পরিবহন

ক্লিক করেঢাকা টু বরিশাল লঞ্চের কেবিন ভাড়ার তালিকা , লঞ্চের সময়সূচী, কাউন্টার নাম্বার দেখুন এখানে

ঢাকা টু বরিশাল প্রতিদিনে অনেক যাত্রী যাতায়াত করে। আর অনেকেই জানেন না কিভাবে ঢাকা থেকে বরিশালের লঞ্চ টিকেট করতে হয়। এ ভাড়া সম্পর্কে অনেকেরই জানা নেই। ঢাকা থেকে বরিশালের লঞ্চের টিকিট করতে অনেকেই পারে না। আর যাদের এই ঢাকা টু বরিশালের লঞ্চের টিকেট জানার নেই বা কিভাবে লঞ্চটিকেট ক্রয় করবে সে নিয়ম-কানুন জানা নেই তাদের কথা চিন্তা করেই আমি আজকে আমার এই পোস্টটিতে টাকা তো বরিশালের লঞ্চ এর তালিকা ও ভাড়ার তালিকা সময়সূচী এসব নিয়ে আলোচনা করেছি।

আপনাদের যাদের ঢাকা টু বরিশাল যাওয়ার লঞ্চ সম্পর্কে জানা নেই কিভাবে ধারার সম্পর্কেও জানা নেই টিকিট কিভাবে কাটবেন সেটাও বুঝতে পারতেছেন না তারা আমার এই পোস্টটি থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। আমি আজকে আমার এই পোস্টটিতে টাকা টু বরিশাল যাওয়ার লঞ্চ সম্পর্কে আলোচনা করেছি।

ঢাকা টু বরিশাল যাওয়ার লঞ্চ সমুহ

যেসব লঞ্চ ঢাকা টু বরিশাল যায় সেসব লঞ্চ সম্পর্কে অনেকের জানা নেই।ঢাকা টু বরিশাল যাওয়ার লঞ্চ সমুহ হলো।

  • এমভি সুরভী – ৭,এমভি সুরভী – ৮,এমভি সুরভী – ৯
  • এমভি সুন্দরবন – ৮,এমভি সুন্দরবন – ১০,এমভি সুন্দরবন- ১১
  • এমভি পারাবত – ৮,এমভি পারাবত- ১০,এমভি পারাবত – ১১,এমভি পারাবত – ১২
  • এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮
  • এমভি কামাল-১
  • এ্যাডভেঞ্চার – ৯,এ্যাডভেঞ্চার – ১
  • এমভি কীর্তনখোলা – ২,এমভি কীর্তনখোলা- ১০
  • এমভি গ্রীন লাইন-২,এমভি গ্রীন লাইন-৩
  • এমভি মানামী
  • এমভি কুয়াকাটা- ২

ঢাকা টু বরিশাল লঞ্চ সময়সূচী ২০২২

আগে শুধু রাতের বেলায় ঢাকা টু বরিশাল লঞ্চ গুলো যাতায়াত করত কিন্তু এখন দিনের বেলায়ও ঢাকা থেকে বরিশালে লঞ্চ পাওয়া যায়। আমি আজকে আমার পোস্টটিতে সেই সব লঞ্চ এর সময় সুচি সম্পর্কে আলোচনা করব। নিচে লঞ্চগুলো সময়সূচী উল্লেখ করা হলো।

দিনের সময়:

ঢাকা থেকে বরিশাল ভোর- ৬.১৫ মিনিট, রাত- ৭.৩০ মিনিট

বরিশাল থেকে সদরঘাট, ঢাকা সকাল- ৯.১৫ মিনিট, রাত- ৯.১৫ মিনিট

রাতের সময়:

ঢাকা থেকে বরিশাল বিকাল- ৫টা বিকাল- ৫.৩০ মিনিট, সন্ধ্যা- ৬টা বিকাল-৬.১৫ মিনিট, রাত- ৯.৪৫ মিনিট।

বরিশাল থেকে সদরঘাট, ঢাকা দুপুর- ১২টা বিকাল- ৩টা বিকাল-৩.১৫ মিনিট, সন্ধ্যা- ৬.৩০ মিনিট, রাত- ৭.৩০ মিনিট।

ঢাকা থেকে বরিশাল লঞ্চের টিকিট মূল্য

অনেকে আছে যারা ঢাকা থেকে বরিশাল লঞ্চের টিকিট এর মূল্য জানেন না। তাই এই টিকিটের মূল্য জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেন। আজকে আমি আমার এই পোস্টটিতে ঢাকা থেকে বরিশাল যাওয়ার লঞ্চের টিকিট মূল্য উল্লেখ করেছি। ঢাকা থেকে বরিশাল হয়ে যারা কুয়াকাটা ভাসমান পেয়ারা বাজার সহ অন্যদিকে যায় তাদের প্রয়োজনীয় তথ্য সমূহ নিচে দেওয়া হল।

লঞ্চ এর বিভিন্ন শ্রেনী বিভাগ অনুযায়ী ভাড়াঃ
ডেক শ্রেনীঃ ২০০ টাকা
সোফাঃ ৫০০-৬০০ টাকা
সিঙ্গেল কেবিনঃ ১০০০ টাকা
ডাবল কেবিনঃ ১৮০০ টাকা
 অথবা, লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া ৮৫০ টাকা, ডাবল কেবিনের ভাড়া ১৬০০, ডেকে ২৫০ টাকা।

ঢাকা থেকে বরিশাল রোডের লঞ্চের টিকিট বুকিং সিস্টেম

ঢাকা থেকে বরিশালের লঞ্চের টিকিট অনেকেই অনলাইনে খুব সহজে বুকিং দিতে পারেন। অথবা লঞ্চে কিছু নম্বর যুক্ত করে সেগুলো দিয়ে ফোনে মাধ্যমে সরাসরি টিকিট করতে পারেন।

  • এমভি সুরভী – ৭,এমভি সুরভী – ৮,এমভি সুরভী – ৯

যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর:

মেসার্স সুরভী নেভিগেশন কোং

প্যারারা রোড, বরিশাল।

কাউন্টার- ০১৭১২-৭৭২৭৮৬

  • এমভি সুন্দরবন – ৮,এমভি সুন্দরবন – ১০,এমভি সুন্দরবন- ১১

মেসার্স সুন্দরবন নেভিগেশন কোং

ফজলুল হক এভিনিউ, বরিশাল।

কাউন্টার-   ০১৭১১-৩৫৮৮৩৮

ম্যানেজার- ০১৭৫৮-১১৩০১১

মো- ০১৭১৮-০২৪০৬৭

  • এমভি পারাবত – ৮,এমভি পারাবত- ১০,এমভি পারাবত – ১১,এমভি পারাবত – ১২

মেসার্স পারাবত শিপিং লাইন্স

ফজলুল হক এভিনিউ, বরিশাল।

ম্যানেজার-০১৭১৫-৩৮৪১৩১

– ০১৭১১-৩৪৬০৮০

– ০১৫৫২-৪২৯৭৪৬

  • এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮

মেসার্স আগরপুর নেভিগেশন কোং

ফজলুল হক এভিনিউ, বরিশাল।

সুপারভাইজার-০১৭৭৭-৬৮৩৯৯৮

-০১৭১৬-২৪৮২২২

  • এমভি কামাল-১

মেসার্স হাজী কামাল শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

সুপারভাইজার-০১৭১২-৩৮২৪১৪

  • এমভি কীর্তনখোলা – ২,এমভি কীর্তনখোলা- ১০

মেসার্স সালমা শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

ম্যানেজার-০১৭১১-৩৩৬৮৭১

সুপারভাইজার-০১৭১৭-৮৬০৩৩৩

  • এমভি কামাল-১

মেসার্স হাজী কামাল শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

সুপারভাইজার-০১৭১২-৩৮২৪১৪

  • এ্যাডভেঞ্চার – ৯,এ্যাডভেঞ্চার – ১

মেসার্স নিজাম শিপিং লাইন্স, প্যারারা রোড,  বরিশাল।

ম্যানেজার- ০১৭২১-৯৪৪৬৬৯

০১৭১৪-২৩৩৯০০

০১৯১১-৬৬৭৩১৮

  • এমভি কালাম খান- ১

মেসার্স ফারুক শিপিং লাইন্স

সদর রোড, বরিশাল।

মোবা- ০১৭২০-৬৭৬৯১৩

  • এমভি গ্রীন লাইন-২,এমভি গ্রীন লাইন-৩

মেসার্স গ্রীন লাইন ওয়াটার ওয়েজ, সদর রোড, বরিশাল।

ম্যানেজার-০১৯৭০-০৬০০৩৩

০১৭৩০-০৬০০৩৩

  • এমভি মানামী

২৩৯/৪০ সিটি মার্কেট, উদয়ন স্কুলের দোতলায়,

বরিশাল।মোবা- ০১৩০৯-০৩৩৫৮৬

  • এমভি কুয়াকাটা- ২

মেসার্স ডলার এন্টারপ্রাইজ

ডি এস মার্কেট, কাকলির মোড়, সদর রোড, বরিশাল।

মোবা- ০১৭১১-৩২৫৯১৭

আপনারা যদি আমার এই তথ্য থেকে উপকৃত হন তাহলে এই পোস্টটি সবার সাথে শেয়ার করবেন। আমি আবার নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *