সৎকাজ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন
কথা আছে “জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো।”কর্মের দ্বারাই মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায়। কোন মানুষের জন্ম যে বংশেই হোক না কেন ,কাজই তার পরিচয় নির্ধারণ করে। প্রকৃতি স্বাভাবিক নিউ অনুযায়ী মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তখন পিছনে পড়ে থাকে তার ভালো-মন্দ সব ধরনের কাজ। কাজ ভালো হলে বহু কাল যাব তো মানুষ তা মনে রাখে।
আল্লাহ তায়ালা সব সময় মানুষের ভালো কাজে খুশি হয়ে থাকেন না নাভির পুরস্কার দিয়ে থাকেন। পৃথিবী সৌন্দর্যকে বাড়িয়ে দেন। ভালো কাজ করলে মানুষ সবাই তাকে ভালোবাসে ঠিক তেমনি আল্লাহতালা ও তার ওপর খুশি হয়ে তার ওপর বরকত নাযিল করেন। মানুষের পরিচয় কখনো তার বংশ বা পরিবারের মর্যাদা ও মর্যাদার উপর নির্ভর করে না। নির্ভর করে তার নিজ নিজ কর্ম ও সুকৃতির ওপর। সৎকাজ যারা করে তাদের সবাই সম্মান দেয় শ্রদ্ধা করে।
অনেকে আছেন যারা সৎ কাজ নিয়ে উঠতে স্ট্যাটাস ক্যাপশন এসব খুঁজছেন। কিন্তু এখন পর্যন্ত তা পেয়ে ওঠেনি। আমি তাদের জন্য আজকে আমার এই পোস্টটি লিখেছি। আমার এই পোস্টটি থেকে আপনার রা খুব সুন্দর ভাবে সৎ কাজ নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন পাবেন। আর এজন্য আপনাকে শেষ পর্যন্ত আমার এই পোস্টটি মনোযোগের সহিত পড়তে হবে।
সৎ কাজ নিয়ে উক্তি
বিজ্ঞান সাহিত্য শিল্প মানব সেবা পছন্দ সই যে কোন ক্ষেত্রে মানুষ নিজেকে উৎসর্গ করে অমর হতে পারে। কি জন্য বংশ মর্যাদার ওপরে এইসব সুনাম বা দুর্নাম নির্ভর করে না। মানুষটা সৎ কাজের দিয়ে তার সম্মান ও শ্রদ্ধা অর্জন করে নিতে পারে। আল্লাহ তায়ালাকে খুশি করতে পারে তার সৎ কর্ম দিয়ে। আসুন আপনারা যারা সৎকাজ নিয়ে উক্তি করছেন তারা নিচের থেকে সংগ্রহ করুন। আমি নিচে কতগুলো সৎকাজ দিয়ে উক্তি লিপিবদ্ধ করেছি।
যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্যে রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তণস্থল।
— সূরা আর-রাদ- আয়াত: ২৯
নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে।
— সূরা আন নাহল- আয়াত: ১২৮
ভালো কাজের ফলাফল ভালো কিছুই হয় । আর খারাপ কাজের ফলাফল খারাপই হয় ।
— অজানা
যারা বিশ্বাস স্থাপন করে, এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
— সূরা আল মায়িদাহ- আতাতু
যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।
— সূরা আল আনআম- আয়াত: ১৬
যারা ঈমান এনেছে এবং সৎকাজ ( ভালো কাজ ) করেছে , তারাই জান্নাতের অধিবাসী । তারা সেখানেই চিরকাল থাকবে ।
— সূরা বাকারা, আয়াত ৮২
যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম ( ভালো কাজ ) সম্পাদন করে- আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।
— সূরা আল কাহফ- আয়াত: ৩০
যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।
— সূরা আল কাহফ- আয়াত: ১০৭
হে মুমিনগণ ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদাত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার ।
— সূরা আল হাজ্জ, আয়াত- ৭৭
যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে । তাদের প্রাপ্য পরিপুর্নভাবে দেয়া হবে । আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না ।
— সূরা আল ইমরান, আয়াত- ৫৭
আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মুর্খ জাহেলদের থেকে দূরে থাক ।
— সূরা আল আরাফ, আয়াত- ১৯৯
হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে ।
— সূরা আল-বাকারা, আয়াত ২৫
নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে।
— সূরা আন নাহল- আয়াত: ১২৮
সৎকাজের ফেসবুক স্ট্যাটাস
অনেকেই আছেন যারা সৎ কাজ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। আবার অনেকে আছেন যারা ফেসবুকে ভালো কাজ নিয়ে স্ট্যাটাস পড়তে ভালোবাসেন। আমি তাদের কথা চিন্তা করি আজকের এই পোস্টটি সৎ কাজ নিয়ে স্ট্যাটাস লিখেছি। আপনি আমার এই পোস্টটি মনোযোগের সহিত পড়লেই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই পোস্টটি থেকেই ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন।
সামান্য কিছু অভাবের জন্য ভালো কাজ গুলি নষ্ট হয়ে যায় ।
— এডওয়ার্ড এইচ হরিম্যান
আমি ভালো করে কথা বলতে পারিনা, কিন্তু ভালো কাজ করতে পারি ।
— অমিত কালান্ত্রি
একটি ভালো কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমেই শিল্পী তার কৃতজ্ঞতা প্রকাশ করে ।
— ক্রিস জামি
সৃষ্টিকর্তা যখন আমাদের ভালো কাজে খুশি হন, তখন তিনি তাঁর আনন্দ প্রকাশ করতে সুন্দর প্রাণী, পাখি, প্রজাপতি ইত্যাদি আমাদের কাছে পাঠান ।
— মোঃ জিয়াউল হক
যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ ১০টি কল্যাণমূলক পুরস্কার ।
— হাদিসে কুদসি
পরিশেষে বলতে চাই হট কর্ম মানুষকে সম্মান দেয় ।সবাই সৎ কর্মের ব্যক্তিদের ভালোবাসে শ্রদ্ধা করে। আপনাদের যদি আমার এই পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আবারো আপনার পছন্দের কিছু পোস্ট নিয়ে আমার এই সাইটে আসবো।