টেলিটক

টেলিটক বন্ধ সিম অফার 2023 (Teletalk bondho sim offer 2023)

টেলিটক বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি। আর এই টেলিটক বাংলাদেশের গ্রাহকদের স্পেশালিস্ট কলরেট ও স্পেশাল ইন্টারনেট প্যাকেজ প্রদান করে থাকেন। কিন্তু অনেক গ্রাহক আছে যারা সঠিকভাবে এই অফার গুলো গ্রহণ করতে পারেন না। টেলিটক বন্ধ সিমের অনেক অফার রয়েছে আর এই অফার গুলো সঠিকভাবে গ্রহণ করার জন্য আপনাদের সে পদ্ধতি গুলো জানতে হবে।

আর আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে টেলিটক বন্ধ সিমের সমস্ত অফার গুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগের সহিত পড়তে থাকুন। তাহলে আপনি জানতে পারবেন আজকে টেলিটক বন্ধ সিমের কিভাবে অফার চেক করবেন এবং অফার গুলো গ্রহণ করবেন।

টেলিটক বন্ধ সিম কি?

আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করেন বা আপনার একটি টেলিটক সিম আছে আগে ব্যবহার করতেন এখন আর ব্যবহার করেন না। এরকম একটা হলে যদি আপনার সিমটি তিন মাস আপনি বন্ধ করে রাখেন তাহলে সেই সিম গুলোকে বন্ধ সিম বলা হয়। আরে সিমগুলোতে অনেক অফার কোম্পানি দিয়ে থাকে। কেননা এই অফার গুলোর কারণে অনেক গ্রাহক আছে যারা সিমটি পুনরায় চালু করে থাকে।

টেলিটক বন্ধ সিম অফার চেক করার নিয়ম

 

আপনারা যদি জানতে চান কিভাবে টেলিটক বন্ধ সিম অফার চেক করা যায় তাহলে আমাদের এই আর্টিকেলটির নিচে থেকে সংগ্রহ করে নিন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টেলিটক বন্ধ সিম অফার চেক করবেন।

আপনারা আপনাদের টেলিটক বন্ধ সিম অফার দুইভাবে চেক করতে পারবেন। এ দুই ভাবে চেক করার পদ্ধতি গুলো আমরা নিচে দেখিয়ে দিলাম।

প্রথম সেক পদ্ধতি: আপনি প্রথম পদ্ধতিটি এমন ভাবে ব্যবহার করতে পারবেন যে আপনার মোবাইল অপশনে গিয়ে আপনার বন্ধ থাকা নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ১১২ নাম্বারে তাহলে জানতে পারবেন।

দ্বিতীয় চেক পদ্ধতি: আপনি যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন (AUG)~(NUMBER) পাঠিয়ে দিতে হবে ১১২ নাম্বারে।

টেলিটক বন্ধ সিম আকর্ষণীয় অফারসমূহ 2023

  • টেলিটক বন্ধ সিমের গ্রাহকরা যে কোন পরিমাণ টাকা (১০ টাকা বা তার অধিক) রিচার্জ করে *১১১*২০২০# ডায়াল করলেই পাচ্ছেন আকর্ষণীয় অফার.
  • ২ জিবি ডাটা (মেয়াদ ৭ দিন) এবং
  • ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা ( ৯০ দিনের জন্য)

টেলিটক বন্ধ সিম ইন্টারনেট অফার 2023

  • প্রতিমাসে ২২ টাকা রিচার্জে
  • মাসে একবার করে ১২ মাস পর্যন্ত, সর্বোচ্চ ১২ বার
  • ২ জিবি ফ্রি ইন্টারনেট
  • মেয়াদ ৭ দিন

টেলিটক বন্ধ সিমের কলরেট অফার 2023

  • আপনি ২২ টাকা রিচার্জে ইন্টারনেটর পাশাপাশি
  • ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধা পাচ্ছেন
  • মেয়াদ ৩০ দিন।

স্পেশাল ডাটা অফার

  • ১ জিবি @২১ টাকা (মেয়াদ ৩০দিন); যত খুশি ততবার।
  • অফার পেতে ডায়াল *১১১*২১#

স্পেশাল কম্বো অফার

  • ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট @৪৩ টাকা (মেয়াদ ৭ দিন); যত খুশি ততবার।
  • অফার পেতে ডায়াল *১১১*৪৩#
  • ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট @১০৯ টাকা (মেয়াদ ৩০ দিন) ); যত খুশি ততবার।
  • অফার পেতে ডায়াল *১১১*১০৯#

স্পেশাল অফার

ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)। অফার পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে । ২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।

উপসংহার

আপনারা যারা বন্ধ সিমের এই অফার গুলো পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগের পড়লেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আবারো আপনাদের জন্য নতুন কোন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *