Skip to content
Home » মেয়েদের কষ্টের উক্তি, কষ্টের স্ট্যাটাস, পিক, ছবি ও কবিতা

মেয়েদের কষ্টের উক্তি, কষ্টের স্ট্যাটাস, পিক, ছবি ও কবিতা

মেয়েদের কষ্টের উক্তি

অনেক মেয়েরাই আছে যারা কষ্ট প্রকাশ করে না। সব সময় কষ্ট বুকের ভিতর লুকিয়ে রেখে মুখে হাসি রাখার চেষ্টা করে। কিন্তু এটা ঠিক নয়। কষ্ট সব সময় প্রকাশ করে ফেলাই ভালো নইলে এতে করে হার্টের সমস্যা এসে যায়। কষ্ট ভিতরে না রেখে বাহিরে প্রকাশ করলে কিংবা অঝোরে চোখের জল ফেলেও বুকের কষ্ট কতটা হালকা হয়ে যায়। কিন্তু এই কষ্টকর কাজটি অনেকেই করে যারা বুকের ভিতর কষ্ট লুকিয়ে রেখে মুখে হাসি রাখার চেষ্টা করে। আজকে আমরা সেই সব মেয়েদের নিয়ে আলোচনা করব যে মেয়েদের কষ্টের উক্তি স্ট্যাটাস কষ্টের ছন্দ কবিতা পিক এসব নিয়ে আমি আমার পোস্টটিতে আলোচনা করব।

অনেকে আছেন যারা মেয়েদের কষ্টের উক্তি কষ্টের স্ট্যাটাস কষ্টের ছন্দ কষ্টের পিক কষ্টের কবিতা এসব জানার জন্য ফেসবুকে অনলাইনে অনুসন্ধান করে থাকে। তারা পড়তে ভালোবাসে মেয়েদের কষ্টের উক্তি স্ট্যাটাস ছন্দ ও কবিতা। কিন্তু যে মেয়েটি কষ্টে আছে সেই মেয়েটির কষ্ট দুঃখ শুধু সেই বুঝতে পারে। আর আমি আজকে সেই সব মানুষদের জন্য আমার এই পোস্টটি লিখেছি যারা কষ্টের উক্তি স্ট্যাটাস কবিতা এসব খুঁজছেন। আমি নিচে মেয়েদের কষ্টের উক্তি স্ট্যাটাস ছন্দ কবিতা ও পিক নিয়ে আলোচনা করেছি আপনারা যারা মেয়েদের কষ্টের উক্তি স্ট্যাটাস এসব খুঁজছেন নিচে থেকে পেয়ে যাবেন।

মেয়েদের কষ্টের উক্তি

অনেক মেয়েরা আছে যারা খুব চাপা স্বভাব বের হয়ে থাকে। চাপা স্বভাবের মেয়েরা কখনোই তার মনের কথা প্রকাশ করে না। বুকের ভেতর কষ্ট দেখে মুখে হাসি রাখার চেষ্টা করে। এইসব মেয়েদের কষ্টের কথা ভেবে বিভিন্ন চিন্তাবিদগণ বিভিন্নভাবে মেয়েদের কষ্টের মতামত প্রকাশ করেছেন। এসব মতামতি আজকে উক্তি নামে পরিচিত। আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে দেওয়ার সেই সব উক্তি তুলে দেয়ার। নিচে মেয়েদের কষ্টের উক্তি গুলো তুলে দেওয়া হল।

মেয়েদের কষ্ট দেখতে পায় তারা একটু কষ্ট পেলেই কাঁদে কিন্তু ছেলেদের কষ্ট দেখতে পায় না ছেলেরা কাঁদে মনে তাই মেয়েরা ছেলেদের কে বুঝতে পারে না

মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ ছেলেরাই,, সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি পন্ডিত মেয়েদের প্রেমে পরে।

টুইটার না থাকলে, জানতামই না, যে এত কিউট কিউট মেয়েদের মনে এত কষ্ট।

মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালবাসে জানেন? মেয়েরা জানে, বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দিবেন না।

মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না।

কখনো মেয়েদের মনে কষ্ট দিয়ো না। রাগারাগী হলে তাকে বুঝাও, শান্ত ভাবে তাকে তোমার কথা গুলো বলো। সময় দাও তাকে।

আমি তবেই ভালো থাকতাম যদি আমি স্বার্থপর মানুষ হয়ে জন্ম নিতাম।

ছেলেরা ছোটখাটো ভুল বোঝাবুঝিতে সম্পর্ক একদম ছেরে দিতে পারে। কিন্তু হাজার ভুলের পরেও মেয়েরা তা টিকিয়ে রাখতে চায়।

ভালোবাসতে সুধুই মন লাগে কিন্তু
তাকে টিকিয়ে রাখতে
মনের জোর কিংবা সাহস লাগে।

যে মন দিয়েছে সে জানে মন ভাংগার কি যন্ত্রণা,
একবার কাইকে সত্যি সত্যি ভালবেসে তো দেখ,
তোমার শুকনো বালিশ আর শুকনো থাকবে না।

মেয়েদের কষ্টের স্ট্যাটাস

আপনারা যারা মেয়েদের কষ্টের স্ট্যাটাস খুঁজছেন তারা আমার এই পোস্টটি থেকে পাবেন। আমি এখন মেয়েদের কষ্টের স্ট্যাটাস নিয়ে আলোচনা করছি। আমি নিচে মেয়েদের কষ্টের স্ট্যাটাস লিপিবদ্ধ করেছি।

কথা দিতে সবাই পারে কিন্তু
কথা রাখতে সবাই পারে না ।

মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকে মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না

যদি জানতাম জীবনের সব চাওয়া
পুরন হয় না,তাহলে কখনো তোমাকে
চাইতাম না কারন, আজ তোমাকে
পাওয়ার চেষ্টায়
নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি

দুঃখ একটাই
আজও মানুষ চিনতে শিখলাম না
কেউ একটু ভালো আচারণ করলেই বিশ্বাস করে ফেলি

বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব ,
কিন্তু ভালোবাসার পর কারও সাথে বন্ধুত্ব সম্ভব নয়

যা অন্যের কাছে থাকলে কষ্ট লাগে তা নিজের কাছে রাখতে হয় আদরে।

মেয়েদের কষ্ট বোঝা এত সহজ বিষয় নয় তারা যে বাড়িতে জন্মায় সে বাড়িতে কিন্তু তার জায়গা হয়না।

মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক

অনেকে আছেন যারা মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক অনুসন্ধান করছেন। মেয়েদের স্ট্যাটাস পিক পড়তে ভালই লাগে। আর এজন্য মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক অনুসন্ধান করে পড়তে চান। তারা আমার এই পোস্টটির নিচে থেকে খুব সুন্দর ভাবে মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক সংগ্রহ করতে পারবেন।

তোর সঙ্গে দেখা স্বপ্ন গুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয়

যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়
কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়

শূন্যতায় ভরা এ জগৎ সংসার
সুখ-দুঃখ ভরা সব অতৃপ্তআত্না
সুখ অনুভবে, তবু সুখ বলে কিছু নেই
দুঃখ সে তো শাশ্বত শূন্যের হাহাকার

প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে
আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে
তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুয়ে যায়

জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে,
কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাবেনা।

তুমি আমার মন থেকে বের হয়ে যাও,
আমি সরা জীবন তোমার জন্য দোয়া করবো।

মেয়েদের সব থেকে বড় স্কুল হল শ্বশুর বাড়ি,
যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষার শেষ নেই।

মেয়েদের কষ্টের পিক

মেয়েদের কষ্টের পিক অনেকে আছে যারা সংগ্রহ করে রাখতে ভালোবাসেন। মেয়েদের কষ্টের পিক যারা সংগ্রহ করতে চান তারা আমার এই পোস্টটি অনুসরণ করুন।

কোন মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না
সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে

সৃতি নিয়ে বেচে থাকার চেয়ে
স্বপ্ন নিয়ে বেছে থাকা উত্তম

ছেলেরা একটু কষ্ট পেলেই মেয়েদের ঘৃণা করে
কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও ছেলের ঘৃণা করতে পারে না
এটাই মেয়েদের ভালোবাসা

যে কোন জিনিস ভাঙলে শব্দ হয়
কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না
তাইতো যার মন ভাঙ্গে
সেই একমাত্র বুঝে মন ভাঙ্গার কত ব্যাথা

আজ নিজে নিজে নীরবে কাঁদছি
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি

কষ্ট মধুর হয়ে যায়, যদি তুমি দাও
মুখের কথাও হয় যে গান, যদি তুমি গাও

একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে,
একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া!
যেটা সব মেয়ের কপালে জোটেনা!

একটা মেয়ের জীবন বিষেণর মত হওয়ার একটাই কারন,
খারাপ স্বামী।

মেয়েদের কষ্টের ছন্দ

কষ্ট মানুষের জীবনে সবারই আছে কিন্তু কারো কম কারো বেশি। আরে কষ্টগুলোকে লুকিয়ে রেখে অনেকে হাসিমুখে রেখে চলতে চায়। চাপাক স্বভাবে মেয়েরাই এই কাজটা বেশি করে। এইসব মেয়েদেরকে নিয়ে অনেক ছন্দ লেখা হয়ে থাকে। আমি আমার এ পোষ্টটিতে সেই সব ছন্দ উল্লেখ করেছি।

দুঃখ আমার চির সাথী, কান্না আমার গান
বেথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রান
মন যদি নৌকা হয় মাঝি হবে কে?
সবাই যদি পর ভাবে আপন হবে কে?

তোমাকে বলছি আমার দেওয়া ভালোবাসা
ফেরত দাও তোমার দেওয়া কস্ট গুলো
ফেরত নাও তোমার দেওয়া সৃতি গুলো
মুছে দিয়ে যাও আমি মুক্তি চাই

এখন আর আমিএকা নই তুমি চলে গেছো
তাতে কি হয়েছে?তোমার দেও য়া কস্টগুলো
এখন আমারঘুম হীন রাতের সঙ্গী

জীবন থেকে যদি,ফেলে আসা দিন গুলোমুছে
ফেলা যেতো.তাহলে তোমার জন্যেআর
কস্ট পেতে হতো না.আমি তোমাকে
ছাড়াইসুখী হতে পারতাম ….

যদি জানতাম জীবনের সব চাওয়া
পুরন হয় না,তাহলে কখনো তোমাকে
চাইতাম না কারন, আজ তোমাকে
পাওয়ার চেষ্টায়,, .নিজেকে
কোথায় যেন হারিয়ে ফেলেছি.!

যে মন দিয়েছে সে জানে মন ভাংগার কি যন্ত্রণা,
একবার কাইকে সত্যি সত্যি ভালবেসে তো দেখ,
তোমার শুকনো বালিশ আর শুকনো থাকবে না।

জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে,
কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাবেনা।

তুমি আমার মন থেকে বের হয়ে যাও,
আমি সরা জীবন তোমার জন্য দোয়া করবো।

মেয়েদের সব থেকে বড় স্কুল হল শ্বশুর বাড়ি,
যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষার শেষ নেই।

একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে,
একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া!
যেটা সব মেয়ের কপালে জোটেনা!

মেয়েদের কষ্টের ছবি

অনেক মেয়ে আছে যারা মেয়েদের কষ্টের ছবি সংগ্রহ করে নিজের কাছে রাখতে চায়। কেননা সেও হয়তো সেই দুঃখে ব্যথিত। আমি চেষ্টা করেছি আজকে আপনাদের মাঝে সেই সব মেয়েদের কষ্টের ছবি তুলে দেওয়ার।

এখন ছেলেদের দোষ কোথায় ছেলেরাতো মেয়েদের মত পাষাণ না তাই আর কী ছেলেরা মেয়েদের কষ্ট দেখতে পারে না

মেয়েদের কষ্ট বাড়াতে চাইনি বলে সরিয়ে ফেলেছি. পরে আবার আসবে।

ছেলেরা একটু কষ্ট পেলেই মেয়েদের ঘৃণা করে। কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলোও ছেলেদেরকে ঘৃণা করতে পারে না কারণ এটাই মেয়েদের ভালোবাসা।

মেয়েদের একান্ত ভাবে সম্মান রক্ষা করার জন্য পাতা দেওয়া হয়। কারন কতো কষ্ট তরে সেজে গুঁজো করে আসে সেই জন্য।

বলুনতো কোন জিনিস ছোট হলে মেয়েদের কষ্ট হয়। বড় হলে আরাম হয়! পজেটিভ চিন্তা করুন।

মেয়েদের নাকি অনেক কষ্ট পরের বাড়ি কে আপন করে নিতে হয়। তাহলে ছেলেদের কি কষ্ট হয় না। পরের বাড়ির মেয়ে কে আপন করে সারা জীবন কামাই করে খাওয়াইতে হয়। ছেলেদের সম্মান ও মর্যাদা অনেক।

ছেলেরা মেয়েদের কষ্ট দেয় এবং মেয়েরা ছেলেদের কষ্ট দেয়, পথ চলতে জীবন সাজাতে ছেলে মেয়ে উভয়ের একসাথে থাকতে হয়!

জীবনের সব সমস্যা গুলো যদি চোখের পানি দিয়ে সমাধান করা যেত, তাহলে কাউকে এত কষ্ট পেতে হতো না। মেয়েকে মনের কষ্ট গুলো কেও বুঝে না।

মেয়েদের কষ্টের পিকচার

আমি নিচে মেয়েদের কষ্টের পিকচার দিয়েছি যেগুলো আপনারা আপনাদের কাছে কানেক্ট করতে পারেন। আমি চেষ্টা করেছি মেয়েদের কষ্টের পিকচার গুলো আপনাদের মাঝে স্থাপন করার।

যারা আপনার মূল্য বোঝেনা তাদের সাথে আপনার সময় কাটানো মূল্যহীন।

যখন সীমাহীন কষ্ট চলে আসে তখন সবাই চুপ হয়ে যায় কাঁদার সময়টুকুও তখন থাকেন।

নিজেকে মূল্যহীন লাগে যখন কেউ কথা না বলে রাগ করে থাকো।

প্রতিটি মানুষের জীবনে’ই একজন বিশেষ মানুষ আসে,
যে মানুষটা জীবনে এস হয় অগোছালো জীবনকে গুছিয়ে দেয়,
আর না হয় গোছালো জীবনেকে অগোছালো করে দেয়।

সব না পেলেও যতটুকু পেয়েছি, কতটুকুই বা কতজন পায়,
এই চিন্তাধারা যাদের মনে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী।

বিশ্বাসটা রক্ষা করতে শিখুন,
কারন কারো উপর বিশ্বাস ভেঙ্গে গেলে সত্যি কথা মিথ্যা মনে হয়।

ভালবাসা কখনো বয়স, সময় ও দূরত্বের কাছে হেরে যায়না।
হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে।

শেষ কথা

আমি আশা করছি আমার এ পোষ্টটি আপনাদের ভালই লেগেছে। আমি আবারো আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। আপনারা সবাই আমার সাথেই থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *