Skip to content
Home » ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আর্টিকেল নতুন একটি বিষয়। আপনি কি ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচি অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন তাহলে এখনি চলে আসুন আমাদের এই ওয়েবসাইটটিতে। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি সাজায়েছি ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী সম্পর্কে। প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা থেকে কুমিল্লা ট্রেন ভ্রমণ করে এর মধ্যে অনেকে ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচি টিকিট মূল্য জানেনা এর জন্য আমরা আজকের এই আর্টিকেলটি সাজিয়েছি।

এখানে আমরা বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল সুচি অনুযায়ী ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সব ধরনের ট্রেনের তথ্য তুলে ধরেছি আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। অক্টোবর আন্তঃনগর ট্রেন এবং মেইল ট্রেন উভয় ধরনের ট্রেন পাওয়া যায় ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার এমন অনেক ট্রেন আছে। তাদের বেশিরভাগই চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ে মাঝে কুমিল্লায় ট্রেনের স্টেশন পড়ে তাই ঢাকা থেকে ছেড়ে যাওয়ার চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনগুলোতে অধিকাংশই কুমিল্লা যাত্রী উঠে।

তাই আপনাকে জানতে হবে ঢাকা টু কুমিল্লা রুটে চলাচলকারী ট্রেনগুলোর নাম কি এবং এর ছাড়া সময়।জানতে হবে কখন কুমিল্লা থামে ঢাকা থেকে কুমিল্লা বিভিন্ন রকম আন্তঃনগর এবং মেল ট্রেন চলাচল করে তাই আপনি যদি এই রুটের একজন নির্মিত যাত্রী হন তাহলে এই ট্রেন সম্পর্কে আপনাকে যে সময়সূচী এবং ভাড়া তালিকা সম্পর্কে জানতে হবে।

আন্তঃনগর ট্রেনের নাম তালিকা:

  • মহানগর গোধুলি
  • উপকুল এক্সপ্রেস
  • মহানগর এক্সপ্রেস
  • তূর্ণা নিশিতা
  • মহানগর প্রভাতী

মেল/এক্সপ্রেস ট্রেন:

  • ঢাকা মেইল
  • কুমিল্লা কমিউটার
  • কর্ণফুলী এক্সপ্রেস
  • ঢাকা এক্সপ্রেস
  • চট্টলা এক্সপ্রেস

ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী

ট্রেনের নাম (কোড) ছাড়ার সময় আগমন ছুটির দিন
মহানগর প্রভাতি (704) সকাল ৭:৪৫ 11:01 AM না
উপকুল এক্সপ্রেস (711) 3:20 PM সন্ধ্যা ৭:০১ মিনিট বুধবার
মহানগর এক্সপ্রেস (721) 9:20 PM 1:47 AM  রবিবার
তূর্ণা এক্সপ্রেস (741) 11:30 PM 3.20 AM না
ঢাকা মেইল 1:30 AM সকাল ৬:৫৫ না
কর্ণফুলী এক্সপ্রেস দুপুর 1 টা 30 মিনিট সন্ধ্যা ৭:৪৫ না
ঢাকা এক্সপ্রেস 11.33 PM সকাল ৬:৪০ না
চট্টলা এক্সপ্রেস 1:00 অপরাহ্ন বিকাল ৫:০৫ মিনিট মঙ্গলবার
কুমিল্লা কমিউটার সকাল 6:10 দুপুর 12:50 মঙ্গলবার

ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের টিকিটের মূল্য:

  • শোভন চেয়ার – 205 টাকা
  • ১ম চেয়ার – ২৭০ টাকা
  • সুলোভ – 105 টাকা
  • শোভন – 170 টাকা
  • কমিউটার – 85 টাকা
  • ২য় সাধারণ – ৫৫ টাকা
  • ২য় মেইল ​​– ৭০ টাকা
  • ১ম বার্থ – ৪০৫ টাকা
  • স্নিগ্ধা – 391 টাকা
  • এসি সিট – 466 টাকা
  • এসি বার্থ – 702 টাকা

কুমিল্লার আকর্ষণ

সবাই জানে কুমিল্লা একটি অতি প্রাচীন শহর তাই কুমিল্লায় অনেক পর্যটন স্পট রয়েছে। এর কারনে আমরা এখানে এই বিষয়বস্তুতে পর্যটন স্পট গুলি একটি তালিকা দিচ্ছি আপনারা যারা ঢাকার শহর থেকে ১০৯১ কিলোমিটার দূরে কুমিল্লা গিয়ে থাকেন তাহলে এই স্পটগুলোতে আপনার ভ্রমণ করতে পারবেন। চট্টগ্রাম বিভাগের অধীনে অনুষ্ঠিত কুমিল্লা জেলা অতীতে কুমিল্লা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ছিল শুধু তাই না শহরটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর।

কুমিল্লার সকল দর্শনীয় স্থানের তালিকাঃ

  1. লালমাই পাহাড়, কুমিল্লা।
  2. রানীর কুঠি, কুমিল্লা।
  3. লটিকোট মুড়া, কুমিল্লা।
  4. চণ্ডী মুড়া, কুমিল্লা।
  5. রূপবান মুড়া, কুমিল্লা।
  6. ইটাখোলা মুড়া, কুমিল্লা।
  7. শালবন বিহার, কুমিল্লা।
  8. রূপ সাগর পার্ক, কুমিল্লা।
  9. ধর্মসাগর পার্ক, কুমিল্লা।
  10. ধর্মসাগর পুকুর, কুমিল্লা।
  11. ময়নামতি ওয়ার সিমেট্রি, কুমিল্লা।
  12. রানী ময়নামতির প্রাসাদ, কুমিল্লা।
  13. বিশ্ব শান্তি প্যাগোডা আনালয়, কুমিল্লা।
  14. কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, কুমিল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *