এসএমএস

সুপ্রভাত এসএমএস

বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। এ যুগে এসে ছোট বড় সবার হাতেই এখন ফোন। সাধারণ ফোনের চেয়ে এখন বেশিরভাগ মানুষের হাতেই স্মার্টফোন ব্যবহৃত হয়ে যাচ্ছে। আরে স্মার্টফোনটি অনেকে অনেক ভাবে ব্যবহার করে থাকেন। কেউ শুধু ফোনে কথা বললেই আবার কেউ তার প্রিয়জনদেরকে এসএমএস করেই তার মনের কথা প্রকাশ করে থাকে।

আর এই আধুনিক যুগে এসে স্মার্টফোনে সকালে ঘুম থেকে উঠেই অনেকেই চায় তার প্রিয়জনকে সুপ্রভাত জানাতে।  ভোরের শিশির ভেজা কুয়াশায় তার প্রিয়জন কে উজ্জ্বল হাসি দেওয়ার চেষ্টা করে। প্রিয় বন্ধু কিংবা প্রিয় বান্ধবী আপনজন একেকজন একেকজনকেই সুপ্রভাত জানায়।

সকালে ঘুম থেকে উঠেই স্মার্টফোনটি হাতে নিয়ে কেউবা মেসেঞ্জার , কেউ হোয়াটসঅ্যাপ যেভাবেই হোক তার প্রিয় জনকে সুপ্রভাত জানানোর চেষ্টা করে। আর এই সুপ্রভাত জানানো মানুষগুলোর জন্য আমার এই কন্টেন।

আপনারা যারা শিশির ভেজা সকালে প্রিয়জনকে এসএমএস করার জন্য এপাশ-ওপাশ খুঁজে বেড়াচ্ছেন। আপনার পছন্দের এসএমএস টি খুঁজে পাচ্ছেন না। তারা এখনি আমার এই সাইটে চলে আসুন। আজকে আমি আমার এই সাইডে সুন্দর সুন্দর কতগুলো এসএমএস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এখান থেকেই সুপ্রভাত এসএমএস আপনি আপনার প্রিয়জনকে বেচে দিতে পারেন।

সুপ্রভাত স্ট্যাটাস

 

অনেকেই আছেন যারা ফেসবুকে সুপ্রভাত নিয়ে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। কিন্তু কি লিখবেন ভেবে পাচ্ছেন না। আমি আজকে তাদের জন্যই এ সুপ্রভাত স্ট্যাটাস নিয়ে এসেছি।

**ঘুম ঘুম রাত শেষে,
সূর্য আবার উঠলো হেসে।
ফুটলো আবার ভোরের আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
শুরু হল নতুন দিন,
তোমাকে জানাই গুড মর্নিং।**

**আকাশের জন্য নীলিমা,
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো
শুভ কামনা-
—শুভ সকাল।**

**আসব রাতে স্বপ্ন হয়ে,,
থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,,
ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,,
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।**

**প্রতিদিন সকালে তোমার কাছে..
দুটো পথ খোলা আছে…
ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে
অথবা
জেগে উঠে স্বপ্নটার পিছনে দৌড়ানো !
তোমার মর্জি কোন পথে যাবে !
–সুপ্রভাত –**

**নীল আকাশের মেঘের ভেলায়,
দিঘির জলে ফুলের মেলায়।
সবুজ ঘাসের শিশির কনায়,
প্রজাপতির রঙিন ডানায়,
একটা কথা তোমায় জানাই।।
—সুপ্রভাত।**

**নিশি যখন ভোর হবে,
সুখ তাঁরা গুলো নিভে যাবে।
আসবে একটা নতুন দিন,
দিন টা হোক অমলিন।
শুভ হোক তোমার প্রতিদিন।
—শুভ সকাল।**

সুপ্রভাত এসএমএস

 

কেনা চায় প্রিয়জনকে সব সময় হাসি খুশি দেখতে? সবার মনের আনন্দই হচ্ছে প্রিয়জনের মনের আনন্দ। প্রিয়জন হাসি খুশি থাকলে নিজের মনো প্রফুল্ল থাকে। আর প্রিয়জনকে সুপ্রভাত জানাতে চাইলে সুন্দর একটা এসএমএস সেন্ড করুন। যে এসএমএসটি আপনার প্রিয়জনকে আনন্দিত করে। কিন্তু এরকম এসএমএস পেতে হলে সবাইকে খুঁজে বেড়াতে হয়।যারা প্রিয়জনকে এসএমএস করতে চান আমার এই পোস্টটি থেকে এসএমএস কানেক্ট করুন।

**শীশির ভেজা দুর্বা ঘাসে,
শীশির কনা বলছে হেসে।
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমাদের সুপ্রভাত।**

**সকাল বেলার সোনালী আঁলো,
আজ মনটা অনেক ভালো,
কিচির মিচির ডাকছে পাখিঁ,
খুলে দেখো দুটি আঁখি,
শুভ হোক আজকের দিন,
জানাই তোমায়
–gOoD mOrNiNg.

**সকাল হলে এসো তুমি ,
শিশির কণা হয়ে ..
সন্ধ্যা হলে এসো তুমি ,
রক্ত জবা হয়ে ..
রাত হলে জ্বলো তুমি,
জোনাকি হয়ে ..
সারা জীবন থেকো তুমি ,
আমার বন্ধু হয়ে।জীবন সাথি
–শুভ সকাল।**

**সূর্যের আলো ঘুম ভাঙাল।।
ভোরের পাখি গান শুনাল।।।
দূর আকাশের ঝাপসা আল।।
কানে কানে বলে গেল।।।
সকাল যে হয়ে।।
তোমরা সবাই আছো ভাল??
..শুভ সকাল..**

**কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় ,
..শুভ সকাল..**

**আমি কল্পনায় ভাসি..
তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারাই..
তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয়..
তুমি ভালোবাসো বলে,
তাইতো তোমায় আমি জানাই..
শুভ সকাল।**

**শুনে যাও ভোরের পাখি,
একটা কথা বলে রাখি,
আছে এক বন্ধু আমার,
মনে পড়ে সকাল বিকাল,
কিভাবে যে কাটল রাত,
জানাই তাকে “সুপ্রভাত।**

**চোখটা একটু খুলে দেখ,
বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজ্কের দিন,
বলছি তোমায় গুড মর্নিং।**

**নতুন দিন শুরু হল,
মনটা আমার ভালো হলো।
সূর্য মামা উঁকি দিল,
পাখিরা সব উড়ে গেল।
মা আমাকে বকা দিল,
তাইতো আমার ঘুম ভাংলো ।
-শুপ্রভাত-**

**সুখের জন্য “স্বপ্ন”,
দুখের জন্য “হাসি”,
দিনের জন্য “আলো”,
চাঁদের জন্য “নিশি”,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”..
–শুভ সকাল-**

**নতুন ভোর,নতুন আশা,
নতুন রোদ,নতুন আলো,
মিষ্টি হাসি,দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূরণ হোক,
আকাশে সুর্য,নিচ্ছে আলো,
দিনটি তোমার কাটুক ভাল।,
শুভ প্রভাত।**

**ভোরের আলো দিল উঁকি,,,
তোমার আশায় আমি থাকি…
আমার কাছে আসবে বলে,,,
বাগান ভরা ফুলে ফুলে…
খুশির জোয়ার সীমাহীন,,,
তোমায় জানাই গুড মর্নিং।**

**স্বপ্ন দেখার প্রহর শেষে,
ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আড়াল থেকে
সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয়
নতুন স্বপ্ন লেখা।
-শুপ্রভাত-**

**সূর্য মামার কিরণে
আঁধার গেল পালিয়ে।
ভোরের শিশির ফোটায়,
ফুল উঠল জেগে।
ওঠ তুমি মেল আঁখি।
সকাল তোমার নিকটবর্তী।
অতীত কে পিছনে ফেলে
সাজাও তোমার সকাল খানি।
..শুভ সকাল..**

**মৃদু হাওয়া…
শীতল পরিবেশ চিক চিক করে শিশির,
পাখির কলতানে চারিদিক মাতোয়ারা।
শুধু তুমি নেই পাশে বন্ধু আমার।
..শুভ সকাল..**

**জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহবান,
জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল.**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *