স্ট্যাটাস

খারাপ সময় নিয়ে স্ট্যাটাস, উক্তি ও কিছু কথা

সময় মানুষের দুইভাবেই কাটে। এক সময় ভালো সময় যায় আবার এক সময় খারাপ সময়। ভালো সময়ের মানুষ সারা জীবন মনে রাখতে চায় কিন্তু খারাপ সময় জীবনে মনে না রাখাই ভালো। কেননুন না খারাপ মুহূর্তগুলো মনে হলে বারবার মন খারাপ হয়ে যায়। তাই পিছন ফিরে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। ভালো মুহূর্ত গুলো মনে রেখে ভালো কিছু চিন্তা ভাবনা করে জীবনে উন্নতি শি করে পৌঁছানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু খারাপ দিকগুলো মনে রেখে মন খারাপ করে শরীর দুর্বল করে উন্নত শি করে পৌঁছানো সম্ভব নয়।

তাই মানুষকে সব সময় নতুন কিছু নিয়ে ভাবতে হবে। খারাপ মুহূর্তগুলোকে বর্জন করে ভালো মুহূর্ত গুলোকে মনে রাখতে হবে। মানুষের জীবন সব সময় একই রকম যায় না। সময় সবসময় মানুষের ভালোমতো কাটে না। তাই আপনারা যারা খারাপ সময় নিয়ে স্ট্যাটাস উক্তি ও ক্যাপশন খুঁজছেন। আমি তাদের জন্য আমার আজকের এই পোস্টটি খারাপ সময় নিয়ে ওকে স্ট্যাটাস ও কিছু কথা নিয়ে এসেছি। আমি খারাপ সময় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার এই পোস্টটিতে। আপনাদের যাদের খারাপ সময় নিয়ে স্ট্যাটাস দিয়ে এসব প্রয়োজন তারা অবশ্যই শেষ পর্যন্ত আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

খারাপ সময় নিয়ে স্ট্যাটাস

আপনারা যারা ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার দিতে চান। কিংবা খারাপ সময় নিয়ে স্ট্যাটাস খুঁজছেন আমি আজকে তাদের জন্য আমার এই পোস্টটিতে খারাপ সময় নিয়ে স্ট্যাটাস গুলো উল্লেখ করেছি। আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার স্ট্যাটাসগুলো তুলে দিতে। জানিনা আমি সক্ষম হতে পেরেছি কিনা তবে আমি বিশ্বাস রাখি আমার এই স্ট্যাটাস গুলো আপনাদের সবার ভালো লাগবে। আপনার নিচে থেকে আমার এই স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন।

“যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ”

– ব্যালটাজার গার্সিয়ান (১৭ শতকের স্প্যানিশ লেখক ও দার্শনিক)

“অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্য‌ৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনও আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো”

– সংগৃহীত

“আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে”

– মারিয়া এজগ্রোথ (বিখ্যাত আইরিশ লেখিকা)

“আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে, এখনকার সময়ও নষ্ট হবে”

– মেসন কোলেই (আমেরিকান দার্শনিক)

“সময়ের অভাব কোনও সমস্যা নয়। আসল সমস্যা হল সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই ২৪ ঘন্টার”

– যিক জিগলার (লেখক ও মোটিভেটর)

– ফিলিপ স্ট্যানহোপ (১৮ শতকের বৃটিশ লেখক ও রাজনীতিবিদ)

“তুমি যা কিছু খরচ করো, সময়ই তার মধ্যে সবচেয়ে দামী”

– থিওফ্রেসটাস ( প্রাচীন গ্রীক দার্শনিক)

“যারা সময়কে ঠিকমত ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে”

– যিন ডে লা ব্রুয়ের (১৭ শতকের ফ্রেঞ্চ দার্শনিক)

“সময় আসবে, আবার চলে যাবে। কিন্তু যখন সে থাকবে, তখন তার কাছ থেকে তুমি যা চাইবে, তাই পাবে”

– সংগৃহীত

“সময় = জীবন। তাই, সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে”

– এ্যালান লাকেইন

“বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত”

– হেনরি ফোর্ড (ফোর্ড মোটরস এর প্রতিষ্ঠাতা)

খারাপ সময় নিয়ে উক্তি

বিভিন্ন চিন্তাবিজ্ঞান বিভিন্নভাবে খারাপ সময় নিয়ে উক্তি উল্লেখ করেছেন। আমি সেগুলো থেকে বেছে বেছে কতগুলো উক্তি আপনাদের মাঝে লিপিবদ্ধ করেছি। আপনারা আমার এই পোস্টটি থেকে সেই উক্তিগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে রাখতে পারবেন। আপনাদের যারে এই উক্তিগুলো প্রয়োজন তারা আমার এই পোস্টটি নিচে থেকে তুলে নিন।

  1. সময়ের সমুদ্রে আছি, কিন্তু একমুহূর্ত সময় নেই ।
    — রবীন্দ্রনাথ ঠাকুর
  2. তোমার সময় যত বছর তত বছর কি তুমি বেঁচেছিলে ?— সুইফট
  3. জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে , সময় শেখায় জীবনের মূল্য দিতে ।— এপিজে আবুল কালাম
  4. “আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে”

– মারিয়া এজগ্রোথ (বিখ্যাত আইরিশ লেখিকা)

5. “আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে, এখনকার সময়ও নষ্ট হবে”

– মেসন কোলেই (আমেরিকান দার্শনিক)

6. “সময় = জীবন। তাই, সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা।  সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে”

খারাপ সময় নিয়ে কিছু কথা

আপনারা যারা খারাপ সময় নিয়ে চিন্তা করেন তাদেরকে বলব খারাপ সময় তাকে বর্জন করে ভালো কিছু চিন্তা করে জীবনটাকে উন্নতির শিকড়ে পৌঁছে নিয়ে যান। খারাপ সবাইকে মনে রেখে মনটাকে খারাপ না করে ভালো কিছু মনে রেখে ভালো কিছু করার চেষ্টা করুন। তাহলে জীবনকে পরিপূর্ণ করতে পারবেন।

 “কোনওকিছুর জন্যই তোমার হাতে যথেষ্ঠ সময় থাকবে না।  যদি কোনওকিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও”

– চার্লস বক্সটন (বৃটিশ লেখক)

“দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না।  সেখানে একা একা দরজা জন্মাবে না।  ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো”

– কোকো শ্যানেল (বিশ্বখ্যাত ফ্রেঞ্চ ব্র্যান্ড ‘শ্যানেল’ এর প্রতিষ্ঠাতা)

সর্বশেষে

সর্বশেষে জীবনটাকে উন্নত শিকড়ে পৌঁছতে হলে খারাপ সময় টাকে মনে না রেখে ভালো কিছু করার চেষ্টা করুন। আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। আমি আবারো আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *