উক্তি

অনুশোচনা নিয়ে উক্তি, ফেসবুক স্ট্যাটাস, কবিতা ও ক্যাপশন

আপনারা যারা অনুশোচনা নিয়েও কি ফেসবুক স্ট্যাটাস কবিতা ও ক্যাপশন খুঁজছেন। তারা সঠিক জায়গায় এসেছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অনুশোচনা নিয়ে উক্তি ফেসবুক স্ট্যাটাস কবিতা ও ক্যাপশন নিয়ে। অনুশোচনা না থাকলে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে না। মানুষ মাত্রই ভুল হয়। যে ব্যক্তি সে ভুল করা বুঝতে পেরে অনুশোচনায় ভোগে সেই প্রকৃত মানুষ। অনুশোচনা এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষের মাঝে থাকে না। অনেকে আছে ভুল করেই যায় কিন্তু সে ভুলের মাশুল দেওয়ার চেষ্টা করেনা।

মানুষ মাত্রই যেমন ভুল হয় ঠিক তেমনি মানুষের মধ্যে রয়েছে বিবেক বুদ্ধি। যে মানুষ তার বিবেকের তাড়নায় ভোগে সেই অনুসূচনায় ভোগে। অনুশোচনা না থাকলে মানুষ ভুলের পর ভুল করেই যাবে। কিন্তু সে ভুলের মাশুল দিতে পারবে না। তাই মানুষের মধ্যে অনুশোচনা বোধ থাকা একান্ত প্রয়োজন। অনুশোচনা হীন মানুষ পশুর সমান। তাই প্রকৃত মানুষ হতে হলে সে মানুষের অনুশোচনা থাকতে হয়।

অনুশোচনা নিয়ে উক্তি

বিবেকবান মানুষরাই অনুশোচনা ভোগে। অনুশোচনা না থাকলে মানুষের মধ্যে পশু তো এসে যায়। বিভিন্ন দার্শনিক গন বিভিন্নভাবে অনুশোচনা নিয়ে উক্তি লিখেছেন। আমি সেই উক্তিগুলো থেকে কয়েকটি উক্তি আমার এই পোস্টটিতে উল্লেখ করেছে। আপনারা যারা অনুশোচনা নিয়ে উক্তি করছেন তারা আমার এই পোস্টটি থেকে পেয়ে যাবেন।

১. কম আত্মসম্মান আমাকে বিশ্বাস করায় যে আমার এত কম মূল্য আছে যে আমার প্রতিক্রিয়ার কারো কাছে কোনো মূল্য নেই। অনুতাপ হল আমাদের মন ও হৃদয়কে সংশোধন করার জন্য প্রতিকারমূলক কাজ, যা আমাদের কখনো নিচু করেনা।
– জন অর্টবর্গ

২. কিন্তু যে মানুষটি তার নিজের সাথে ভুল হতে দেখে এমন সব কিছু স্বীকার করতে ভয় পায় না, এবং তবুও স্বীকার করে যে সে তার ত্রুটিগুলির কারণে সঠিকভাবে সৃষ্টিকর্তার ভালবাসার বস্তু হতে পারে, সে আন্তরিক হতে শুরু করতে পারে। তার আন্তরিকতা আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে, তার নিজের সম্পর্কে তার নিজের বিভ্রান্তিতে নয়, বরং সৃষ্টিকর্তার অবিরাম, অশেষ রহমতে।
– থমাস মেরটন

৩. তিনি যে প্রথম কান্না করেছিলেন তা এত গভীর ছিল যে আমি ভেবেছিলাম এটি আমার হৃদয়ে গিয়ে লেগেছিল। এ থেকেই তার অনুতপ্ত হওয়ার প্রমাণ পেয়েছিলাম।
– সি এস লুইস

৪. আপনি যদি নিজের আচরণকে তুচ্ছ করতে সক্ষম হন তবে আপনি কেবল নিজেকেই ভালবাসতে পারেন।
ক্রিস জামি

৫. সৃষ্টিকর্তার সামনে ছাড়া অন্য কারো সামনে কখনো নিজের গুনাহের জন্যে নিজেকে তুচ্ছ করো না।

৬. লোকেরা বলবে, “স্বর্গ এবং নরক আছে”, এবং তারা এটিকে এতটা গুরুত্ব সহকারে নেয় যে তারা অনুশোচনা এবং অনুতপ্ত বোধ করতেই ভুলে যায় । আমি বরং তাদের বলব আমাকে সেই পথ দেখাতে যা স্বর্গ বা নরকের দিকে নিয়ে যায়।
– মাইকেল বেসি

অনুশোচনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

যারা অনুশোচনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তারা আমার এই পোস্টটি থেকে স্ট্যাটাসটি সংগ্রহ করুন। আমি আজকে আমার এই পোস্টটিতে অনুশোচনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস আলোচনা করেছি। অনুশোচনা নিয়ে স্ট্যাটাসটি আপনি আপনার ফেসবুক আইডিতে দিয়ে দিতে পারবেন।

১. একটি জীবন যা সৃষ্টিকর্তার সামনে অনুতাপ এবং বিশ্বাসে কখনও খোলা ছিল না, তার অনন্তকালের জন্য কোনো স্থায়ীত্ব নেই।
– আর.কে. হ্যারিসন

২. আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। –
-ড. বিলাল ফিলিপ্স

৩. নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
-ড. বিলাল ফিলিপ্স

৪. আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।
-ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

৫. এমন দু’টি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর।
-মুহাম্মাদ (সা)

অনুশোচনা নিয়ে ক্যাপশন

অনুশোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের অনুশোচনা বুকে আছে তারাই জীবনে উন্নতি করতে পারে। অনুশোচনা না থাকলে সেই মানুষ সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকবে। তারা মানুষকে কষ্ট দেবে। আপনারা যারা অনুশোচনা নিয়ে ক্যাপশন করছেন তারা আমার এই পোস্টটি থেকে নিন।

১. আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু।
– সুরা নিসা : আয়াত ১১০

২. অনুতাপ আমাদের গুণাবলীর নীচে বসন্ত।
– গ্রীক সাহিত্য

৩. অনুতপ্ত কান্না অপরাধবোধের দাগ ধুয়ে দেয়।
– পার্সিয়ান মিথলজি

৪. অনুশোচনার হাড়ি নিয়ে বসলেও অতীতকে বদলানো যাবে না।

৫. অতপর আমি আমার সমস্ত জীবন অতীতের জন্য হৃদয়গ্রাহীভাবে অনুতাপ করেছিলাম, কিন্তু সেই অনুতাপ আমাকে কোন সন্তুষ্টি দেয়নি, শান্তি দেয়নি, না।
– ড্যানিয়েল দ্যাফো

অনুশোচনা নিয়ে কবিতা

অনেক ব্যক্তি আছেন যারা অনুশোচনা নিয়ে কবিতা খুঁজছেন। যারা অনুশোচনা নিয়ে কবিতা খুঁজছেন কবিতা পড়তে ভালোবাসেন তারা সঠিক জায়গায় এসেছেন। আমি আমার এই পোস্টটিতে আজকে অনুশোচনা নিয়ে কবিতা দিয়েছি।

অনুশোচনা
– অপূ্র্ব জুয়েল

ক্রান্তিলগ্ন এসেছে জীবনের,
অনুশোচনার সময় ;
ফিরিয়ে দাও পাওনা যত ..
উধাও করে ভয়।

জীবনতরী দিকবিহীন আজ,
সেতারা হয়েছে আড়াল ;
দূর করে দাও মেঘমালাকে,
ছড়াও চন্দ্রজাল।

পরশ বুলাও কোমল হাতের
পাথরের এ তনুতে ;
ফিরিয়ে দাও নবজীবন,
চাই যে তোমায় ছুঁতে।

অনুশোচনা
– রুহুল আমীন রৌদ্র

দিনমনি অস্ত যায় পড়ন্ত এ সাঁঝের ক্ষণে,
উৎসন্ন মনে বিষণ্নতায় ভরে,
অপলক দৃষ্টিতে চেয়ে আছি,
রক্তিম দিনমনির,
অন্তিম আভার পানে।
বংশাইয়ের জল শুকিয়ে গেছে,
তীরে তীরে জেগেছে চর,
ঘাটে বাঁধা নৌকায়, বসে আছি আনমনে,
ক্ষীনস্রোতে ভেসে যায়,
কচুরীপানার গুচ্ছ।
রক্তিম লালিমায় উড়ুউড়ু করে গাঙচিল,
নদীর জলে গা ধুয়ে,
ক্লান্তি মুছে নেয় মাঝি,
কিযে অপূর্ব নিস্তব্ধতায় মগ্ন চারিপাশ।
ঘরে ফেরা বিহঙ্গের,
ব্যস্ত উড়ুউড়ি,
সহসা ফ্যাকাসে হয়ে গেল রক্তিম তপন,
রক্তিম আভায় হেরি,
হারানো প্রিয়ার, ধূসর বদনখানি,
সে যেন হাতছানি দিয়ে,
ডাকছে আমায় !
যেন বলছে কাতর নয়নে,
“ওহে কবি,বড্ড ভুল করেছি তোমায়,
বিষণ্ণতা উপহার দিয়ে।
চেয়ে দেখো,
আমিও সুখে নেই,
সম্মুখে তোমার,রক্তিম সূর্য হয়ে,
নির্বাক শুধুই জ্বলছি,
জ্বলতে হবে বুঝি অনন্তকাল”।
—–০—–

অনুশোচনা
– মো: রিদওয়ানুল ইসলাম রিফাত

ও তোর দিন যে গেল, সন্ধ্যা হলো,
ভবের নেশায় রইলি মেতে।
ডাক দিয়েছেন যাবার তরে,
কি নিবি তোর সাথে ওরে,
পিছন ফিরে একবার দেখ না রে,
আমল নামা যে তোর ফাঁকা।
দিন যে গেল রঙ্গ রসে যাবার কথা ভাবলি না।
অন্ধকর ঘরের কথা একবারও ভেবে দেখলি না।
শমন যখন ধরবে ঘিরে
নিয়ে যাবে তোরে অচিনপুরে,
সাড়ে তিন হাত কবরখানা
এটাই যে তোর হবে আসল ঠিকানা।
অনন্ত কাল রইবি পড়ে অন্ধকার এ সমাধিতে
তবুও কী তোর পাপ কাজ করতে বাধেঁ না হিতাহিতে।
কালেমা, সালাত, রোজা, যাকাত,হজ্জ,
এটাই যে ছিল তোর পর পারের সম্বল।
সর্বহারা হয়ে তুই পারি দিলি পরপারে।
কাটাবি এবার অনন্ত কাল অন্ধকারে, সাপ বিচ্ছুর কামড়ে।
করবি কি এখন ওরে।
অনেক সময় পেয়েছিলি তুই নেক আমল করার লাগি,
সেসব কথা ভুলে ত্ইু হয়েছিলি আল্লাহ্র পথ হতে বিবাগী।
সময়টাকে ভুল ভাবে ব্যয় করে যে জনা,
তাকেই এক সময় করতে হয় জীবনের অনুশোচনা।

সর্বশেষে আমি বলতে চাচ্ছি আর আজকের এই পোস্টটি আপনাদের যাদের ভালো লেগেছে তারা সবার সাথে পোস্টটি শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমার এই পোস্টটি মনোযোগের সেই পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *