স্বাধীনতা দিবসের কবিতা 2024। ২৬ শে মার্চের কবিতা
আসসালামু আলাইকুম কি ব্যাপার বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি নিয়ে এসেছি স্বাধীনতা দিবসের কবিতা সম্পর্কে। কেননা প্রতিদিন অসংখ্য মানুষ অনলাইনে অনুসন্ধান করে যায় স্বাধীনতা দিবসের কবিতা পাওয়ার জন্য। বাংলাদেশের তথা পৃথিবীর বিখ্যাত কবিত্বের বিখ্যাত বিখ্যাত কবিতা নিয়ে আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি আর এই বিখ্যাত কবিদের লেখা স্বাধীনতা দিবস উপলক্ষে এই কবিতাগুলো অনেকেরই ভালো লাগে।
তাই আপনারা যারা অনলাইন অনুসরণ করে যাচ্ছেন স্বাধীনতা দিবসের কবিতা পাওয়ার জন্য তারা খুব সহজেই আমাদের এই আর্টিকেলটি থেকে স্বাধীনতা দিবসের কবিতা সংগ্রহ করতে পারবেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে খুব সুন্দর করে সাহিত্যিকের কবিতা তুলে ধরেছে যেগুলো আপনাদের খুবই ভালো লাগবে।
স্বাধীনতা দিবসের কবিতা 2024
অনেক কষ্টের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি এ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা জীবন দিয়ে রক্ষা করব। তাই স্বাধীনতা দিবস নিয়ে আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে বিখ্যাত ব্যক্তিবর্গ কবি সাহিত্যিক গন্ধের হাজার হাজার কবিতা থেকে বেশি বেশি সুন্দর করে কিছু কবিতা আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরেছি। আপনারা যারা স্বাধীনতা দিবসে কবিতা পেতে আগ্রহী তারা আমাদের এই আর্টিকেলটির নিচে থেকে সংগ্রহ করুন।
- স্বাধীনতা, উলঙ্গ কিশোর– নির্মলেন্দু গুণজননীর নাভিমূল ছিঁড়ে উল্ঙ্গ শিশুর মতবেরিয়ে এসেছো পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও।তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে,প্রাত্যহিক বাহুর পেশীতে, জীবনের রাজপথে,মিছিলে মিছিলে; তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও।তোমার হা-করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকেসূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন,ছিল ধর্মঘট, ছিলো কারখানার ধুলো।তুমি বেঁচেছিলে মানুষের কলকোলাহলে,জননীর নাভিমূলে ক্ষতচিহ্ন রেখেযে তুমি উল্ঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো,সে-ই তুমি আর কতদিন ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলেঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো?জননীর নাভিমূল থেকে ক্ষতচিহ্ন মুছে দিয়েউদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকাহে আমার দূঃখ, স্বাধীনতা, তুমিও পোশাক পরো;ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারো শরীরি থেকেছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা।বলো উলঙ্গতা স্বাধীনতা নয়,বলো দূঃখ কোনো স্বাধীনতা নয়,বলো ক্ষুধা কোন স্বাধীনতা নয়,বলো ঘৃণা কোন স্বাধীনতা নয়।জননীর নাভিমূল ছিন্ন-করা রক্তজ কিশোর তুমিস্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তুমি বেঁচে থাকোআমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলেরযথেচ্ছ অক্ষরে,
শব্দে,
যৌবনে,
কবিতায়।