উক্তি

কাজী নজরুল ইসলামের উক্তি ও স্ট্যাটাস

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা আপনারা যারা কাজী নজরুল ইসলামের কবিতা ,প্রবন্ধ, ও রচনা খুবই ভালোবাসেন কিংবা কাজী নজরুল ইসলাম আপনাদের প্রিয় লেখক তাই তার সম্পর্কে জানতে কিংবা উক্তিও স্ট্যাটাস অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন তাদেরকে আমাদের এই ওয়েবসাইটিতে স্বাগতম। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করব কাজী নজরুল ইসলামের উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে। আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই ব্যক্তির বিষয়ে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানিনা। ছোট বড় সবাই কাজী নজরুল ইসলামের উপন্যাস এবং নাটক পছন্দ করেন।

কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার ডাক নাম ছিল দুখু মিয়া। তিনি ছিলেন বিশেষ জ্ঞানের অধিকারী সামান্য রুটির দোকানে কাজ করেও তিনি লেখাপড়া চালিয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। তার লেখা কবিতা প্রবন্ধ উপন্যাস গুলো অনেক সুন্দর বাস্তব জীবনে তার কিছু মতামত রয়েছে। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়।

কাজী নজরুল ইসলামের উক্তি

বিদ্রোহী কবি কাজী নজরুলের উক্তি অনেকে জানতে আগ্রহী হয়ে অনলাইন অনুসন্ধান করে যায় তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে এই কবির কতগুলো উক্তি উল্লেখ করেছি। আপনারা যারা কাজী নজরুল ইসলামের উক্তি পেতে আগুনে তারা আমাদের এই আর্টিকেলটি থেকে সংগ্রহ করতে পারেন।

1. “অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছু নেই। শুধু হৃদয় দিয়ে দেবতার পূজা হয়তো করা যায়, কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না।” – কাজী নজরুল ইসলাম

2. “আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” – কাজী নজরুল ইসলাম

3. “কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও খোলে না।” – কাজী নজরুল ইসলাম

4. “আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।” – কাজী নজরুল ইসলাম

5. “হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার।” – কাজী নজরুল ইসলাম

6. “পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কী, যদি আমাদের গৌরব করার মতো কিছু নাই থাকে।” – কাজী নজরুল ইসলাম

7. “যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।” – কাজী নজরুল ইসলাম

8. “বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।” – কাজী নজরুল ইসলাম

9. “মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনও মন্দির-কাবা নাই।” – কাজী নজরুল ইসলাম

10. “আমার যাবার সময় হল। দাও বিদায়, মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।” – কাজী নজরুল ইসলাম

11. “হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান।তুমি মোরে দিয়াছো খ্রিস্টের সম্মান।” – কাজী নজরুল ইসলাম

12. “অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চিত।” – কাজী নজরুল ইসলাম

13. “ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুন চোখে বেয়ে আছে সাঁজের ঝরা ফুলগুলি।” – কাজী নজরুল ইসলাম

14. “হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায় দিনে কেঁদোনা।” – কাজী নজরুল ইসলাম

15. “যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না।” – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামকে নিয়ে স্ট্যাটাস

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেকেই জন্মদিনে বা মৃত্যুবার্ষিককে ছাড়া বিভিন্নভাবে এই ব্যক্তিকে নিয়ে স্ট্যাটাস প্রদান করতে থাকে। প্রিয় পাঠক বন্ধুগণ আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু স্ট্যাটাস উল্লেখ করেছি আপনারা যারা স্ট্যাটাস পেতে চান তারা আমাদের এই আর্টিকেলটি থেকে তুলে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *