পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি ২০২3
প্রিয় পাঠক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। পাঠক বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি বিলাসবহুল গাড়ী দাম সম্পর্কে। কার বা দামি একটা গাড়ির শখ কার না থাকে। সবাই চায় তা নিজস্ব একটা গাড়ি থাকুক। কিন্তু সবারই তার সামর্থ্য থাকে না গাড়ি কেনার। সামর্থ থাক আর না থাক দাম্মি গাড়ির প্রতি সবারই অন্যরকম একটি টান থাকে। কিন্তু বিশ্বের সবচাইতে দামি গাড়িগুলোর বিষয়ে আমাদের অনেক জানার ইচ্ছা।
আমরা আজকে সুপার কার সম্পর্কে জানার নেশা রয়েছে আমাদের মধ্যে এরকম অনেকেরই। তবে এইবার বিশ্বের সবচাইতে দামি গরু তালিকা তাদের জন্য নিম্নে তুলে ধরা হলো যারা গাড়ি সম্পর্কে জানতে আগ্রহী এর সঙ্গে আরো থাকছে গাড়িগুলোর সম্পর্কে বিস্তারিত। আপনারা যারা গাড়িগুলোর তথ্য পেতে চান তারা আমাদের এই আর্টিকেলটি থেকে পেয়ে যাবেন।
পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি গাড়ি
আপনারা যারা পৃথিবীর সবচেয়ে দামি 10 টি গাড়ি সম্পর্কে জানতে আগ্রহী তারা নিচে থেকে জেনে নিন। আমরা আপনাদের জন্য নিচে দশটি গাড়ি উল্লেখ করেছি যা পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির নামে উল্লেখযোগ্য।
১. (Pagani Zonda Silk Roadstar)পাগানি জোন্ডা সিঙ্ক রোডস্টার:
এই আকর্ষণীয় বিশ্বের অনন্যসাধারণ গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা ৫৯৮৭ সিসি । এই গাড়িটির বর্তমান মূল্য ধরা হয়েছে প্রায় ১২২ কোটি টাকা।
২. (Rolls Royce Soyeftels) রোলস রয়েস সোয়েপটেলস:
মাত্র দুইটি সিট সংখ্যা রয়েছে ইউনিক লাক্সারি গাড়িটির। প্রথমে মাত্র একটি গাড়ি তৈরি করেই শুরু হয়েছিল এটির যাএা । এই গাড়িটির মূল্য প্রায় ৯০ কোটি টাকার ও অধিক।
৩. (Lamborghini Venano)ল্যাম্বারঘিনি ভেনেনো:
এই গাড়িটি প্রতি বছর মাত্র তিনটি ছাড়া হয় বাজারে।দ্রুত গতিবেগের জন্য দুবাই পুলিশ এই দামি গাড়িটি ব্যবহার করে থাকেন। । গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৬৭ কোটি টাকার মত।
৪. (Mercedes Benz Maybach)মার্সেডিজ বেঞ্চ মেব্যাক:
বছরে তিনটির বেশি লাক্সারিয়াস এই গাড়িটিও বাজারে ছাড়ে না। এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৫৬ কোটি টাকা।
৫. (Koenigsegg CCXR Trevita)কোনিগসেগ সিসিএক্সআর ট্রেভিটা:
এই গাড়ি মাত্র দুটি রয়েছে সারা বিশ্বে।১০০ কিলোমিটার গতি তোলে এটি মাএ ৩সেকেন্ডে। এই গাড়িতে ৪১০ কিলোমিটার গতি উঠানো যায় প্রতি ঘণ্টায়। এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৩৪ কোটি টাকা।
আরও দেখুন:-
৬. (Ferrari pininfarina Sergio) ফেরারি পিনিনফারিনা সার্জিও:
বিশ্বে এই বিলাসবহুল গাড়িটি মাত্র ছয়টি তৈরি করা হয়েছে। গাড়িটির মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
৭. (Bugatti Veyron) বুগাত্তি ভেরন :
৩২ দশমিক ৬ সেকেন্ড এই গাড়িটিতে ৪০০ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম। গাড়িটির এখন বর্তমান মূল্য ৩০ কোটি টাকা।
৮. (Astron Martin Valkayrie)অ্যাস্টন মার্টিন ভালকাইরে:
গাড়ির কোম্পানিটির টুইটারেএমনটাই বলা হয়েছিল বলে জানা গেছে। এই গাড়িটি বর্তমান মূল্য প্রায় ২৩ কোটি টাকা।
৯. ( Lykan Hypersports)লাইকান হাইপারস্পোর্টস:
এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ২৭ কোটি টাকা।
১০. (La Ferrari FXXK)লা ফেরারি এফএক্সএক্সকে:
মাত্র আড়াই সেকেন্ড এই গাড়িটি প্রতি ঘন্টায় ৩২২ কিমি গতিবেগ তুলতে পারে। বাজারে এই গাড়ি মোট ৪০ টি রয়েছে । এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ১৬ কোটি টাকা।