পহেলা বৈশাখের কবিতা 2024, সেরা নববর্ষের কবিতা
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভ নববর্ষ অগ্রিম শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আর্টিকেল। আপনারা যারা পহেলা বৈশাখের কবিতা অনলাইন অনুসন্ধান করছেন তাদের কে আমাদের এ আর্টিকেলটিতে স্বাগতম। আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে নিয়ে এসেছি পহেলা বৈশাখের খুব সুন্দর সুন্দর কবিতা। আমরা আজকে পহেলা বৈশাখের বিখ্যাত কিছু কবিতা ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পয়লা বৈশাখ উপলক্ষে রচিত কিছু কবিতা তুলে ধরব। আপনারা আমাদের এই আর্টিকেলটি থেকে কবিতা গুলো তুলে নিয়ে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারবেন।
পয়লা বৈশাখ বাঙালি জীবনে সবথেকে শ্রেষ্ঠতম একটি দিন। পহেলা বৈশাখের মাধ্যমে বাংলা বছরকে বরণ করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করে থাকে বাঙালিরা। এই পহেলা বৈশাখ কে দিনটিতে বিভিন্ন রকম মেলা ও উৎসবে মাধ্যমে কাটানো হয় বাঙালি জাতির সংস্কৃতি পহেলা বৈশাখ উদযাপন অতি পুরাতন এবং হাজার বছরের ইতিহাস আমাদের এই পহেলা বৈশাখ। তাই অনেকে এই দিনটিকে আনন্দের শহীদ উদযাপন করে থাকে বিভিন্ন ধরনের কবিতা পড়তে অনেকে ভালোবাসে। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সুন্দর সুন্দর কতগুলো কবিতা তুলে ধরেছি।
পহেলা বৈশাখ নিয়ে বিখ্যাত কবিতা
বন্ধুরা এখানে আমরা আপনাদের মাঝে পহেলা বৈশাখ নিয়ে বিখ্যাত কিছু কবিতা তুলে ধরব যেগুলো আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা যারা পয়লা বৈশাখ নিয়ে বিখ্যাত কবিতা অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন তারা আমাদের এই আর্টিকেলটি থেকে বিখ্যাত কবিতাগুলো তুলে নিয়ে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারবেন এবং নিজেও মনোযোগ এসেছে পড়তে পারবেন এবং সোশ্যাল মিডিয়া কিভাবে ফেসবুক আইডিতে আপলোড করতে পারবেন। মেলা গুলোকে বাঙালিরা একে অপরকে কবিতার উপহারের মাধ্যমে এবং শুভেচ্ছা জানিয়ে থাকে। নিচে আমার প্রকাশিত কিছু কবিতা তুলে ধরা হলো।
বর্ষবরণ
বৈশাখ মানে বাঙালীয়ানা, অন্য রকম সাজ
ছুটোছুটি, হুড়োহুড়ি সবার অনেক কাজ।
গ্রামবাংলার চৈতালি কিংবা পাহাড়ের বৈসবি
মহাজনের হালখাতাটাও বর্ষবরন উৎসবই।
কাচা-লঙ্কা, বেগুনভাজা, পান্তা-ইলিশ হবে
শেষ পাতেতে মণ্ডা-মিঠাই পেট পুরে সব খাবে।
রাতজেগে সব আল্পনা দেয়, ভোরের শোভা যাত্রা
পিঠাপুলি নাগরদোলা এসব নিয়েই মেলা।
ধুতি আর পাঞ্জাবিতে ছেলের দল সাজে
গানের আসরে ঢোল তবলা হারমনিয়াম বাজে,
লাল-সাদায় বঙ্গ নারীর কি অপরূপ বেশ
ঢাক-ঢোলের জামা গায়ে বাচ্চাদের হাসির রেশ।
পহেলা বৈশাখের কবিতা
বৈশাখ এলো কাল বৈশাখীর
হাওয়ায়-হাওয়ায় ধেয়ে,,
বৈশাখ এলো বাউলের বেশে
বৈশাখী গান গেয়ে !!””
উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা ,,
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা !!””
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে
সিঁদুর মেঘের গায়,,
বৈশাখ এলো উগ্রতা নিয়ে
কৃসনো মেঘের নায় !!””
শোষণ যুলুম রুখে দাড়াও
তাড়াও দুখের দিন ,,
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ !!””
পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো প্রহেলা বৈশাখ,,
সব ভেদাবেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ !!””
এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ ,,
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান !!””
পহেলা বৈশাখ নিয়ে রচিত রবি ঠাকুরের কবিতা
বাংলা বছরের প্রথম দিন নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিছু কবিতা ও গান রচনা করেছেন। তিনি কবিতা ও গানের মাধ্যমে পুরনো বছরকে বিদা জানিয়ে নতুন বছরকে সাদরে গ্রহণ করছেন তাই নববর্ষ কে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন। পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষের তার বিখ্যাত কবিতা ও গান গাওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করে থাকে। অনেকে এই দিনটিকে আনন্দ উৎস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করে। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলো কবিতা তুলে ধরেছি।
এসো হে বৈশাখ
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো এসো এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে,,
বৎসরের আবর্জনা দুর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রু বাষ্প সুদূরে মিলাক !!””
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্মটিজাল যাক দূরে যাক !!”