হ্যাপি নিউ ইয়ার

হ্যাপি নিউ ইয়ার কবিতা ২০২৩

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা আপনারা যারা হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে কবিতা পেতে চান তারা এই মুহূর্তে ছুটির জায়গাতে এসেছেন। কেননা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাপি নিউ ইয়ার কবিতা ২০২৩ সম্পর্কে আর্টিকেলটি। অনেকেই রয়েছেন যারা হ্যাপি নিউ ইয়ার কবিতা পড়তে ভালোবাসি তাই অনুসন্ধান করে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার কবিতা পাওয়ার জন্য। তাই আমরা তাদের জন্যই আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছে। আপনারা যারা হ্যাপি নিউ ইয়ার কবিতা পেতে আগ্রহী তারা আমাদের এই আর্টিকেলটি থেকে খুব সহজেই পেয়ে যাবে।

বিশিষ্ট কবিরা হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে বিভিন্ন ধরনের কবিতা লিখছেন। আপনাদের জন্য সেরকম কবিদের লেখা কিছু কবিতা আমাদের এই আর্টিকেলটিতে সাজিয়েছি। আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে কবিতাগুলো সংগ্রহ করে আপনাদের মানুষদের কাছে পাঠাতে পারেন অথবা আপনাদের ফেসবুক আইডি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন।

হ্যাপি নিউ ইয়ার কবিতা 2023

অনেকে রয়েছেন যারা বিভিন্ন কবিদের লেখা কবিতা অনলাইন থেকে বের করে পড়তে থাকে আবার অনেকে রয়েছে বের করে তার প্রিয় মানুষদের সাথে শেয়ার করেন। আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে কিছু কবিতা আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরেছি আপনার এখান থেকে কবিতার সংগ্রহ করে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আপলোড করতে পারবেন।

হ্যাপি নিউ ইয়ার, 2023
…………শেখ একেএম জাকারিয়া
সবার মুখে একটি কথা
শুনছি বছর শেষে,
জীবন থেকে
একটি বছর
হাওয়ায় গেল ভেসে।
এসে গেছে নতুন বছর
ভাসছে লোকমুখে,
যত্ন করে
রেখো তারে
আপন আপন বুকে।
রাতের পরে আসবে সকাল
তাকাও দু’চোখ খুলে
নয়া প্রাতের
নয়া অালোয়
দুঃখ যাবে ভুলে।
মিলিয়ে যাবে পুরনো সব
আঁধার হবে শেষ
ভরে যাবে
ফেবুতলায়
স্ট্যাটাস, এসএমএস!
2

পুরোনো যত হতাশা,
দুঃখ,অবসাদ,
নতুন বছরে সেগুলোকে করুক ধূলিস্যাৎ।সুখ,
আনন্দে মুছে যাক সকল যাতনা।
নতুন বছরে তোমায় জানাই Happy new year..2022

পুরনো বছরটা তোমার যতো খারাপই কাটুক না কেন ,
নতুন বছর তোমার জীবনে সব খুশী নিয়ে আসবে…
শুভ নববর্ষ…

4

নতুন  বছরের  আগমনে
       – ফেরদৌস আক্তার
নতুন  বছরের  আগমনে
হৃদয়কূলে  হাজারো  মুকুল ফোটে
সুবাস  ছড়ানোর  প্রতিক্ষাতে ।
পাখির মুগ্ধ  করা   কিচিরমিচির শব্দে,
উচ্ছ্বাসিত মন ছুটে বেড়ায়  মুক্ত  বিহঙ্গে।
আধো আলো আধো আঁধারে
বসে আমি পৃথিবীর কোনো এক প্রান্তে   ,
আগামীর  পথচলার  বার্তায়  রাঙাতে  নিজেকে।
নব সূর্যের  আলোকিত  প্রভাতে
কতো  পাখপাখালি মিষ্টি  সুরে ডেকে
মেলবে  ডানা  আকাশের  নীলের  সমারোহে।
সৃষ্টির সেরা  আমি ধরণীর বুকে
তবু তোমার  মতো  সাধ্য কি আমার  বিচরণে।
গাছের ডালে মিষ্টি  সুরে  ডেকে ডেকে,
ছুটছো  যেথায়  খুশি  অবলীলাতে ।
 পৃথিবী  নতুন রূপে সাজবে
নতুন দিনের  নবীনের হাত ধরে ,
নতুন উদ্যমে নব নব  উদ্ভাবিত চমকে ।
আঁখিপটের  লালিত স্বপ্ন পূরণের প্রচেষ্টাতে,
প্রভুর দয়ায় পৌঁছাবে  নিজের লক্ষ্যে
বহুমন  আপন সত্ত্বা  পাবে খুঁজে  শৃঙ্খলের আবরণ ভেঙ্গে   ।
নবরূপে  নতুন  সাজে   হবে পদচারণা।
মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
শুভ নববর্ষ 2023

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *