স্ট্যাটাস

উপদেশমূলক স্ট্যাটাস ,ইসলামিক বাণী ও কিছু উপদেশ

কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো কিছু উপদেশ মানুষকে ভালোর দিকেই নিয়ে চলে। ভালো উপদেশ পেলে মানুষ ভালো কিছু করতে পারে। ভালো মানুষের ভালো উপদেশ গ্রহণ করে জীবনকে ভালো দিকে পরিচালিত করাই হচ্ছে উত্তম কাজ। তাই জীবনে সঠিক মানুষেরই উপদেশ গ্রহণ করুন। আর জীবনকে সঠিক পথে পরিচালনা করুন।

আপনারা যারা উপদেশমূলক স্ট্যাটাস, বাণী ও ইসলামিক উক্তি খুজতেছেন তারা সঠিক জায়গায় এসেছেন। আজকে আমি আম্মার পোস্টটিতে উপদেশমূলক বাণী, স্ট্যাটাস, কিছু কথা নিয়ে হাজির হয়েছি। এই পোস্টটিতে আপনি সুন্দরভাবে উপদেশ মূলক কিছু কথা পাবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে।

জীবনে ভালো কিছু করতে হলে ভালো কিছু উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে হয়। ভালো কিছু করতে গেলে একেকজন একেকটা পরামর্শ দিয়ে থাকে। তাদের মধ্য থেকে ভালো উপদেশটি গ্রহণ করতে হয়। নইলে ভালো কিছু করা যায় না। কিছু সৎ লোক আসছে যারা সবসময়ই ভালো উপদেশ দিয়ে থাকেন।

তবে কিছু খারাপ লোক আছে যারা সৎ লোককে সহ্য করতে পারে না। তাদের কোন না কোন ভাবে ক্ষতি করার চেষ্টা করে। তাদেরকে খারাপ উপদেশ দিয়ে খারাপ দিকে পরিচালনা করতে চাই। সেইসব লোকদের উপদেশকে বর্জন করে সৎ লোকের উপদেশ গ্রহণ করে জীবনকে পরিপূর্ণ করতে হয়।

উপদেশ মূলক স্ট্যাটাস

অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুককে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। এমন আছেন যারা উপদেশমূলক স্টাটাস খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য আমার এই উপদেশ মূলক স্ট্যাটাস। এখান থেকেই খুব সহজেই আপনি উপদেশমূলক স্ট্যাটাসটি গ্রহণ করতে পারবেন। আজকে আমি আপনাদের মাঝে এই উপদেশমূলক স্ট্যাটাসটি নিয়ে এসেছি।

১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন সেটা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন মূলত সেটার উপরই।

২. যেসব ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যেসব ব্যক্তি পড়তে পারে না দুইজনই সমান।

৩. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপুর্ন কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা মোটামুটি ধারণা চলে আসে। We never get a 2nd chance to make the first impression.

৪. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।কারণ তিনি বার বার ব্যর্থ হওয়ার পরই তৈরি করেছেন,এক একটা যুগান্তকারী আবিষ্কার- যেমন- বিদ্যুৎ

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড মূলতঃ সেটা নয়, আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই মূল সাফল্য।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয় কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমর্যাদা হারিয়ে ফেলে সেটাই তার পরবর্তী পরাজয়ের মূল কারণ।

৮. পরাজিতরা সব সময় কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে কিন্তু তারা কখনই ভাল কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরী অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না। নতুন কিছু সৃষ্টি করতে পারে না।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.- সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

কিছু উপদেশ

ভালো পড়তে মানুষকে ভালোর দিকে পরিশ্রলিত করে আর খারাপ হতে মানুষকে খারাপ দিকে পরিচালিত করে। ভালো কাজ করতে গেলে ভালো কিছু মানুষেরও দরকার আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষকে নিমেষে পরিবর্তন করে দিতে পারে।

ভালো উপদেশ কে গ্রহণ করে জীবনকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। এছাড়া ভালো উপদেশ ছাড়া মানুষ উন্নতির শিকড়ে পৌঁছতে পারে না। সব সময় নিজের বুদ্ধি কাজে লাগে না তাই কোন কাজ করতে গেলে সৎ মানুষের সাথে পরামর্শ করতে হয়।

তোমার ক্রোধকে ধমিয়ে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে ।— হোরেস ।

তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে ।— উইলিয়াম শেক্সপিয়র ।

অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে ।— জর্জ বার্নার্ড ।

সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে ।— এপিজে আবদুল কালাম ।

আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না ।— রবীন্দ্রনাথ ঠাকুর ।

বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় , পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত ।— হুমায়ুন আজাদ ।

যতোদিন মানুষ অসৎ থাকে ততোদিন তার কোনো শত্রু থাকে না , কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না — হুমায়ুন আজাদ ।

কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা ।— হুমায়ুন আজাদ ।

দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না ।— হুমায়ূন আহমেদ ।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার ।— লালন ।

এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ের অভাব নেই তুমি চিরজীবী । এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকাল মারা যাবে ।— মহাত্মা গান্ধী ।

প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ ।— এস্কাইলাস ।

ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও ।— হযরত সুলাইমান (আঃ) ।

অনুকরন নয় , অনুসরন নয় , নিজেকে খুঁজুন , নিজেকে জানুন , নিজের পথে চলুন ।— ডেল কার্নেগী ।

ইসলামিক উপদেশ মূলক বাণী

ইসলামের দৃষ্টিতে উপদেশ অনেক রকম হয়ে থাকে। আপনারা যারা ইসলামিক উপদেশমূলক বাণী করছেন তারা আমার এখান থেকে সংগ্রহ করুন। আমি নিচে কতগুলো ইসলামিক উপদেশ মূলক বাণী উল্লেখ করলাম।

১। ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও ।
— হযরত সুলাইমান (আঃ) ।

২। ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান,,, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সে ব্যক্তিই নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে।
—হযরত আলী (রাঃ)

৩। মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে ।
—সুরা ইয়াসিন (৬৫)

৪। বিপদ-আপদের সময়,,,,দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তায়ালার দরজার সবসময় খুলা থাকে।

৫। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে রাসূল (সাঃ) কে অনুসরন কর ।

৬। মহিলাদরে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ তার গৃহের ভিতরের কক্ষ ।
–হযরত মুহাম্মাদ সাঃ।

উপদেশমূলক আবেগি স্ট্যাটাস

যারা ফেসবুক কে বা সোশ্যাল মিডিয়ায় উপদেশ মূলক আবেগি স্ট্যাটাস খুঁজে পাচ্ছেন না তারা চলে আসুন আমার এই সাইডে। আজকে আমি আমার এসআই তে উপস্থিত দেশমূলক আবেগি কতগুলো স্ট্যাটাস নিয়ে এসেছি। এখান থেকে খুব সহজেই আপনি আবেগি স্ট্যাটাস গ্রহণ করতে পারবেন।

১। তোমার ক্রোধকে ধমিয়ে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে ।
— হোরেস ।

২। সবাই তোমাকে কষ্ট দিবে,তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

– হুমায়ূন আহমেদ

যতোদিন মানুষ অসৎ থাকে ততোদিন তার কোনো শত্রু থাকে না , কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না ।

— হুমায়ুন আজাদ ।

৩। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না।

— চার্লি চ্যাপলিন

দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না ।

— হুমায়ূন আহমেদ ।

৪। এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।

– মহাত্মা গান্ধী

শেষ কথা

পরিশেষে বলা যায়, আজকে আমার এই উপদেশ মূলক স্ট্যাটাসটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার এই উপদেশ মূলক ইসলামিক স্ট্যাটাসটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আরো কিছু তথ্য লাগলে আপনারা আমার এই সাইট থেকে ই পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *