মিষ্টি প্রেমের সাহরি। মিষ্টি প্রেমের কবিতা ও ছন্দ

বর্তমান সময়ের প্রেম ভালোবাসা সম্পর্কিত বিষয়গুলোর প্রতি মানুষের জানার আগ্রহ থাকে অনেক বেশি। তাই তারা অনেকে অনলাইন অনুসন্ধান করেছেন মিষ্টি প্রেমের সাহুরী দেখে অনেকে প্রেমের কবিতা ও ছন্দ খোঁজে। এক্ষেত্রে আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে মিষ্টি প্রেমের স্বাভাবিক নিয়ে আলোচনা করেছি।

মিষ্টি প্রেমের কবিতা সহ ছন্দ শারীরিক গুলো খুব বেশি অনুসন্ধান হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে তাই আমরা আজকে আমাদের এই আলোচনার বিষয়টি নিয়ে এসেছি মিষ্টি প্রেমের সাহেরি মিষ্টি প্রেমের ছন্দ কবিতা এই বিষয়গুলো নিয়ে। আপনারা যারা মিষ্টি প্রেমে শাহরি মিষ্টি প্রেমের ছন্দ কবিতা এসব পাওয়ার জন্য আগ্রহে তারা আমাদের এই আর্টিকেলটি থেকে সংগ্রহ করতে পারবেন।

মিষ্টি প্রেমের সাহরী

অনেকে রয়েছে যারা প্রেমটি কেন্দ্র করে শহরগুলো খুঁজেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে মিষ্টি প্রেমের সাহরী নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা মিষ্টি প্রেমের শাহরিয়ার অনুসন্ধান করছেন তারা আমাদের এই আর্টিকেলটি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন।

শুধু স্পর্শে নয়
অনুভবেও ভালোবাসা যায়
হোক না দুরত্ব তাতে কি এসে যায়..

আমার শুধু তোমার অভাব অন্য কিছু নয়।
আমার শুধু তোমার অভাব অন্য কিছু নয়
হৃদয় দিতে তুমি পাচ্ছো কেনো ভয়

মন টা আমার হলেও,
মনের ভিতরের জাইগাটা শুধু তোর

গম্ভীর স্বভাব চাইনা আমি,
হয়ো তুমি শিশুর মতোই অবাধ্য
সবটুকু দিয়েই মানিয়ে নেবো,
আছে আমার যতটুকু সাধ্য

নিম্নচাপের হাওয়ার মতো,
বইছ তুমি বুকের পাশে…
যে হাওয়াতে ঝলসে যাওয়া,
শহর জুড়ে বৃষ্টি আসে।

কলেজ ফিরতি বৃষ্টি পথে
একই ছাতার নিচে আসা,
জীবন পথে এটাই প্রথম
একান্ত গোপন ভালোবাসা

ভালোলাগা থেকে জন্ম
নেয় ভালোবাসা।
আর তার মাঝে গড়ে
ওঠে ছোট ছোট আশা

মনে নাই শান্তি,
হাতে নাই আংটি।
বারে বারে মনে পড়ে,
তােমার নামটি।

ভালবাসলে বিয়ে করবাে
রাগ করলে কিস করবাে।
কাছে থাকলে আদর করবাে।
দূরে থাকলে মিস করবাে।

তােমায় আমি ভালােবাসি,
কেউ জানে না।
রাস্তার মধ্যে দেখা হলে,
সিটি মেরাে না।

যৌবনে দেহের তৃষ্ণা মিটাতে নয়,
বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন
হিসাবে তোমাকে চাই!

পাশাপাশি বাজবে শঙ্খ
সবার ঘরে ঘরে।
তুমি নববধূর বেশে যেদিন
পা রাখবে আমার দ্বারে।

তােমার বাবার শাসানিতে
ভয় আমার নাই।
বুকে পেয়েছি তােমায় আমি।
আর কি আমার চাই?

Missing Missing মন তােমার।
Kissing Kissing ঠোট।
Lovely Lovely চোখ তোমার।
Sweety Sweety হাঁসি।
তাই তো বলছি তোমায় আমি,
ভিষন ভালোবাসি…

দেখ হতে পারি খামখেয়ালী বা রাগী,
কিন্তু তোকে অনেক ভালোবাসি তাই
তোর খেয়ালটাও রাখি।

ভালোবাসা এমন একটা জিনিস
যা ভাবলে শেষ হয়না,
আর না ভাবলে ঘুম হয়না।
প্রিয়জন কাছে থাকলে বুঝা যায়না,
আর দূরে গেলে মন মানে না।

নতুন বছরে পুরানাে প্রেমে
নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।

বনের পাখি মায়ার টানে
ফিরে আসে নীড়ে,
মনের মানুষ ফেরেনা আর,
গেলে বাঁধন ছিড়ে।

জানি একসাথে কাটানো সময়গুলো
আসবেনা আর ফিরে।
তবুও মন চাইছে ফিরে যেতে
অতীত স্মৃতির ভীড়ে!

জোর করে বেঁধে কি কখনো রাখা যায়?
সময়ের প্রলোভনে সব ভেঙে যায়।

আমি আর বেঁচে নেই,
তোমার এই ছোট্ট শহরে,
মনে যদি পড়ে আমায়,
তবে আগলে রেখো বুকের ভেতরে।

আজ আমার শূন্যতায় আমায় ডাকে বারবার,
আজ তুমি অন্য কারো জানি হবেনা আমার।

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিয়েছি হেরে,
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে!!

কাছে এসে কেন তুমি,
চলে গেলে দূরে,
তাই তো এখনো খুজি,
তোমায় মনের মত করে!

মিষ্টি প্রেমের কবিতা

ক্রিম কে কেন্দ্র করে বিভিন্ন লেখক বিভিন্ন সুন্দর সুন্দর কবিতা লিখতে সক্ষম। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে মিষ্টি প্রেমের কবিতা গুলো আপনাদের জন্য তুলে ধরেছি যেগুলো আপনাদের ভালো লাগবে। পাঠক বন্ধুগণ আপনারা যারা প্রেম কে কেন্দ্র করে মিষ্টি সুন্দর কিছু কবিতা অনলাইন অনুসন্ধান করছেন তারা আজকে আমাদের এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন।

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

“দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU

ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”

“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”

“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।”

মিষ্টি প্রেমের ছন্দ

মিষ্টি প্রেমের ছন্দগুলো আপনারা যারা ব্যবহার করতে চান তারা আমাদের এই আর্টিকেলটি থেকে ব্যবহার করতে পারেন। আমরা আজকে কতগুলো মিষ্টি প্রেমের ছন্দ আপনাদের মাঝে তুলে ধরেছি যেগুলো এসএমএস স্ট্যাটাস কিংবা ভালোবাসা পিকচার তৈরিতে এ ধরনের ছন্দ ব্যবহার করা যেতে পারে।

“রাতের আকাশে অনেক তারা
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে আমাকে ছাড়া ?”

“পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি ?”

স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার Name..

আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের বেকুলতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top