোলে কত তাহলে মৃতদেহকে কবর দেওয়ার মতো কেউই থাকতো না। তাই আল্লাহ তায়ালা নিজেই ছেলেদেরকে শক্ত মনের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছেন। তারাও কান্না করে কিন্তু সে কান্না হয় বুকের ভিতর চাপা থেকে।

ছেলেরা কান্না করে চাপা ভাবে যাতে বাহিরে প্রকাশ না পায়। তাই বলা যাবে না যে ছেলেরা কান্না করে না ছেলেরাও কান্না করে তবে প্রকাশ্যে নয় বুকের ভিতর গুমড়ে কাঁদে ছেলেরা। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছেলেদের কান্নার নিয়ম টি ফেসবুকে স্ট্যাটাস ক্যাপশনও বানি নিয়ে। আপনারা যারা ছেলেদের কান্না নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন করছেন তারা আমার এই পোস্টটি থেকে পেয়ে যাবেন। কেননা আমি আমার এই পোস্টটি আজকে ছেলেদের কান্না নিয়ে আলোচনা করেছি।

ছেলেদের কান্না নিয়ে উক্তি

বিভিন্ন দার্শনিক গন বিভিন্নভাবে ছেলেদের কান্না নিয়ে উক্তি দিয়েছেন। আমি সেই উক্তি গুলোর থেকে সুন্দর সুন্দর কতগুলো উক্তি বেছে নিয়ে আমার এই পোস্টটিতে দিয়েছি যেখান থেকে আপনারা খুব সহজেই উক্তিগুলো সংগ্রহ করতে পারবেন। নিচে ছেলেদের কান্না নিয়ে উক্তিগুলো দেওয়া হল।

১। আধাঁরের পরে আলো আসে কান্নার পরে হাসি, দুঃখের পরে সুখ আসে। এইতো জীবন তরী।
২। আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আয়না, কারণ আমাকে কাঁদতে দেখে এটি কখনো হাসে না।
৩। বেদনা থেকে যে আনন্দের উৎপত্তি, সে আনন্দের তুলনা নেই।
৪। আমি হাসি কারণ আমি কাঁদলে চলে না।

৫। কান্না করার সবচেয়ে উত্তম স্থান হলো মায়ের কোল।
৬। কান্না কোনো ফাপাবুলি নয়, কান্না হৃদয়ের কথা বলে।
৭। গতকালের জন্য কান্না করা ছেড়ে দিয়ে কালকের জন্য হাসতে শিখো।

৮। মাঝেমধ্যে জীবনে শুধু দুটো অপশনই বেচে যায় হয় কান্না নয় হাসি। আর ভালো থাকতে অবশ্যই হাসিকেই বেছে নিতে হবে।

ছেলেদের কান্না নিয়ে বাণী

ছেলেদের কান্না নিয়ে বাণী আমি আপনারদের জন্য নিয়ে এসেছি আমার এই পোস্টটিতে। আপনি যদি ছেলেদের কান্না নিয়ে পাননি সংগ্রহ করতে চান তাহলে আমার এই পোস্টটি থেকে নিতে পারেন। সুন্দর সুন্দর বানী পেতে হলে শেষ পর্যন্ত আমার এই পোস্টটি আপনাদের মনোযোগ দিয়ে পড়তে হবে।

১. আমাদের কখনোই আমাদের কান্নার অশ্রু নিয়ে লজ্জা পাবার কিছু নেই।
— চার্লস ডিকেন্স

২. কান্নার জন্য ক্ষমা চেয়ো না। কেননা অনুভূতি ছাড়া আমরা কিন্তু যান্ত্রিক রোবট।
— এলিজাবেথ গিলবার্ট

৩. যারা কাদে না তারা কষ্ট দেখেও না।
— ভিক্টর হুগো

৪. আমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আয়না কারণ যখন আমি কাদি সেও।আমার সাথেই কাদে।
— চার্লি চ্যাপলিন

৫. কান্নার অশ্রু হলো সেই সকল অব্যক্ত শব্দ যা লিখে রাখা উচিত।
— পাওলো কোয়েলহো

৬. সে ব্যাক্তি দোযখে প্রবেশ করবে না, যে আল্লাহ্‌র ভয়ে কাঁদে ।
— তিরমিযী

ছেলেদের কান্না নিয়ে স্ট্যাটাস

অনেকেই আছেন যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতে ভালোবাসেন। আমি আজকে আমার এই পোস্টটিতে ছেলেদের কান্না নিয়ে স্ট্যাটাস দিয়েছি। আপনার এখান থেকে সার্চ দিন নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া য় দিয়ে দিতে পারবেন।

১. মানুষ দুর্বল বলে কান্না করেনা বরং তারা অনেকদিন ধরে শক্তিশালী ছিল বলে এমনটা করে।
— জনি ডেপ

২. কান্না করো, কান্না করে হৃদয়ের সব দুঃখ কষ্ট ধুয়ে ফেলো।
— সংগৃহীত

৩. যে মানুষটা কান্না করে সেই আদর করতে জানে।
— পিকচার কোটস

৪. হৃদয়ের প্রশান্তির জন্য কান্না সর্বোত্তক হাতিয়ার।
— বিল ফারগুসন

৫. যে কান্নায় শব্দ থাকে না তার কষ্টই সবচেয়ে বেশি।
— আমরিন রাশীদ

সর্বশেষ কথা

আশা করছি আমার এই পোস্টে আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *