স্ট্যাটাস

সরিষা ফুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস,ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা

প্রতি বছর গ্রামে সরিষা উৎপাদন হয়ে থাকে। সরিষা একটি শস্য কিন্তু এর শস্য থেকে যখন ফুল উৎপাদন হয় তখন দেখতে খুব সুন্দর লাগে। এ ফুল থেকে সুন্দর একটি সুবাস বের হয়। মহরম দৃশ্য ফুটে উঠে তখন গ্রামে। চারিদিকে শুধু হলুদের হলুদ হয়ে যায়। আর এই সরিষার ফুল নিয়ে অনেকে অনলাইন অনুসন্ধান করে যায় এর স্ট্যাটাস উক্তি ক্যাপশন ও কবিতা পাওয়ার জন্য। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করেছি সরিষার ফুল নিয়ে স্ট্যাটাস উক্তি ক্যাপশন ও কবিতা নিয়ে। আপনারা যারা এখনো অনলাইনে সন্ধান করে যাচ্ছেন সরিষার ফুল নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা পাওয়ার জন্য তাদেরকে আমাদের এই ওয়েবসাইটিতে স্বাগতম।

গ্রামের মহরম দৃশ্য দেখার জন্য সবাই মাঠে-ঘাটে বেরিয়ে পড়ে। অনেক রয়েছে আবার সরিষার ক্ষেত্রে পিকচার তুলে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে আপলোড দিয়ে থাকে। তাই আমরা সরিষার ফুল নিয়ে আজকে আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি। আপনারা যারা সরিষার ফুল নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস পেতে আগ্রহী তারা এই মুহূর্তে সঠিক জায়গাতে অবস্থান করছেন। কেননা আমরা আজকে আমাদের এয়ার টিকেটটি সরিষার ফুল নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ও ছন্দ নিয়ে সাজিয়েছে।

সরিষার ফুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস

অনেকের রয়েছেন যারা গ্রামের সরিষার ফুল নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। আবার অনেককে রয়েছেন যারা সরিষার ফুল নিয়ে স্ট্যাটাস বের করে পড়তে ভালোবাসেন। আমরা আজকে সেইসব মানুষদের জন্যই আমাদের এই আর্টিকেলটিতে সরিষার তেল নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করেছি। আশা করছি আপনাদের সবার এই স্ট্যাটাস গুলো ভালো লাগবে আপনারা এখান থেকে স্ট্যাটাস গুলো তুলে নিয়ে আপনার দের প্রিয়জন কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন।

১.
সরষে ফুল ছিঁড়ো না, এ ভুল করো না।
ফুলে ফুলে ভরে উঠুক এই উদ্যান।

২.
মাঠজুরে বিন্যস্ত সরষে ফুল
দিগন্তে সুদীর্ঘ নীল আকাশ ৷
ফুলের মধু পেতে উড়ছে ভ্রমরা
তব গুঞ্জনে মোহিত কুঞ্জবন।

৩.
তোমার হলুদ শাড়ির আচল
যেন বিষন বিকেলে
এক মুঠো সরষে ফুল
মনের ভুলে তোমাকে চাই
ভুল করে তুমি ফুল হয়ে যাও!

৪.
মুহুর্মুহু বাতাস বইছে এ পথে
পথের এক হলুদ মাঠ
মাঠভর্তি সরষে ফুলে সমারোহ
আহা! আকুলিবিকুলি করে এই প্রাণ।

৫.
এই গান শুনে রাখো প্রান্তর
আমাকে আর ডেকো না
আমি মিশব না সরষে ফুলের ঘ্রাণে
আমি মিশব নীল নীল আসমানে

৬.
সরষে ফুলে ভর করে
মধু পানে ব্যস্ত ভ্রমর
আমার হৃদয় জানে
কতটুকু প্রেম আছে
তোমার জন্য আমার।

৭.
এক সমুদ্র ভালবাসা বুকের ভিতরে
তোমার জন্য পুষে রেখেছি যতনে
কোনো এক বিকেলে অবসর পেলে
সরসে ফুলের বাগানে দেখা করে
নিয়ে যেও ভালবাসা আর ফুল।

৮.
আমি থাকব চিলের ডানায়
দূর থেকে দেখব তোমায়
তুমি থাকবে অনেক একা
হলদে সরষে ফুলের দুনিয়ায়।

৯.
হলুদ ফুল হলুদ ফুল
আমারে কি চেনো?
আমি তোমার অমরা
সরষে ফুলের ভ্রমরা।

১০.
ভোর বেলায় মৃদু সফেদ কুয়াশা মাড়িয়ে
হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাব
সরষে ফুলের পাশে,
যেখানটায় আমাদের শৈশব কেটেছে
আনন্দে উল্লাসে।

সরিষার ফুল নিয়ে উক্তি

বিভিন্ন ব্যক্তিক কোন বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। বর্তমান সময়কে সরিষার ফুল নিয়ে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন যেগুলো আজকে উক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরিষা নিয়ে উক্তি অনেকেই অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন। তাই আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে সরিষার ফুল নিয়ে উক্তিগুলো উল্লেখ করেছি।

  • সরিষা ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।
  • সরিষা ফুল হলো সুন্দরের প্রতিক আর গোলাপ হলো ভালোবাসার প্রতিক ।
  • সরিষা ফুলকে ভালোবেসে ফেলে দিওনা মানুষকে ভালোবেসে ভুলে যেও না ।
  • সরিষা ফুলের জীবন বড়োই করুণ। অধিকাংশ ফুল অগোচরেই ঝ’রে যায়, আর বাকিগুলো ঝোলে শয়তানের গলায়।
    — হুমায়ূন আজাদ
  • এ ভুল করো না, এ ফুল ছিঁড়ো না, তিলি তিলে গড়ে উঠুক এ উদ্যান ।
    — আবু তাহের মিসবাহ
  • ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায় ।
    — রবীন্দ্রনাথ ঠাকুর
  • ভালোবাসা হলো ফুল আপনি তাকে বাড়তে দিন।
    — জন লেনন
  • ফুল রোদ ছাড়া ফুল ফুটতে পারে না, মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না।
    — ম্যাক্স
  • জীবন সেই ফুল যার জন্য ভালোবাসা মধু ।
    — ভিক্টর হুগো
  • প্রতিটি ফুল প্রকৃতিতে প্রস্ফুটিত একটি আত্মা ।
    — জেরার্ড দে নার্ভাল
  • ভদ্রতা হলো মানবতার ফুল।
    — জোসেফ জৌবার্ট

সরিষার ফুল নিয়ে ক্যাপশন

আপনারা যারা সরিষার ফুল নিয়ে ক্যাপশন পাওয়ার জন্য এখনও অনলাইনে সন্ধান করে যাচ্ছেন তাদেরকে আমাদের আর্টিকেলটিতে স্বাগতম। আপনার আমাদের এই আর্টিকেলটি থেকে সরিষার ফুল নিয়ে ক্যাপশন পাবেন। সরিষার ফুল একটি অপরূপ দৃশ্য। এটি গ্রামের পরিবেশকে পরিবর্তন করে দেয়। তাই এর ক্যাপশন গুলো খুব সুন্দর। আপনারা আমাদের আর্টিকেলটির নিচে থেকে ক্যাপশন গুলো তুলে নিতে পারবেন।

১. ” ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে,
সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।
আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই,
সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই।”
— পল্লীকবি জসীমউদ্দীন

২. ” সরষে ফুলে মাঠ ভরেছে ছড়িয়ে হলুদ রং
কৃষকেরা দুঃখ ভুলে গেছে সুখের গান।
মনের মত ফসল তুলে ভরবে তাদের ঘর
দুঃখ রহিবে না আর কাটবে দেনার ভার।”

৩. “ভোর সকালে শীতল ছোঁয়া, শিশির ভেজা ঘাসে,
পুব আকাশে সোনার রবি, সকাল হলে হাসে।

ঘরের চালে কুমড়ো ফুলে, সরিষা ফুল মাঠে,
ভোর সকালে শিশু-কিশোর চাদর গায়ে পাঠে।”

৪. সরিষা ফুলের মনমুগ্ধকর দৃশ্য দেখে জুড়িয়ে যায় সবার প্রাণ। দিগন্তজোড়া মাঠের মুক্ত বাতাস ছড়িয়ে দেয় মধুর ঘ্রাণ। কিন্তু কয়দিন পর আর সরিষা ফুল থাকবে না এ সরিষা ক্ষেতে! তখন মৌমাছিরাও উড়াল দিয়ে চলে যাবে অন্যত্র।

৫. শীতের দিনে কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট, কাস্তে হাতে কৃষক ছুটে চলে ফাঁকা মাঠের দিকে। খেজুর গুড়ের পিঠা পায়েস এর মৌ মৌ করা ঘ্রাণ আর সরষে ফুলের মন জুড়ানো দৃশ্য শীতকে করে তোলে অনন্য।

 

সরিষার ফুল নিয়ে ছন্দ

অনেকেই রয়েছেন যারা সরিষার ফুল নিয়ে ছন্দ তৈরি করে তার প্রিয়জনদের সাথে শেয়ার করে। আর তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সরিষার ফুল নিয়ে কিছু ছন্দ উল্লেখ করেছি যেগুলো আপনাদের সবার ভালো লাগবে। আপনারা আমাদের এই আর্টিকেলটি থেকে সরিষা ফুলের ছন্দ করল আপনাদের পছন্দের মানুষদের সাথে শেয়ার করুন।

১১.
সরষে ফুলের সুবাসে
মেতেছে মৌ, হেসেছে বৌ
হিমশীতল হাওয়ায় ভাসিয়ে
মৌমাছি ফুলের মধু খোঁজে আসে।

১২.
হলুদের সাথে পাল্লা দিয়ে
ফুটেছে সরষে ফুল
আমার জীবনও এইরকমই
হারিয়ে ফেলেছে কূল।

১৩.
এসো তোমারে রাঙিয়ে দেব ভালোবাসায়
কানে পড়িয়ে দেব প্রকৃতির দূল
চোখে থাকবে হলুদাভ দেয়াল
সরষে ফুল সরষে ফুল।

১৪.
সারা রাতের আকাশ যখন মিঠে রোদে হাসে
সরসে ফুলের সুবাস তখন ভীষণ করে আসে
এই প্রাণ এই ঘ্রাণ, আপন বড্ড লাগে
সরষে ফুলের সৌন্দর্য ঝরে কুসুম বাগে।

১৫.
তোমাকে ভেবেছিলাম হলুদ সরষে
পরম যত্নে বুকে গহীনে লুকিয়েছিলাম
গহীনের নিঃশব্দ আঘাত আমাকে ভেঙ্গেছে বহু আগে
বুঝিনি আমি তুমি এক ছদ্মবেশী পার্থেনিয়াম।

১৫.
হে সরষে ফুল
হলুদ রূপসী তুমি
আমার মনের দূল,
প্রিয় সরষে ফুল।

সরিষার ফুল নিয়ে কবিতা

অনেকের রয়েছে যারা কবিতা পড়তে কিংবা লিখতে ভালবাসেন তাই কবিতা লেখার জন্য বিভিন্ন ধরনের ক্যাপশন খুঁজে থাকেন। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সরিষার ফুল নিয়ে কিছু কবিতা উল্লেখ করেছি আপনারা এখান থেকে সরিষার ফুল নিয়ে কবিতাগুলো সংগ্রহ করে আপনাদের ফেসবুক কিবা সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন।

– মোঃ বুলবুল হোসেন

জানিনা কোন মিছে মায়ায়
মন ছুটে যায় বারে বারে
আমার সরিষা ক্ষেতের ধারে
প্রকৃতির সৌন্দর্য আছে ভরে।

এই মনটা নিয়েছে কেড়ে
সরিষা ফুলের সুগন্ধ প্রাণে
মৌমাছি মধু সংগ্রহ করে ফুলে
পাগল করেছে তাদের মিষ্টি গানে।

মন চায় থাকি আরো কিছুক্ষণ
এই অপরূপ সৌন্দর্যের মাঝে
মাঠের পর মাঠ সৌন্দর্যে আছে ভরে
তাই আমার খুশিতে মন সাজে।

এদের নেই কোন সার্থকতা
বিলিয়ে দেয়া আপন মনে
তাদের অপরূপ সৌন্দর্য আমরা
উপভোগ করছি আপন- প্রাণে।

সরষে ফুল
– রুহুল আমীন রৌদ্র
সরষে ফুল, সরষে ফুল,
হাওয়ায় হাওয়ায় খেলে দোল,
হিম হিম পরশে,
ঝিমঝিম নড়ে সে,
বালিকার কর্ণে, অপরূপ বর্ণে,
খেলে যায় দুল দুল,
সরষে ফুল, সরষে ফুল ।
প্রকৃতির মাঝে, অপরূপ সাঁজে,
সেঁজেছে বউ যে,
মেতেছে মৌ যে,
ভরা এ পউষে,
মধুমাখা ক্ষণে, প্রকৃতির সনে,
সুবাসে মশগুল,
সরষে ফুল, সরষে ফুল ।
বিকেলের বেলাতে, মৌমাছির খেলাতে,
গুনগুন তুলে রব,
চারিদিকে সৌরভ,
মিষ্টি মধুর গন্ধে, নাচে হিয়া ছন্দে,
দখিনা মলয়ে,
ঝটিকা প্রলয়ে,
খেলে যায় দোল দোল,
মেতেছে বুলবুল,
সরষে ফুল, সরষে ফুল ।
উড়ুউড়ু মনে, বিকেলের ক্ষণে,
বাগিচায় এসে,
নিঃসঙ্গ বসে,
পড়ি সিন্ধুহিন্দোল,
প্রিয় যদি এসো, কাছে এসে বসো,
কর্ণে তোমার পড়িয়ে দিবো,
প্রকৃতির দুল,
সরষে ফুল, সরষে ফুল ।

পল্লীকবি জসীমউদ্দিনের কবিতাংশ

”ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে,
সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।
আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই,
সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *