কবিতা

নতুন বছর নিয়ে কবিতা 2024 ও কিছু কথা

অনেকে রয়েছেন যারা নতুন বছর নিয়ে কবিতা অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি নতুন বছর নিয়ে কিছু কবিতা। আপনারা যারা নতুন বছরকে নিয়ে কবিতা পেতে আগ্রহী তারা আমাদের এই আর্টিকেলটি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। আমাদের দেওয়া কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। বিগত সময় অনুসন্ধান করার ফলে আমরা এই কবিতাগুলো আপলোড করতে সক্ষম হয়েছি তাই বলতে চাই আপনার আমাদের এই আর্টিকেলটিতে এসে উপকৃত হবেন।

প্রতিদিন অসংখ্য মানুষ অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছে নতুন বছরের কবিতা পড়ার জন্য। এ ধরনের ব্যক্তিগণের আর্টিকেলটির মাধ্যমে তাদের পছন্দের নতুন বছরের কবিতা গুলো দেখতে পারবেন। এছাড়াও আমাদের দেওয়া কবিতাগুলো আপনারা স্ট্যাটাস হিসেবে আপনাদের সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুক ব্যবহার করতে পারবেন। তাই বলা যায় নতুন বছর নিয়ে কবিতা গুলো আপনাদের সবার প্রয়োজন এ আসবে। আপনারা আমাদের আর্টিকেল থেকে কবিতা গুলো সংগ্রহ করে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন।

নতুন বছর নিয়ে কবিতা (1)

ধুয়ে মুছে যাক যত
ক্লান্তি-গ্লানি-বেদনা,
নতুন বছর আসছে আবার
জানাই শুভকামনা।

নতুন বছর বয়ে আনুক
সফলতা আর সুখ,
বছর শেষে গর্বে যেন
ভরে উঠে বুক।

নতুন বছর রাঙিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতনকে বিদায় জানাই
বুক বেধে এই আশে।

ছিল যত ভুল-ত্রুটি
ঝাড়িয়ে ফেলার এই সময়,
নতুন দিনের নতুন স্বপ্ন
করতে হবে জয়।

নতুন বছর কাটবে ভাল
রইলো এই প্রত্যাশা,
সবার প্রাণে ছড়িয়ে যাক
দেশের প্রতি ভালোবাসা।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার 2022

নতুন বছর নিয়ে কবিতা (2)

নতুন বছরে তুমি খুব ভালাে থেকো
স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে
নতুন বছরে সবাইকে ভাল রেখাে
কাছে টেনো যারা আজও আছে অনাদরে

পৃথিবীটা আজ অভিমানে বড় নীল
বারুদবাষ্পে বাতাস হচ্ছে ভারী
কমছে সবুজ উধাও যে খাল বিল
সন্ত্রাস বুঝি আজকের মহামারী

নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা
দেহ-মনে সব সুস্থতা ঘিরে থাকে
প্রতিটি মানুষ মানবিক আরাে হয়
সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে

নুতন বছরে বন্ধুতা আরাে চাই
ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা
নতুন বছরে নতুন শপথ হােক
ভুবনগ্রামেতে চেতনার আলাে জ্বালা…

নতুন বছর নিয়ে কবিতা (3)

গতবছরের থেকে বেশি ভালবাসা চাই। পাবো?
বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে।
কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায়।
স্টেশন-প্লাটফর্মে শীত হি হি

যে বাচ্চা মেয়েটি,
দুটো গরমজামা চাই ওর জন্য।
রকের আড্ডায় আর যেন
যৌবন ফিকে করতে না হয়

সন্টু মন্টু পল্টু দের।
কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয়।
নতুন কিছু গান, কবিতা, নাটক, ছবি…
বেশি চাওয়া হল?

দাবীদওয়াগুলো যেন আলো পায়।
ভাষা যেন ভালবাসা পায়।
গির্জায় একটা প্রদীপ, মসজিদে আজান শুনে,
মন্দিরের ঘন্টায় যেন হাত রাখতে পারি।

একজনের মুখের দিকে তাকিয়ে,
পাশে দাঁড়িয়ে,
আরেকজন যেন ভরসা পায়।
শিশুদের যেন আর,

লালসার শিকার হতে না হয়।
হবে? এইসব?
তবে নাও, ধরো,
ধরো এই নতুন বছর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *