টিপস

মেয়েদের প্রপোজ করার ছন্দ- রোমান্টিক প্রপোজ মেসেজ

অনেক মেয়েরাই আছেন যারা একটু স্টাইলে প্রপোজ করলে রাজি হয়ে যায়। কারণ বর্তমান যুগে এসে সবাই স্টাইল টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই ছেলেরাও নানা রকম স্টাইলে মেয়েদেরকে প্রপোজ করে থাকে। কেউবা ছন্দের তালে কেউবা কবিতার কেউবা রোমান্টিক এসএমএস দিয়ে মেয়েদেরকে প্রপোজ করে। তাই অনেকে আছেন যারা এরকম ছন্দ এসএমএস কবিতা মেয়েদেরকে প্রপোজ করার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকে।

আজকে আমি আমার এই পোস্টটিতে মেয়েদেরকে প্রপোজ করার ছন্দ কবিতা এসএমএস এসব নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা মেয়েদেরকে প্রপোজ করতে চান তারা আমার এই পোস্টটি থেকে ছন্দ এসএমএস উক্তি এসব কানেক্ট করতে পারেন। যারা রোমান্টিক ভাবে মেয়েদেরকে প্রপোজ করেন তারাই এই রোমান্টিক এসএমএসগুলো আয়ত্তে নিয়ে নিতে পারেন। আমি নিচে রোমান্টিক ছন্দ এসএমএস ও উক্তি দিয়ে রেখেছি।

প্রপোজ করার ছন্দ

অনেক ছেলেই আছে যারা স্টাইলে ছন্দ দিয়ে মেয়েদেরকে প্রপোজ করতে চায়। অনেক মেয়ে আছে অনেক ভাবে ছেলেরা প্রপোজ করে কিন্তু রাজি হয় না। আবার দেখা যায় যখন রোমান্টিক ছন্দ দিয়ে প্রপোজ করে তখন মেয়েটি আবার রাজি হয়ে যায়। তাই অনেক ছেলেরাই আছে মেয়েদেরকে প্রপোজ করতে গেলে আগে রোমান্টিক এসএমএস বা ছন্দ সংগ্রহ করে। আমি নিচে রোমান্টিক ছন্দ উল্লেখ করেছি।

দিলাম ফুল হয়োনা কানা

এড়িয়ে যেতে আছে মানা।

দেখতে তোমাকে নয় মন্দ

কবুল করো আমার প্রপোজের ছন্দ।

স্বপ্ন দিয়ে সাজাই মনের সীমানা

হৃদয় দিয়ে খুজি সুখের ঠিকানা।

থাকবো আমি ছায়ার মত তার পাশে

যদি একটিবার বলে সে আমায় ভালোবাসে।

 

ভালোবাসার উপহার একটু পেলে

মনটি আমার উড়বে ডানা মেলে।

কবুল করো আমার ভালোবাসা

চলনা একসাথে মিলে বাদি একটি বাসা।

 

যদি তুমি ভেজো, আমি হব বৃষ্টি

মানব হৃদয়ে ভালবাসায় সৃষ্টি।

বাসবো ভালো তোমাকে

যদি বাসো ভালো আমাকে।

 

প্রপোজ করার উক্তি

অনেক ছেলেই আছে যারা মেয়েদের প্রপোজ করার জন্য উক্তি ব্যবহার করে থাকে। বর্তমান যুগ হচ্ছে মোবাইলের জোগাড় এই মোবাইলের যুগকে ছেলেরা মেয়েদেরকে রোমান্টিক কতগুলো উক্তি দিয়ে প্রপোজ করে। আমি নিচে কতগুলো প্রপোজ করার রোমান্টিক উক্তি লিপিবদ্ধ করেছি।

১। চোখ ফেরাতে পারিনা। তোমাকে দেখলে, মন পাখি খাচা ছেড়ে খুঁজে বেড়ায় তোমাকে না পাইলে।

২। ভালোবাসার জন্য শুধু শুদ্ধ মন লাগে। ভালবাসা টিকিয়ে রাখতে লাগে মনের অশেষ জোর।

৩। তোমার অধিকার পেলে… ভালোবাসতে চাই বেশি তোমাকে আমার জীবনের চাইতে।

৪।  একবার যদি বলো ভালোবাসি, দেখবে বিপদা আপদে সব সময় পাশে আছি।

৫।প্রেমের সার্থকতা আসে মধুর মিলনে। ভালোবাসা আসে শুধু তোমারই তরে।

প্রপোজ করার এসএমএস। রোমান্টিক প্রপোজ মেসেজ

বর্তমান যুগে স্মার্টফোনের যুগ। আর এ যুগে এসে তাই মানুষই এসএমএস চেয়ে বেশি কথা বলে। ছেলেমেয়েরা এসএমএস সেই বেশি কথা বলে একজন আরেকজনকে রোমান্টিক এসএমএস দিয়ে থাকে। আর এভাবেই একটা ছেলে রোমান্টিক এসএমএস দিয়ে একটি মেয়েকে প্রপোজ করে থাকে। কেননা মুখে বললে মেয়েটা রাজি নাও হতে পারে তাই অনেক ক্ষেত্রে দেখা যায় রোমান্টিক এসএমএস দিয়ে মেয়েদের প্রপোজ করলে মেয়েরা রাজি হয়ে যায়। নিচে কতগুলো রোমান্টিক এসএমএস তুলে ধরলাম।

১। রাখব তোমায় আপন করে মনের এই গভীরে। বাসবো ভালো তোমায় ছোট্ট এই নীড়ে। থাকবো পাশে তোমার স্বয়নে স্বপনে। ভালোবাসা দেবো তোমার গভীর অন্তরে।

২। দিনের আলো রাতে থাকে কালো। আকাশ নীল চাঁদ সাদা। মনের গভীরে শুধু তুমি বাধা। বলোনা একবার তোমার মনে  নেই কেউ আমি ছাড়া।

৩। মনের এই গভীর বনে, আছো তুমি একাকার হয়ে। ছেড়ে চলে গেলে জ্বলবে আগুন সেই গভীর অরণ্যে।

৪। মনের মাঝে বসন্ত আসে তোমাকে দেখিলে। কানে আসে যখন তোমার কথা। মুখে আসেনা তখন মোর কোন কথা।

৫। লাভ ইউ মাই ডিয়ার, কবুল করবে আমাকে। সারা জীবন রাখতে চাই পাশে শুধুই তোমাকে।

 

সর্বশেষ কথা

শেষে বলতে চাই অনেক মেয়েরাই আছে স্টাইলটা কে বেশি প্রাধান্য দেয়। আর ছেলেররাও মেয়েদেরকে রোমান্টিক ছন্দ এসএমএস দিয়ে সব দিয়েই প্রপোজ করে থাকে। তাই আমি আজকে আমার পোস্টটিতে সে সব রোমান্টিক এসএমএস যুক্তি ও ছন্দ আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *