ভ্যালেন্টাইন ডে 2024 শুভেচ্ছা, মেসেজ, স্ট্যাটাস, কবিতা, উক্তি
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি আর্টিকেল নিয়ে এসেছি। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এসএমএস কবিতা শুভেচ্ছা বার্তা আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন ভালোবাসা দিবস উপলক্ষে এসএমএস কবিতা শুভেচ্ছা বার্তা পাওয়ার জন্য তাদেরকে আমাদের এই আর্টিকেলটিতে স্বাগতম।
বেশি ভালোবাসা দিবস পৃথিবীর সকল দেশের যথাযথভাবে মজাদার সহিত পালিত হয়ে থাকে। অধিকাংশ দেশে এটি সাধারণ ছুটি নয় অর্থাৎ পৃথিবীর অধিকাংশ দেশের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কোন ছুটি প্রদান করে থাকে বর্তমানে পৃথিবীর সকল তরুণ তরুণীরা সহ সকল বয়সের মানুষজন বিশ্ব ভালোবাসা দিবে যথাযথভাবে ভাব গাম্ভীর্য মধ্য দিয়ে পালন করে। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সাজিয়েছি।
বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস
বেশি ভালোবাসা দিবস বাপ ভ্যালেনটাইন দিবসে ইতিহাস ঐতিহ্যপূর্ণ এবং ইতিহাস বহুল বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে বিভিন্ন রকম ঘটনা ঘটে ছে অনেকেই বর্ণনা করেছে পাওয়া যায়। কিন্তু উইকিপিডিয়া যে ঘটনার বর্ণনা পাওয়া যায় সেই ঘটনা অনুসারে আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে বর্ণনা করবো।
বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস
প্রান্তিক খ্রিস্টান শহীদদের নাম দেওয়া হয়েছিল ভ্যালেন্টাইন্স। এর প্রধান কারণ হলো খ্রিস্টান এক এবং এক চিকিৎসক ফাদার এন্ড ভ্যালেনটাইন এর নাম অনুসারে দিনটিকে নাম করা হয় ভ্যালেন্টাইনস ডে। খ্রিস্টপূর্ব ২০১৭ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি খ্রিস্টান বিরোধী রোমান সম্রাট আহত সেনাদের চিকিৎসার অপরাধের সেন্ট ভ্যালেন্টাইনস নামে একটি চিকিৎসকের মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন্স তার একমাত্র মেয়েকে সব ঘটনা বর্ণনা থেকে গিয়ে একটি চিঠি লিখে সেই চিঠিতে স্বাক্ষর হিসেবে তিনি ফ্রান্স ইউর ভ্যালেন্টাইন্স লিখে স্বাক্ষর করে।
পরবর্তী তার মেয়ে বাবার মৃত্যুর দিনটিকে স্মরণ করা রাখার জন্য মেয়েটি তার প্রেমিক নিয়ে valentines day পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।আহত শনিদের সেবা করার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবার স্মরণে প্রতি বছর তারা ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করা শুরু করে পরবর্তীতে সে সূত্র ধরে পুরো পৃথিবী এই দিনটিকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করে থাকে।
ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা
পৃথিবীর সকল মানুষকে ভালোবাসে পৃথিবীতে কোন ঘৃনা যুদ্ধবিগ্রহ থাকবে না এবং মানুষ মানুষের জন্য এই রীতি চালাতে হবে। এরই প্রেক্ষাপটে আজকের এই দিনটিকে সুন্দর প্রজন্মের জন্য উপহার দিবে এই আশাবাদ থেকে প্রতিবছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মানুষ একে অপরকে বিভিন্ন রকম শুভেচ্ছা বার্তা পাঠায়। আর তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি নিচে কতগুলো শুভেচ্ছা বার্তা উল্লেখ করেছি।
তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পারকিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥তুমি আমার নাগালের বাইরে যেতে পারকিন্তূ আমার মন থেকে নয়॥আমি তোমার কাছে কিছু না হতে পারি!But তুমি আমার জীবনের সবকিছু॥
হতে পার তুমি মন থেকে দুরে তথাপিরয়েছো মোর নয়নপুরে॥হয়তো তুমি নেই এই হৃদয়েতবুও রয়েছো পরশেরই ভিতরে।কারণ ভালবাসি শুধুই তোমারে॥
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনই করে পপি আমার ভালোবাসা বুঝে না
এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলেমন ভোলাতে চায়।আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা,স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা।স্বার্থ উদ্বার হয়ে গেলে,দুঃখ দিয়ে কেটে পড়ে।
এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়। আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা, স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা। স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।
শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।
নরমাল হাতের সুইট লেখে | বন্ধু আমি ভেরী একা | চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মোনটা আমার ভিষন ফাকা| ফাকা মোনটা পূরণ কর, একটু আমায় স্বরন কর|
সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে। ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।।
যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তূ তা কখনো-ই পাই না॥ জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে ….
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!
ভ্যালেন্টাইন ডে মেসেজ
ভ্যালেন্টাইন ডেকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা আপনাদের প্রিয় একজন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন মা-বাবা পরিবার পরিজনকে valentine day উপলক্ষে পাঠাতে পারবেন। সেরকমই আমরা কিছু সুন্দর সুন্দর মেসেজ আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে ভ্যালেন্টাইন ডের মেসেজ সংগ্রহ করে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন।
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীন.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
বিশ্ব ভালবাসা দিবসের নতুন এসএমএস কালেকশন দেখতে ক্লিক করুন
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়। শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।
চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারনা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে! সেটাই হল প্রকৃত ভালবাসা!
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।
মন নেই ভালো, জানিনা কি হলো। পাসে নেই তুমি, কি করি আমি। পাখী যদি হতাম আমি এই জীবনে, তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে। তুমি কি যাবে আমার সাথে?
হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে॥
৭ ফেব্রুয়ারি= রোজ ডে। ৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে। ৯ ফেব্রুয়ারি= চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি= টেডি ডে। ১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি=hug ডে। ১৩ ফেব্রুয়ারি= কিস ডে। ১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয়॥ আমি তোমার কাছে কিছু না হতে পারি! But তুমি আমার জীবনের সবকিছু॥
আজ না খুব একা একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না। কেন এমন হয় বলোতো ! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে ! তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয় !
ছেড়ে যাওয়ার তো অনেক কারণ থাকে।
তবে ভালোবাসার একটি কারণই থাকে!
সেটি হলো, “আমি তোমাকে ভালোবাসি”।💝
যদি দেখা না হয়
ভেবো না দূরে আছি…
যদি কথা না হয়
ভেবো না ভুলে গেছি…
যদি না হাসি
ভেবো না অভিমান করেছি…
যদি ফোন না করি
ভেবো না হারিয়ে গেছি…
শুধু মনে রেখো
খুব ভালোবাসি তোমায়… 💝
যতোটা জানো তুমি
তার চেয়েও বেশি তোমায় ভালোবাসি!💌
ভালোবাসি যতোটা, বোঝাতে পরিনি
সেটা ঠিক কতটা,
তবে বলতে পারি এতোটা, আমি নিজের
হইনি যতোটা, তার থেকেও
বেশি তুমি আমার ভেতর বাহির পুরোটা।
ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে থাকেন তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ নিজের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিভিন্ন স্ট্যাটাস উল্লেখ করেছি। কারণ পৃথিবীর কোন নাম কোন মানুষ যুদ্ধবিগ্রহ ঘৃণা পছন্দ করেনা ভালবাসার শান্তি কামনা আর আপনার উচিত বিশ্ব ভালোবাসার দিবস উপলক্ষে ভালোবাসার বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস দিয়ে সাজিয়েছে আপনারা চাইলে আমাদের আর্টিকেল থেকে ফেসবুকে তুলে দিতে পারবেন।
- শুধু একবার বলো ভালোবাসি
কখনও হারাতে দেবো না তোমার মুখের হাসি
হোক না যতই ঝড় বৃষ্টি তোমার গহীন মনে
জমতে দেবো না এক ফোটাও জল তোমার চোখের কোণে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। - ভালো একবার যখন বেসেছি,
ছাড়বো না আর হাল
আমি তোমার পাশে ছিলাম, এখনো আছি
এবং থাকবো চিরকাল।
ভালবাসা দিবসের স্ট্যাটাস
- আমায় ভালোবাসতে বলছি না,
শুধু ভালোবাসতে দাও।
তোমাকে ততটাই ভালবাসতে পারি,
যতটা তুমি চাও।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে। - মনের ঘড়িতে বাজলো এলার্ম
হয়েছে যে সময়।
ভিতর থেকে বলছে হৃদয়
ভালোবাসি তোমায়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো। – হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। - এসেছে বসন্ত মাস, ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বস্তনের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়। - অস্তিত্বে তুমি যাকে ধারণ করো
আমি সেই রাজকন্যা
তুমি চাইলেই এনে দেবো
ভালোবাসার বন্যা। - আজ আমি আমার মধ্যে নেই, জানি না কোথায় আমি।
আমায় যদি খুঁজে পাও তবে, রেখো তোমার মাঝে। - দিব তোমায় লাল গোলাপ
স্বপ্নে গিয়ে করবো আলাপ
বলবো খুলে মনের কথা
আছে যত সুখ দুঃখ আর ব্যাথা
বলবো তোমায় ভালোবাসি
থাকবো দু’জন পাশাপাশি। - আচ্ছা, ভালোবাসা কি দিবস মেনে চলে?
ভালোবাসার জন্য কি বিশেষ দিন লাগে?
উপলক্ষ করে কি ভালোবাসার আবেদন করা যায়?
তোমার তরে আমার ভালোবাসা নিবেদন সবসময়। - ভালো লাগে তোমার পরশ
ভালো লাগে তোমার আবেশ
ভালো লাগে তোমার চোখের তারা হয়ে থাকতে।
পারবো না তুমি ছাড়া স্বর্গেও থাকতে। - যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে
দুষ্টু এই মন চায় আরো বেশি ভালোবাসা পেতে।
কি জানি তোমার মধ্যে কি যাদু আছে
এই মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে। - ভালবাসাএক অদ্ভুত অনুভূতি। কখন যে কাকে ভালো লেগে যায় তা নিজেই বলতে পারে না। আর কাউকে ভালো লাগলে তাকে না বলেও থাকা যায় না। তেমনই আমিও না বলে থাকতে পারলাম না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। I Love You.v
ভ্যালেন্টাইন ডে উক্তি
valentine day উক্তি আজকের এই নিবন্ধে আমরা আমাদের আর্টিকেল বিভিন্ন উপলক্ষে বিভিন্ন ধরনের উক্তি উল্লেখ করে গেছেন আর আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে ভ্যালেন্টাইন ডে উক্তি তে তুলে ধরেছি। আপনারা চাইলে নিচে থেকে valentine da y উক্তিগুলো তুলে নিতে পারবেন।
১| প্রকৃস সুখ কাকে বলে জানেন? যখন আপনি যাকে ভালবাসেন (Bangla Quotes Romantic) এবং সে-ও আপনাকেই ভালবাসে!
২| ভ্যালেন্টাইন ডে-তে বিশ্বের সব কবিদের ছুটি! কারণ, প্রেম (Love) নিয়ে কবিতা তো তাঁরা ইতিমধ্যেই লিখে ফেলেছেন!
৩| যে আপনাকে সত্যিই ভালবাসে (Valentines Day Quotes In Bengali), তাঁর চোখে আপনার কোনও খামতিই ধরা পড়বে না!
৪| ভালবাসার আসল মানে হল, লেগে থাকা, ভালবাসার মানুষটির উপর থেকে বিশ্বাস না হারানো!
৫| আসল প্রেমিক-প্রেমিকা কোথাও দেখা করতে যায় না! কারণ, তারা একে-অন্যের হৃদয়ে থাকে!
৬| জীবনের সেরা রিফ্রেশমেন্টের নামই হল ভালবাসা!
৭| কাউকে ভালবাসলে নিজেকে আর একা লাগে না!
৮| এস্কিমোরা নাকি বরফকে দুশোটা নামে ডাকে! কারণ, বরফ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ! আপনিও তা হলে এবার থেকে ভালবাসার (Bangla Love Quotes) দুশোটা নাম ঠিক করতে শুরু করুন!
৯| যেখানে ভালবাসা আছে, সেখানেই একমাত্র প্রাণভরে শ্বাস নেওয়া সম্ভব (বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা)।
১০| ভালবাসা জীবনের সব সমস্যাকে তুড়ি মেরে সরিয়ে দেয় না। কিন্তু তার মোকাবিলা করার সাহস জোগায়! সেটাই বা কম কীসের?