শবে মেরাজের কয়টি রোজা রাখা হয়
অনেক মুসলিম রয়েছেন যারা এখন পর্যন্ত জানেন না শবে মেরাজ কি? আমরা স্কেল তাদের জন্য আলোচনা করেছি শবে মেরাজ এবং শবে মেরাজের রোজা কয়টি সেই বিষয়ে। আপনারা যারা সবই মেলা সম্পর্কে জানতে আগ্রহী তারা আমাদের এই আর্টিকেলটি থেকে সম্পূর্ণভাবে জেনে নিতে পারেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সবে মেরাজের রোজা কয়টি এবং শবে মেরাজ কেন পালন করা হয় এর বিস্তারিত আলোচনা করেছি।
শবে মেরাজের রোজা কয়টি
শবে ফার্সি শব্দ। এর অর্থ রাত। আর মেয়েরা হচ্ছে আরবি শব্দ এর অর্থ ঊর্ধ্বগমন। যেহেতু আল্লাহতালা ডাকে সাড়া দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে উর্দু জগতে ভ্রমণ করেছিলেন তাই সেই রাতকে বলা হয় সবই মেরাজের রাত। আরবি ভাষায় কে বলা হয় লাইলাতুল মেরাজ।
এখন আসা যাক শবই মেরাজের রোজা কয়টি। সাধারণত শবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু প্রচলনসহ বিশেষ নামাজ ও রোজা রাখার প্রথা প্রচলিত রয়েছে। অনেক মুসলিম রয়েছেন যারা রাত জেগে ইবাদত বন্দেগী করে পরের দিন রোজা রাখেন কিন্তু আমরা এখন পর্যন্ত ইসলামে এর বিধিবিধান রয়েছে কিনা সে বিষয়ে অভিজ্ঞ নই। পরবর্তী যুগের আলেমগণের মধ্যে যারা এই মত ব্যক্ত করেছেন তাদের মধ্যে রয়েছেন আবু ইসমাইল আনসারী।