Skip to content
Home » বাংলা নববর্ষের শুভেচ্ছা কবিতা, ছোট কবিতা, ছোট স্ট্যাটাস 2024

বাংলা নববর্ষের শুভেচ্ছা কবিতা, ছোট কবিতা, ছোট স্ট্যাটাস 2024

বাংলা নববর্ষের শুভেচ্ছা কবিতা

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা নববর্ষের শুভেচ্ছা কবিতা ছোট কবিতা সম্পর্কিত একটি আর্টিকেল। আপনারা যারা নববর্ষের শুভেচ্ছা কবিতা অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন তারা আমাদেরই আর্টিকেলটি থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে বিখ্যাত লেখকদের বাংলা নববর্ষ নিয়ে কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরব সেই সাথে আপনারা আমাদের আর্টিকেল থেকে বাংলা নববর্ষের ছোট ছোট স্ট্যাটাস গুলো পাবেন।

তাই বলছি আপনারা যারা বাংলা নববর্ষের শুভেচ্ছা কবিতা, ছোট কবিতা, ছোট স্ট্যাটাস অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলটিতে স্বাগতম। আমরা আজকে আমাদের এ টিক্কাটিতে খুব যত্ন সহকারে বাংলা নববর্ষের শুভেচ্ছা কবিতা উল্লেখ করেছি আপনারা যদি চান তাহলে আমাদের এই আর্টিকেলটি থেকে ছোট কবিতা গুলো সংগ্রহ করে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা নববর্ষের এর একসাথে অনেকগুলো কবিতা পড়ে নিতে পারবেন।

বাংলা নববর্ষের কবিতা 2024

বাংলা নববর্ষ কবিতা বা নববর্ষ কবিতা বলতে বাংলা সনের প্রথম মাস বা বাংলা নববর্ষবৈচিত্র প্রকৃত ও আগমনী বার্তা কে বলা হয়। অনেকে তো আর ভালবাসার মানুষকে উৎসর্গ করে পাগলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকে এবং বাংলা নববর্ষ সম্পর্কে আপেক্ষিক কবিতা উল্লেখ করেন। বাংলা নববর্ষের আগামী বার্তা দেয় মাস বাংলা নববর্ষ ১৪ই এপ্রিল শুরু হবে বাংলার নববর্ষকে কবিতাকে নববর্ষের কবিতা বলা হয়।

এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥

যাক পুরাতন স্মৃতি,যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি   শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥

আমি বৃষ্টিবিহীন বৈশাখি দিন ..

চক্ষে আমার তৃষ্ণা,

তৃষ্ণা আমার বক্ষ জুড়ে ।

আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,

সন্তাপে প্রাণ যায় যে পুড়ে ।

ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়,

মনকে সুদুর শুন্যে ধাওয়ায়

অবগুন্ঠন যায় যে উড়ে ।

যে ফুল কানন করত আলো,

কালো হয়ে সে শুকালো ।

ঝরনারে কে দিল বাধা-

নিষ্ঠুর পাষাণে বাঁধা

দুঃখের শিখরচূড়ে ।

নববর্ষে
– রবীন্দ্রনাথ ঠাকুর
নিশি অবসানপ্রায় , ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত ।
বন্ধু হও , শত্রু হও , যেখানে যে কেহ রও ,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত ।
আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
অন্তরে আমার ,
সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
ভুলিব আবার ।
তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে
অধমের করিয়ো বিচার ।
আজি নব-বরষ-প্রভাতে
ভিক্ষা চাহি মার্জনা সবার ।
আজ চলে গেলে কাল কী হবে না-হবে
নাহি জানে কেহ ,
আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
আজিকার স্নেহ ।
যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে ,
অন্ধকারে ঢেকে যায় গেহ —
আজ এসো নববর্ষদিনে
যতটুকু আছে তাই দেহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *