Skip to content
Home » শারদীয় দুর্গাপূজা 2024 ক্যাপশন, কবিতা, ছন্দ, উক্তি, ছবি, বার্তা, কার্ড ও ব্যানার

শারদীয় দুর্গাপূজা 2024 ক্যাপশন, কবিতা, ছন্দ, উক্তি, ছবি, বার্তা, কার্ড ও ব্যানার

শারদীয় দুর্গাপূজা

আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করতে চলেছি শারদীয় দুর্গাপূজা ২০২৩ ক্যাপশন, কবিতা, ছন্দ, উক্তি, ছবি, বার্তা, কার্ড ও ব্যানার সম্পর্কে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসবটি একটি বড় উৎসব। শরতের তুষার সূত্রে পৃথিবী যখন অপরূপ সাজে সজ্জিত হয় ঠিক তখনই এই মা দেবী দুর্গার আগমন ঘটে। তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য এই ডেভিড দুর্গার আগমনকে নিয়ে বিশাল গুচ্ছ ক হয়ে থাকে তারা এই দেবী দুর্গার আগমনে নিজেকে ধন্য মনে করে থাকেন। দুর্গা দেবী শক্তি দেবী সকল অশুভ শক্তিকে পরাজিত করে তিনি এই পৃথিবীতে এবং স্বর্গের কল্যাণ বয়ে নিয়ে আসে।

ওষুধ দামনি মা উমা যখনই পৃথিবীতে আসে পৃথিবীর কল্যাণ বয়ে নিয়ে আসে বলে হিন্দু ধর্মালম্বী মানুষরা মনে করেন। তাই তারা এই মা দুর্গাকে বরণ করে মহা উৎসবের শহীদ এই পূজা করে থাকেন। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শারদীয় দুর্গাপূজা ২০২৩ ক্যাপশন কবিতা ছবি ছন্দ উক্তি বার্তা ব্যানার সম্পর্কে আলোচনা করেছি। দুর্গাপূজায় হিন্দু ধর্ম বলীরা সকালে ঘুম থেকে উঠে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেক দিনই মায়ের অঞ্জলি দেওয়ার জন্য মন্ডপে আসে এবং মায়ের পূজা-অর্চনা করে।

মহালয়ার পরে পঞ্চমী থেকে শুরু মায়ের পূজা স্বরাষ্টি সপ্তমী অষ্টমীর অভাবী এবং পঞ্চমী এই পাঁচটি মায়ের পূজা অর্চনা করা হয়। হিন্দু ধর্ম বলে রাগকে ঢালে আরতি প্রদর্শন করে মায়ের মনকে তারা জয় করে নেয় এবং পৃথিবীর কল্যাণের জন্য প্রার্থনা করে। পৃথিবীতে যেন সকল অশুভ শক্তির বিনাশ ঘটতে পৃথিবীর কল্যাণ হয় সেই সম্পর্কে তারা মায়ের কাছে প্রার্থনা করে থাকেন।

শারদীয় দুর্গাপূজা 2024 ক্যাপশন

শারদীয় দুর্গাপূজায় আমরা সকালে প্রিয়জনকেই দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে থাকি তাই দুর্গাপূজার আমাদের ফেসবুকে অনলাইনে মায়ের ছবি দিয়ে বিভিন্ন ধরনের ক্যাপশন তৈরি করে থাকি। প্রজাপতিটা দিন যেমন ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত মায়ের ছবি শেয়ার করা হয় এ সকল ছবির সাথে আমরা ক্যাপশন শেয়ার করে থাকি আপনারা যারা অনলাইনে এখন পর্যন্ত মা সারদা দুর্গাপূজার ক্যাপশন পেতে চালাচ্ছেন খুঁজে যাচ্ছেন তারা আমাদের এই আর্টিকেলটি থেকে সুন্দর সুন্দর ক্যাপশন গুলো সংগ্রহ করুন।

  • হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে। *** হ্যাপি দূর্গা পূজা ***
  • কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। হ্যাপি দুর্গা পূজা
  • নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক সারা বেলা। == হ্যাপি দূর্গা পূজা
  • আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দন
  • মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক! শুভ দূর্গা পূজা।
  • শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শারদীয় শুভেচ্ছা।
  • ষষ্ঠীতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা। অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা। নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ, দেখতে দেখতে দশমীতে হবে সব শেষ।
    শুভ দূর্গা পূজা
  • পূজো মানে এলো শরৎ, এলো হিমেল হাওয়া, পূজো মানে ছুটি আর ছুটিতে, চুটিয়ে পেমে করা… পূজো মানে নতুন জামা পরে, মা এর পায়ে অঞ্জলি দেওয়া, পূজো মানে ঢাকের তালে, মা কে কাছে পাওয়া….. পূজো মানে একটু আরাল হয়ে, হাতটি ধরে সারারাত ঠাকুর দেখা….পূজো মানে অনেক খুশি অনেক আলো, পূজোর দিন গুলি সাবার কাটুক ভালো….. জয় মা দুর্গা সবাই বলো….
  • শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে তাই, মনে এতো আনন্দ। হ্যাপি দুর্গা পূজা
  • এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷
    শুভ দূর্গা পূজা

শারদীয় দুর্গাপূজার কবিতা

অনেকে থাকে তালে তালে মায়ের নিয়ে বিভিন্ন ধরনের কবিতা উল্লেখ করে গেছেন আর এই কবিতাগুলো সংস্কৃতি অনুষ্ঠানে উপস্থাপন করা হয়ে থাকে। আর এজন্যই অনেকেই ভারতীয় দুর্গাপূজা সম্পর্কে কবিতা পাওয়ার জন্য অনলাইন অনুসন্ধান করেন আমরা আমাদের এ আর্টিকেলটির নিচে সুন্দর সুন্দর কতগুলো কবিতা শেয়ার করেছি।

আগমনী
      – ঝুলন চন্দন মন্ডল
আশ্বিনের এই দিনগুলিতে মনটা গাইতে চায়,
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমঃস্তসৈ নমঃস্তসৈ নমঃস্তসৈ নম নমহঃ।
মা আসছেন বাপের বাড়ি
প্রকৃতিও করছে স্বাগতম,
আমরাও হাতে হাত মিলিয়ে
করছি তারই আয়োজন।
সময়টা এখন যাচ্ছে কঠিন,
তাও করছেন আশীর্বাদ মা;
শিউলি ফুলেরা গাছে গাছে ফুটে,
জানাচ্ছে এসো এসো উমা।
কাশবনে দোলা লাগে
যেন হাসছে খিল খিল,
আকাশ মেঘের কোলাকুলিতে
প্রকৃতি করছে ঝিলমিল।
মায়ের আগমনের দিন
গুনছি সারাক্ষণ,
পুজোটা এবার কাটবে ভালো
করছে সবাই আনন্দ প্রতিক্ষণ।
সবাই যেন ভালো থাকে
সুস্থ থাকে পরিবেশ,
দুর্গা মা তো আসবেন প্রতিবছর
এই  কামনার নেই শেষ।
আবার সবাই এক হবে
বেজে উঠবে কাঁসর ঘন্টা,
ঢাকের কাঠিতে ঘা পরলেই
নেচে ওঠে মনটা।
নতুন জামা নতুন সাজে
সেজে উঠবে লোকালয়,
একসাথে সব উঠবে বলে
জয় দুর্গা মাইকি জয়।।
মা আসছে
      -চৈতালী দত্ত
শিশিরস্নাত শিউলি সুবাস
ঘাসের কানে কানে জানিয়ে দেয়-
মা আসছে।
ছন্নছাড়া হাওয়ায় দুলে  সন্ধ্যার কাশ
বৃষ্টিকে জাপটে ধরে জানিয়ে দেয়-
মা আসছে।
শুভ্র মেঘ, কিশোরীর দুরন্ত ওড়না হয়ে
 আকাশের ওষ্ঠে চুম্বন এঁকে জানিয়ে দেয় –
মা আসছে।

শারদীয় দুর্গাপূজার ছন্দ

ছন্দে ছন্দে তালে তালে ডাকে ধরলে আরতি দিয়ে শারদ দুর্গাপূজা পালন করা হয়ে থাকে। আর এটি একটি বড় উৎসব বলে হিন্দু ধর্মালম্বি মানুষরা একটি বন্ধু-বান্ধব ভাই বোন মিলে উৎসবটিকে পালন করে থাকেন দূর্গা পূজার শুভেচ্ছা জানাতে অনেকে রয়েছেন যারা দুর্গা পূজার ছন্দ পাওয়ার জন্য অনলাইনে সন্ধান করেন। এজন্যই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটির নিচে দুর্গাপুজার কিছু ছন্দ উল্লেখ করেছি।

***নৌকাতে মা দিল পাড়ি.
*মা আসছেন বাপের বাড়ি*
*সংগে তাহার ছেলেমেয়ে*
*কি সুন্দর বাহন নিয়ে*
*অষটমীতে ঢাকের বাড়ি.*
*মা পড়বেন নতুন শাড়ী.*
*খুশিতে তাই নাচে মন*
*ভালো কাটুক পুজোর ক্ষণ…

শরত তোমার অরুণ আলোর অঞ্জলি..\”
-রবীন্দ্রনাথ ঠাকুর
আশ্বিনের এই শারদ-প্রাতে
দিনগুলি হয়ে উঠুক আরো আনন্দ-মুখর..
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা..

আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভালা.
বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা.
আসছে বছর পুজোর দিনে থাকব কোথায় কে যে জানে,
যেথায় থাক মায়ের সাথে রেখো আমায় নিজের মনে ..
শুভ বিজয়া

শারদীয় দূর্গা পূজার উক্তি

দুর্গাপূজাকে নিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে উক্তি উল্লেখ করে গেছেন আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সেসব উক্তিগুলোর থেকে সুন্দর সুন্দর কতগুলো উক্তি উল্লেখ করেছি। আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে এই সুন্দর সুন্দর উক্তিগুলো দেবী মাকে নিয়ে সংগ্রহ করতে পারেন।

“ওগো মা জননী তুমি সবার অন্তর জামীনী, মঙ্গল করো সবার তৃনয়নী। আমার এই মনের কথা তোমায় জানাই, মা তোমার আশীর্বাদ যেনো পাই, পুজোর আমেজ সকলের মনে খুশি টান টান, চারো দিকে শুধু হবে মায়ের জয়গান”

>>” আনন্দের এই খুশির দিনে দূর্গা পূজার শুভেচ্ছা পৌঁছে যাক সকলের মনে মনে। ঈশ্বরের কাছে একটাই চাওনি আশীর্বাদ আর সকলের মনে দিও শান্তি।”

>> “মা দুর্গা এই পুজোয় সকলকে আশীর্বাদের সেরা রুপ গুলো দান করুন – খ্যাতি, নাম, সম্পদ, সমৃদ্ধি, সুখ, শিক্ষা, স্বাস্থ্য, শক্তি এবং প্রতিশ্রুতি। আর সকলকে জানাই শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।”

>>”এই দুর্গাপূজা উপলক্ষে শান্তি থাকুক সকলের ঘরে ঘরে। মায়ের আশীর্বাদ থাকুক সকলের পরিবারে, সকলের পূজা কাটুক আনন্দে আর উৎসবের মধ্য দিয়ে। শুভ দূর্গাপূজা”

>> “দেবী দুর্গার আগমনী বার্তা হিসেবে ও আগমনের উপলক্ষে, আসুন আমরা সবাই আমাদের চারপাশে সুখ এবং আনন্দ ছড়িয়ে দিই। শুভ শারদীয় দুর্গাপূজা!”

শারদীয় দূর্গা পূজার ব্যানার

দুর্গাপূজাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করে মন্ডপে সাড়েপাশে দিয়ে থাকেন। এই সকল শুভেচ্ছা ব্যানারে মায়ের ছবি দিয়ে সকলকে শুভেচ্ছা জানানো হয় শাড়িরে দুর্গাপূজার। সংগঠন কিংবা মন্ডপে স্যারদের দুর্গাপূজা উপলক্ষে বেলা তৈরি করতে কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ব্যানার শেয়ার করা হয়েছে। আপনারা চাইলে আমাদের এই আর্টিকেল থেকে সুন্দর সুন্দর ব্যানার গুলো সংগ্রহ করে আপনাদের পূজা মন্ডপ থেকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *