Skip to content
Home » অ্যালোভেরা অয়েল ঘরে বানানোর সহজ কৌশল স্টেপ বাই স্টেপ

অ্যালোভেরা অয়েল ঘরে বানানোর সহজ কৌশল স্টেপ বাই স্টেপ

অ্যালোভেরা অয়েল ঘরে বানানোর সহজ কৌশল

আমরা সব সময় চাই আমাদের ত্বক ও চুল সুন্দর হোক। তাই নানাভাবে চেষ্টা করতে থাকি তবে চুলের জন্য। কিভাবে চুল ও ত্বক সুন্দর করা যায় কিভাবে চুল ওঠা বন্ধ করা যায় এসব ভাবতে ভাবতেই অনেকে অনুসন্ধান করতে থাকে অনলাইনে। ভাবতে থাকে অনলাইনে কোন সমাধান পাওয়া যায় কিনা চুল ওঠা থেকে। অনেকেই আছে যারা সুন্দরের পূজারী। তারা সবসময় সুন্দরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং নিজেও সুন্দর হওয়ার চেষ্টা করে।

তাই সুন্দর ত্বকের কথা চিন্তা করে আমরা আজকে আপনাদের বাজে আলোচনা করব ত্বকের জন্য এলোভেরা যতটা উপকারী চুলের জন্য ঠিক ততটাই উপকারী এসব বিষয় নিয়ে। অ্যালোভেরা এমন একটি উপকারী বস্তু যা এন্টি ব্যাকটেরিয়াল উপাদান ও অ্যান্টি অক্সিডেন্ট যা নতুন চুল গজাতে ভীষণভাবে কার্যকরী। অ্যালোভেরা এমন ভাবে মাথার ত্বকের ক্ষত সারাতে সক্ষম হয় যা মা থাকে সব সময় সুস্থ রাখে। অনেকে আছে যারা অ্যালোভেরা দিয়ে হেয়ার আলবানী এ সপ্তাহের 2/3 দিন ব্যবহার করেন এবং এর সুফল খুব সহজেই পেয়ে যান। আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা কীভাবে এই এলোভেরা দিয়ে হেয়ার অয়েল তৈরি করবেন সেই বিষয়ে। আর এই বিষয়টি আপনাদের জানতে হলে আমার এই পোস্টটি শেষপর্যন্ত মনোযোগের সহিত পড়তে হবে।

অ্যালোভেরা ও নারিকেল তেল

অ্যালোভেরা এমন একটি উপাদান যা আপনার চুলের গোড়া কে খুব শক্ত ও মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে। নারিকেল তেল চুলের জন্য ভালো সহজলভ্য এটি একটি টিটমেন্ট করা যা বহুকাল ধরে এদেশে ব্যবহৃত হয়ে আসছে। আপনি যদি এর মধ্যে পেঁয়াজের রস যোগ করে দেন তাহলে হেয়ার ফলিকল পুনরুজ্জীবিত করবে। নারিকেল তেলের সাথে আপনি এই অ্যালোভেরা মিশিয়ে বিভিন্ন রকম ভাববে অ্যালোভেরা ওয়েল বানাতে পারবেন। আমি নিচে অ্যালোভেরা জেল কিভাবে বানাতে হয় সে পদ্ধতি গুলো আলোচনা করেছি।

প্রথম পদ্ধতি

প্রথমে আমি আলোচনা করব অ্যালোভেরা হেয়ার অয়েল বানাতে আপনার কি কি লাগবে।

অ্যালোভেরার পাতা 2 টি

নারিকেলের তেল 4 টেবিল চামচ

বানানোর পদ্ধতি

প্রথম এলোভেরা পাতা গুলো টুকরো টুকরো করে আপনাকে কেটে নিতে হবে আরে কেটে নেওয়া টুকরাগুলো একটি কাচের বাটিতে রাখতে হবে। তারপর বড় একটি সাসপেন পানি ভর্তি করে চুলায় বসিয়ে দিতে হবে। এরপর যখন পানিগুলো ফুটানো শুরু করবে তখন অ্যালোভেরার বাতিটা সাবানের ওপর বসিয়ে দিতে হবে। তারপর আপনি নারিকেল তেল দিয়ে নাড়তে থাকুন। দশ পনের মিনিট পর বাটিতে নামিয়ে নিন এবং এই মিশ্রণটি ঝাকুনির সাহায্যে থেকে আলাদা করে নিন। এরপর আপনি এটি ঠাণ্ডা করে নিন এবং চুলে মেয়েকে এক ঘণ্টা রেখে দিন। সবশেষে শ্যাম্পু করে ফেলুন।

দ্বিতীয় পদ্ধতিঃ

এবারে আমি জানিয়ে দেবো দ্বিতীয় পদ্ধতিতে আপনাদের কি কি উপাদান লাগবে।

অ্যালোভেরার পাতা ১টি

পেঁয়াজের রস 2 টেবিল চামচ

নারিকেল তেল আধা লিটার

কিভাবে তৈরি করবেন

অ্যালোভেরার পাতা সাবধানে জেল বের করুন। কাটা জেল আলাদা করে রাখুন। পূর্বের ন্যায় চুলায় বসিয়ে দিয়ে। গরম হয়ে গেলে নারিকেল তেল দিয়ে মাঝারি আঁচে দশ পনের মিনিট জ্বাল দিতে থাকুন। তারপর এরমধ্যে এলোভেরা জেল ও পেঁয়াজের রস দিয়ে আরো 10 মিনিট জ্বাল দিন। লক্ষ রাখবেন মিশ্রণটি আস্তে আস্তে লালচে হয়ে আসলে চুলা বন্ধ করে দিন এবং ঠান্ডা করে নিন। এরপর আপনি এটা শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।

এটি আপনি দুই হাতের আংগুলের ডগায় তেল লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। এতে আপনার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এভাবে এক ঘন্টা থাকুন এরপর শ্যাম্পূ করে ফেলুন। চাইলে আপনি রাতের বেলাও তেল ম্যাসেজ করতে পারেন আবার সকালেও ধুয়ে ফেলতে পারবেন।

অ্যালোভেরা, মেথি, কারি পাতা এবং নারিকেল তেল

যাদের মাথায় অতিরিক্ত খুশকি থাকে তারা অ্যালোভেরার গ্লাইকপ্রটেইন চুলের খুশকি ও ইরিটেশন দূর করতে সক্ষম হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ফসফরাস আছে চা কারি পাতা চুলের ঝড় ঝরেপড়া আটকা এবং চুল ঘন করে। মেথি এমন একটি কাজ করে যা নিকোটিক এসিড চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করে।

কি কি লাগবে

অ্যালোভেরার পাতা 2 টি

মেথি দানা 2 চা চামচ

কারিপাতা ১ মুঠো

নারিকেল তেল 1 কাপ

কিভাবে বানাবেন

প্রথমে অ্যালোভেরা পাতা গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর পাতাগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নিন। কিন্তু লক্ষ্য রাখবেন যেন অ্যালোভেরার পাতা গলার ভেতর থেকে যেলটুকু বের হয়ে না যায়। এরপর আপনি কারি পাতা গুলো ধুয়ে শুকিয়ে নিন। এবার চুলায় বসিয়ে 5/7 মিনিট গরম করে নারিকেল তেল দিয়ে মিক্সট করে নিন।

এরপর অ্যালোভেরা টুকরাগুলো ঢেলে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত নারিকেল তেল এলোভেরা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়ুন। এরপর লক্ষ রাখবেন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করেছে মিশ্রণে কারি পাতা গুলো একটু একটু করে নাড়তে থাকুন। এরপরে হালকা সেরভের বন্ধ করুন ঠাণ্ডা করে ছেঁকে নিন। এটি সপ্তাহে দুই থেকে তিন দিন তেল গোসলের এক ঘণ্টা আগে স্ক্যাল্প ম্যাসাজ করে শ্যাম্পু করে ফেলবেন।

অ্যালোভেরা, অলিভ অয়েল, পিপারমেন্ট অয়েল এবং ল্যাভেন্ডার এসেন্স

অ্যালোভেরা ও অলিভ ওয়েলে দুটি মিস করার কারণে আপনার কম্বিনেশনের কাজ করবে যা ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং সেল ড্যামেজ বন্ধ করবে। এছাড়াও এই এটি ব্যবহারের ফলে চুলের স্বাভাবিক রং নষ্ট হয়ে গেলে এই তেল সেই রং পুনরায় ফিরিয়ে আনবে এবং মাথার সুন্দর যোগ করে তুলবে।

কি কি লাগবে

অ্যালোভেরা জেল 2 টেবিল চামচ

অলিভ অয়েল 2 টেবিল চামচ

পিপারমেন্ট তেল 2 থেকে 3 ফোঁটা

ল্যাভেন্ডার এসেন্স ২ থেকে ৩ ফোটা

কিভাবে বানাবেন

অ্যালোভেরার জেল বের করে চামচ দিয়ে ভাল করে গলিয়ে নিন। এরপর অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। ল্যাভেন্ডার এস এনজিও পেপার্মিন্ট অয়েল একটি স্বচ্ছ কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখতে হবে। সপ্তাহে 123 কৌশল এরপর ব্যবহার করে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *