Skip to content
Home » রাত জাগা নিয়ে উক্তি, বাণী ও কবিতা

রাত জাগা নিয়ে উক্তি, বাণী ও কবিতা

রাত জাগা নিয়ে উক্তি

অনেকে আছেন যারা রাত জাগতে ভালোবাসো। রাত জেগে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস পড়তে থাকে এবং ভোর রাতে ঘুমায়। এরকম রাত জাগা মানুষের জন্যই আমি আজকে আমাদের পোস্টটিতে নিয়ে এসেছি রাত জাগা নিয়ে উক্তি বাণী ও কবিতা। আপনারা যারা অনলাইনে রাত জাগা নিয়ে উক্তি বাণী ও কবিতা অনুসন্ধান করছেন তারা সঠিক জায়গায় এসেছে। আমি আজকে আমার এই পোস্টটিতে রাত জাগা নিয়ে ওকে স্ট্যাটাস বাণী নিয়ে উল্লেখ করেছে। আপনারা যারা রাত জাগা নিয়ে ওকে বানিয়ে স্ট্যাটাস পেতেছেন তারা আমারে এই পোস্টের থেকে সংগ্রহ করতে পারেন।

আজকে আমার এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন রাত জাগা নিয়ে ওকে স্ট্যাটাস ও কবিতা। যারা সারাটা রাত জেগে জেগে উঠতে স্ট্যাটাস বানিয়ে সব পড়তে থাকে তাদের জন্যই আমার এই আজকের পোস্টটি। আপনারা খুব সহজেই এই পোস্টটি থেকে সুন্দরভাবে রাত জাগা নিয়ে উক্তি স্ট্যাটাস এসব সংগ্রহ করতে পারবেন। নিচে থেকে আপনারা রাত জাগা নিয়ে স্ট্যাটাসটি এসব সংগ্রহ করুন।

রাত জাগা নিয়ে উক্তি ও বাণী

অনেকে আছেন যারা রাত জাগা নিয়ে উক্তি বাণী খুঁজছেন। তাদের জন্য আমি চেষ্টা করেছি আজকের এই পোস্টটিতে রাত জাগা নিয়ে উক্তি ও বাণী নিয়ে আসতে। বিভিন্ন দার্শনিক গন বিভিন্নভাবে রাত জাগা নিয়ে উক্তি ও বাণী উল্লেখ করেছেন। আমি সেখান থেকে আপনাদের মাঝে তুলে দেয়ার চেষ্টা করেছি সুন্দর সুন্দর কতগুলো উক্তি। আপনার নিচে থেকে সেই উক্তি গুলো সংগ্রহ করুন।

১. রাত জাগার অসুখ আমাকে ছেয়ে ফেলেছে; তোমার আগমনে।

২. হ্যাঁ, আমি রাত জাগি। আমি ইনসোম্যানিক। রাত আমার কাছে অতি ভয়ঙ্কর।

৩. রাত জাগতেও তেজ লাগে; যা সবাই পারেনা, যা সবার মধ্যে নেই।

৪. রাত জাগার বেলায়, ফুলের পাপড়ি বিছিয়ে, চারিদিকে ফুলেল শোভা ছড়িয়ে, তুমি আমার কাছে এসো প্রিয়। আমাদের সেই মুহূর্তটা যে খুবই স্পেশাল!

৫.প্রতিদিন রাত জেগে তোমার কথা ভাবি। কিন্তু, বিপরীতে তুমি কি আমার কথা ভাবো?

৬. রাত জাগলেই কেন তোমার ঐ মায়াভরা মুখটা আমার সামনে ভেসে ওঠে?- বলতে পারো প্রিয়?

৭. আমি রাত জেগে আঁকি, তোমার ঐ মায়াবী কাজল-কালো চোখের হাতছানি। আমার ক্যানভাস জুড়ে তেল-রঙ ছড়িয়ে দিয়ে আমি শুধু তোমায় আঁকি, শুধু তোমায়। আমার কল্পনা জুড়েও শুধু তুমি ই বিরাজমান।

৮. চোখ বুঝলেই আমার সামনে ভেসে ওঠে সেই বিভীষিকাময় রক্তকালো রাত্তির। যে রাতে আমাকে ছেড়ে গিয়েছিলে তুমি। সেই ভয়াবহ রাত আমাকে তাড়া করে বেড়ায়। তাই তো আমি ঘুমাতে পারি না। জেগে থাকি প্রতি রাত।

৯. আমি রাত জাগি বলে আমার উপর অভিমান করে- প্রভাতের পাখির কিচিরমিচির ডাকগুলো, এক গুচ্ছ সোনালি প্রভাত, রক্তলাল ঔ সূর্য। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। কেননা, আমি রাত জাগলেই তোমাকে যে পাই!

১০. প্রতিদিন রাত জাগলে নাকি চোখের নিচে কালি জমে যায়, চেহারা নষ্ট হয়ে যায়? কিন্তু কই? আমার চেহারা তো তোমার ভাবনায় প্রতি রাতে আরো আলোকিত হয়ে যায়।

রাত জাগা নিয়ে স্ট্যাটাস

অনেকে আছেন যারা ফেসবুকে স্ট্যাটাস পড়তে ভালোবাসি। আমি তাদের জন্য আজকে আমার পোস্টটিতে রাত জাগা নিয়ে স্ট্যাটাস নিয়ে এসেছি। এখান থেকে এই পোস্টটি আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই পছন্দ করবে। তাই আজকে আমার এই পোস্টটি থেকে আপনার রাতজাগান নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করুন।

১ . রাত জাগা পাখি তুমি আমার কাছে এসো,
অল্প আলোয়, হালকা ছোঁয়ায় আমায় ভালোবেসো।

২. রাগ জাগার ক্ষণকালে তোমাকে চাই প্রিয়।

৩. প্রতিদিন রাত জাগি তোমার কথা ভেবে ভেবে।

৪. রাত জাগার অনুভূতিটা ই অন্যরকম। যা তুমি, আমি সবাইকেই মোহিত করে দেয়।

৫. রাত জাগার ওই আনন্দময় মুহূর্ত টাকে আমি কখনোই মলিন হতে দিতে চাইনা।

৬. আমরা তো রাত জেগেই স্বপ্ন দেখি; কারণ আমরা মানুষ।

৭. প্রতি রাতে তোমার কথা মনে পড়ে। তাইতো তোমার কথা ভেবে ভেবে আমি প্রতিদিন বেশি বেশি রাত জাগি।

৮. রাত জাগার বেলাটা ই সবচেয়ে মধুময় মুহূর্ত।

৯. প্রতিদিন রাত জাগলে, আক্ষরিক অর্থে হয়তো, আগামীর ভোরের আলো এবং প্রভাতের সূর্য টাকে মিস করবো। কিন্তু তাতে কি?- আমার রাত জাগার সঙ্গী যে তুমি! তাই তো এই রাত জাগার চেয়ে আর অন্য কিছু বেশি স্পেশাল হতেই পারে না।

১০. প্রতিদিন রাত জেগে জেগে, চোখের নিচে কালি ফেলে ফেলে, আমাদের সেই মধুময় স্মৃতি গুলোকে চারণ করি।

রাত জাগা নিয়ে এসএমএস

অনেকে আছেন যারা রাতজাগা নিয়ে এসএমএস খুঁজছেন। যারা রাত জেগে জেগে বন্ধু বান্ধব কে এসএমএস করতে ভালোবাসে। এসএমএসে কথা বললেন এমন লোকের সংখ্যা বর্তমান যুগে বেশি। সবার হাতে হাতেই এখন স্মার্ট ফোন আর স্মার্টফোনের যুগে যারা এসএমএস করতে ভালোবাসেন তাদের জন্য আমি আজকে আমার এই পোস্টটিতে রাত জাগা নিয়ে এসএমএস তুলে ধরেছি।

১. ও আমার রাত জাগা পাখি! তোমার সুরেলা আওয়াজ শোনার আশায় আমি প্রতি রাত জাগি।

২. কে বলেছে?- “রাত জাগা” খারাপ?- তাকে বলে দাও- পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তো রাত্রেই তৈরী হয়।

৩. বিজ্ঞানীরা রাত জেগে জেগেই তো এতশত আবিষ্কার করেছে! তারা যদি রাত না জাগতো তাহলে আমরা এত্ত এত্ত যান্ত্রিক উপহার পেতাম না।

৪. সে যদি জানতো- আমি প্রতি রাত জাগি তাকে ভেবে ভেবে, তার ছবি বুকে আঁকড়ে ধরে, তার ওড়নার চেড়া অংশ গলায় জড়িয়ে রেখে- তাহলে সে কী আমায় ফিরিয়ে দিতো?

৫. আমি কারিগর নই যে, রাত জেগে আগামীর ভোরটা কে তৈরী করব।

৬. রাত জাগলে তোমার পরশ কেনো জানি আমার চোখ-মুখ বুলিয়ে যায়!।

৭. রাত জাগা কারোর কাছে মধুময়, আবার কারোর কাছে দুঃখের। কারো রাত কাটে প্রেমিকার সাথে ফোনালাপ করতে করতে, আবার কারোর বা প্রেমিকা কে হারানোর বেদনায়।

 রাত জাগা নিয়ে কবিতা

রাত জেগে কবিতা পড়তে অনেকে ভালোবাসি। তাই অনলাইনে অনুসন্ধান করে যাই রাত জাগা কবিতা পড়ার জন্য। আমি এসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আজকে রাত জাগা কবিতা নিয়ে এসেছি আমার আজকের এই পোস্টটিতে। আপনারা যারা রাত জাগা নিয়ে কবিতা ঘুরছেন তারা আমার এই পোস্টটি নিচে থেকে কবিতা গুলো সংগ্রহ করুন।

রাত জাগা

রাত জাগার
মধ্যে একটা নেশা আছে।
রাতটাকে উপভোগ করা যায়।
কিছু মানুষ
বুকভরা আশা নিয়ে ঘুমিয়ে পড়ে, আর
কিছু মানুষ জেগে থাকে।
আমিও জেগে থাকি, ঘুমাই না।
চারপাশের অন্ধকার
জগতটাকে দেখি,
নেশা হয়ে গেছে এগুলো দেখার।
হয়তো কেউ বলে না, ঘুমিয়ে পড়।
কেউ জিজ্ঞাসা করে না,
রাতে খেয়েছি কি না ?
তবে, এতে কোন ক্ষোভ নেই।
একা মানুষদের ক্ষোভ
থাকলে চলে না। নিজের কষ্টের
খোজ খবর নিজেকেই রাখতে হয়।
প্রতিকূল সময়ে কেউ
হয়তো পাশে এসে দাড়ায় না।
নিজেকে সান্ত্বনা দেয়ার
মতো কেউ নেই।
মিস্টি করে কেউ কথা বলে না, সবার
মাঝেই এক ধরনের
তিক্ততা রয়েছে। নিজের ও সাহস হয়
না, কারো সাথে কথা বলতে,
কারণ মধ্যবিত্তদের তো কোন
জায়গা নেই। তাদের জন্য সমীকরণ
একটাই – তুমি একা।
আমার আকাশটা শূণ্য।নেই কোন তারা।
কিছু ছোট কষ্ট আমাকে ঘুমাতে দেয়
না।
বেঁচে থাকতে হয়,
জীবনের প্রয়োজনে।
থেমে গেছে জীবনের কোলাহল।
ব্যস্ত হয়ে পড়েছে সবাই
একটা নিশ্চিন্ত ঘুমের জন্য। কিন্ত,
আমি জেগে আছি,
অপেক্ষা করি কোন ধ্রুব তারার।

শেষ কথা

আশা করছি আজকে আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে আর এই পোষ্টটি আপনাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমি আবারো আপনাদের জন্য সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হব শে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *