জাতীয় শোক দিবস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী ও কবিতা 2024
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বন্ধুরা আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই দিনটিতে বঙ্গবন্ধু সহ আর তার সম্পূর্ণ পরিবারকে নৃশংসভাবে কিভাবে হত্যা করেছিল তার বিস্তারিত নিয়ে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এ দিনটিতে বঙ্গবন্ধু সহ তা আর কখনো পরিবারকে নিশংসভাবে হত্যা করে ঘাতক দলরা।
আগস্ট আমাদের শোকের মাস। এই মাসের ১৫ তারিখে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তাই এই যে মাসটি আমাদের শোকের মাস। হত্যা করে বঙ্গবন্ধু সহকারে তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করতে ছাড়েননি নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও।
পৃথিবীতে যদি বিষাক্ত পাপ বলে কিছু থেকে থাকে সেদিন এই পাপটি ঘটেছিল। একটা গোটা জাতিকে ধ্বংস করল ঘাতকরা। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় নিয়েছিল এবং স্বাধীনতার পর আমাদের দেশটিকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু ঘাতকরা সেই স্বপ্ন পূরণের আগেই তাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করে।
জাতীয় শোক দিবস নিয়ে উক্তি 2024
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মাথার মুকুট তিনি বাঙালি জাতির অহংকার। মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি রয়েছে। নিচে সে উক্তিগুলো দেওয়া হল।
গণ আন্দোলন ছাড়া গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।
( শেখ মুজিবুর রহমান)
দেশ থেকে সর্ব প্রকার অন্যায় অবিচার করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করবো।
( শেখ মুজিবুর রহমান)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ তাই তিনি ওমর।
(সাদ্দাম হোসেন)
আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে।
আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।
প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।
সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।
বিশ্ব দুই শিবিরে বিভক্ত – শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।
এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন; তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে।
দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।
আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তাহলে আমি শান্তিতে মরতে পারব না।
এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।
জাতীয় শোক দিবস নিয়ে স্ট্যাটাস 2024
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আর এই জীবন সম্পর্কে আপনারা যারা স্ট্যাটাস অনলাইন অনুসন্ধান করে যাচ্ছে তারা আমাদের আজকের এই আর্টিকেলটি থেকে নির্দ্বিধায় নিতে পারবেন। নিচে ১৫ ই আগস্ট শোক দিবস নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো।
আপনার বাংলার সাধারণ মানুষ আপনাকে হারিয়ে ফেলার পর এখনও খুঁজে ফিরে! তুমি আমাদের মাঝে ফিরে আসো।প্রত্যেকবার এই জনপদে জনমানে ।
আপনি আছেন আপনার বাংলাদেশের স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে ।
যতদিন থাকবে আমাদের পদ্মা মেঘনা
এছাড়া যমুনা বহমান
ততদিনই থাকবে কৃতি আপনার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আপনি জন্ম নিয়েছিলেন বলেই
জন্ম হয়েছিল আমাদের এই দেশ
শেখ মুজিব আপনার অন্য আরেকটি নাম
আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশ ।
হে মোদের বীর হে আমাদের মহানায়ক
হাজার হাজার শতাব্দীর শ্রেষ্ঠতমদের শ্রেষ্ঠ বাঙালি ,
আপনি আমাদের মাঝে থেকে চলে যেতে পারেন না, আপনি যে জাতির পিতা বঙ্গবন্ধু
আপনি ছিলেন আপনিই থাকবেন
আরো হাজার হাজার বছর
এই বাঙালির হৃদয়ের মনিকোঠায়
এই আমাদের সোনার বাংলার আকাশ এবং বাতাস
এই আমাদের সাগর মহাসাগর এবং নদী
সকলেই ডাকছে আপনারে জাতির পিতা বঙ্গবন্ধু
আবারো আপনি আমাদের মাঝে ফিরে আসতেন যদি।
আপনি মহান, আপনি সর্বশ্রেষ্ঠ বীর
আপনার মুক্তি দেখে শান্ত হয়
মন প্রত্যেকটা সাধারণ বাঙালির
আপনি আবার আসিবেন ফিরে আপনি তো আছেন প্রতিটা সাধারন বাঙালির প্রাণ জুড়ে ।
সেই দিনের সেই যন্ত্রণাময় এক অন্ধকার দিন
ভুলে যায় নাই তো আমরা আপনায়
আমরা সকলেই ঋণী থাকব আপনার কাছে চিরদিন
বঙ্গবন্ধু শেখ মুজিব আপনি সকলের ,পুরো বিশ্বের নেতা
বিশ্ব এই ভুবনে
দি আবার সকাল হলে শোনা যেত
আমাদের জাতির পিতা মরে নাই
তবে পুরো বিশ্ব পেয়ে যেত এক চির মহান নেতা
আমরা বাঙালিরা সকলেই আবার ফিরে পেতাম আমাদের শ্রেষ্ঠ জাতির পিতা ।
জাতীয় শোক দিবস নিয়ে ক্যাপশন 2024
জাতীয় শোক দিবস নিয়ে অনেকেই ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিয়ে থাকে। আমরা আজকে তাদের কথা চিন্তা করে আমাদের এই আর্টিকেলটিতে জাতীয় শোক দিবস নিয়ে কিছু ক্যাপশন উল্লেখ করেছি।
ঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।
(জেমসলামন্ড)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।
(সাদ্দাম হোসেন)
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল।
( ইউনেসকো)
যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
(হাসান মতিউর রহমান)
শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।
(বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫)
জাতীয় শোক দিবস নিয়ে বাণী ও কবিতা 2024
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কবি বিভিন্ন রকম কবিতা ও বাণী উল্লেখ করে গেছেন। নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15 আগস্টভাবে হত্যা করেছিলেন। এই হত্যাকাণ্ড নিয়ে অনেক কবি অনেক কবিতা ও বাণী উল্লেখ করেছেন নিচে সে বাণী ও কবিতাগুলো দেওয়া হল।
শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।
(ফিদেল কাস্ত্রো)
শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।
( গৌরী প্রসন্ন মজুমদার)
আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য।
(ইয়াসির আরাফাত)
গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।
( শেখ মুজিবুর রহমান)
বাঙালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।
(শেখ মুজিবুর রহমান)
সমস্ত সরকারি কর্মচারীদের আমি অনুরোধ করে যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।
( শেখ মুজিবুর রহমান)
সাত কোটি বাঙ্গালীর ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না।
(শেখ মুজিবুর রহমান)
জাতীয় শোক দিবস নিয়ে কবিতা
মুজিব একটি জাতির পতাকা
ব-দ্বীপ সমৃদ্ধ মানচিত্রের ব্যাকুলতা
মুজিব মানে জয় বাংলা পুষ্ট স্লোগান
রক্ত-ঋণে অর্জিত স্বাধীনতা
যতদিন এই দেশের মাটিতে
একটি মানুষ থাকবে
ততদিন ধরে বঙ্গবন্ধু
তোমাকেই মনে রাখবে।
মুক্তিযুদ্ধ- স্বাধীন বাংলা
বীর বাঙালির আত্মার সুর
বাংলাদেশের প্রাণে-প্রান্তরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
কে জ্বেলেছে লক্ষ প্রাণে
স্বদেশ প্রেমের আগুন
কে এনেছে বাংলাদেশে
স্বাধীনতার ফাগুন!
মুজিব মানে দেশপ্রেম
মুজিব মানে মুক্তি
মুজিব হলেন বঙ্গবন্ধু
ভালবাসার উক্তি।
মুজিব মার্ক্স মেন্ডেলা
একই সূত্রে গাঁথা
মুক্তিসেনার চোখে ঝিলিক
স্বপ্ন দিয়ে আঁকা।
একুশ থেকে একাত্তুরে
হলাম ভাই হারা
পিতা তুমি জীবন দিয়ে
করলে সর্বহারা।
আগস্ট মাসের পনেরো তারিখ
ভেসে আসে কান্না
হারিয়ে যায় খোকা মোদের
শ্রাবণ মেঘের বন্যা।