ঈদ মোবারক ছড়া 2024
প্রিয় পাঠক বন্ধুরা আপনারা যারা ঈদ মোবারক করা খুঁজছেন তারা সঠিক জায়গায় এসেছেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ঈদের ছড়া নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে ঈদের খুশি এই ঈদে ছড়াগুলো তুলে নিতে পারবেন।
অনেকে আছেন যারা ঈদ সম্পর্কে ছড়া খুঁজে থাকেন। ঈদে আনন্দ শেয়ার করার জন্য। আরে সুন্দর সুন্দর ছড়া প্রিয় মানুষদের কাছে সেন্ড করে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে থাকেন। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ঈদের ছড়াগুলো উল্লেখ করেছি। আপনারা নিচে থেকে এই সোহাগ গুলো সংগ্রহ করে আপনাদের প্রিয় মানুষদের মাঝে ছড়িয়ে দিতে পারেন।
ঈদ মোবারক ছড়া 2024
মুসলমানের সবচেয়ে বড় একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে পবিত্র ঈদ। আরে ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই সকলে ঈদ মোবারক ছড়া প্রিয় মানুষদের কাছে পাঠাতে চান। তাহলে আসুন আপনারা নিচে থেকে ঈদ মোবারক ছড়াগুলো তুলে নিন।
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। ঈদ মোবারক।
ঈদ এলে হয় কত কেনা কাটা
নতুন পোশাক পরে ভুবন দেখা
ধনীদের গায়ে থাকে হাজার টাকা
গরীবের গায়ে সেই ছেরা ফাটা
ঈদের খুশিতে তবু নাই ভেদাভেদ
পারেনা দারিদ্র্য করতে বিচ্ছেদ
ছর ঘুরে ঈদুল আযহা
এলো আল্লাহর মহিমায়
সবাই আজ এক হব
ভেদাভেদ থাকবেনা দুনিয়া
ঈদের চাঁদের আনন্দের ভরা
আকাশ বাতাস মাতোয়ারা
ঈদের নামাজ শেষে সবাই
মিলবে ভাইয়ের গোলে ভাই
আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।
ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
* ঈদ মোবারাক *
চাঁদের আলো উঁকি দিল রাতের আসমানে
ঈদের খুশির বার্তা এলো আল্লহ পাকের জমিনে
খোদার রহমত বর্ষিত হলো বিশ্ববাসীর প্রাণে
ক্রোধ বিদ্বেষ দূর হয়ে যাবে ঈদের মহা মিলনে
ধনী গরিব আমির ফকিরে থাকবেনা ভেদাভেদ
এক হয়েযাবে সকল মানুষ থাকবেনা কোনো ক্ষেদ
** Eid Mubarak **
বরকতময় চাঁদনী এই রাত
সবার জীবনে অনে হায়াৎ
এসো সবাই ও মমিন ভাই
আনন্দে ভরা কাটাই এই রাত
সবার জন্য আজকে সবাই
দুহাত তুলে করি মোনাজাত
** Eid Mubarak **
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক