গরমকালে পোশাক পরার সময় মাথায় রাখুন এই ৭টি বিষয়
গরমকালে সবাই চিন্তিত থাকে কোন কাপড় পড়লে শরীরে তাপমাত্রা কমবে। কোন কাপড়ে আরামদায়ক হবে সেটা নিয়ে অনেকে চিন্তা করে। তাই সবাই চায় গরম তারকা পরে সাথে সাথে যেন তার জন্য আরাম থাকে। তাই এমন কাপড় পরিধান করতে হবে যেন আরামের সঙ্গে সঙ্গে সুন্দর দেখায়। আরে জন্য জানতে হবে আপনাকে কোন ধরনের কাপড় আপনার শরীরের আরাম এবং সুন্দর দেখাতে লাগে।
আপনারা হয়তো অনলাইন অনুসন্ধান করছেন কিরকম কাপড় আপনাকে গরমকালে পরিধান করলে ভালো আরামদায়ক লাগবে। আজকে আমি তাই আমার এই পোস্টটি নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা মনোযোগ সহকারে এই পোস্টটি করলে জানতে পারবেন কি ধরনের পোশাক পড়লে আপনাদের ভালো লাগবে এবং দেখতেও ভাল লাগবে। জানতে পারবেন গরম করে পোশাক পরার সময় সাতটি বিষয় লক্ষ্য রাখতে হবে।
মেটারিয়াল
আপনি প্রথমে সেগুলি পোশাক তৈরি করুন যেগুলো আপনাকে করতে সবচেয়ে বেশি ভালো লাগবে এবং শরীর আরাম পাবে। আপনি সেই ধরণের পোষাক পরিধান করুন যে পোশাকে আপনাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে। আপনি সব সময় চেষ্টা করবে সেই সব পণ্য দিয়ে আপনার পোশাকটি তৈরি করতে।
কটন বা সুতি
আপনার কি গরমের জন্য প্রথমে চিন্তা করতে হবে কটন বা সুতি এদুটো উপাদানের চেয়ে আপনাকে আর কোন পোশাক দেবেনা। তাই আপনাকে এই কটন বাসুতি প্রধান দিয়ে পোশাক তৈরি করতে হবে। কেননা সুতি খুবই হালকা হয় এবং এটি সুতার তৈরি তাই এর ভিতর দিয়ে সহজেই বাতাস ঢুকতে পারে। এজন্য আপনাকে অবশ্যই সুতি শাড়ি বা পুরুষরা কটনের প্যান্ট পড়লে গরমে বেশ আরাম পাবেন।
খাদি
খাদিম মেটারিয়াল হিসেবেও খুব ভালো। এই খাদ্য উপাদান টি হচ্ছে কটনের মত যেটি খুব সহজেই হ্যান্ডেল করা যায়। তাই আপনি গরমকালে হাত দিয়ে উপাদান দিও পোশাক তৈরি করতে পারেন। এক হাত দিয়ে এমন একটি উপাদান যা শরীরে ঘাম খুব সহজেই শুষে নিয়ে এবং শরীরের ঘাম বসে যায় না।
লন ক্লোথ
লন ক্লোথ হচ্ছে সফট এবং লাইনের আর কটন এর সংমিশ্রণে তৈরি। একটি হালকা ওজনের ফেব্রিক্স দিয়ে তৈরি। এর ভিতর কটন আছে বলে এটি হাল্কা ও নরম হয়। এজন্য গরমকালে এই পোশাকটি পড়লে আপনার তাপ সেনা নিয়ে বরং প্রতিফলিত করবে আর গরম কম লাগবে।
ফ্রেস্কো
এই ফ্রেস্কো মেটিরিয়াল টা হচ্ছে একটু ট্রান্সপারেন্ট এবং খুব হালকা। তাই এর ওজন হালকা হয় বলে শরীরে গরম খুব কম লাগে। এটি ঠাণ্ডা হলেও কিন্তু মজার বিষয় হচ্ছে এর ট্রেন্ডি লুক আছে।
সারসাকার
এটিও কিছুটা ফ্রেস্কো উপাদানের মত এর ভিতরেও খুব হালকা এবং শুটিং লুক আছে। আর এ জন্যই সারসাকার গরমের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রেয়ন
জেওন এমন একটি উপাদান যা একটি নরম ফেব্রিক। এটা মানুষের তৈরি ফেব্রিক তাই কিছু নির্দিষ্ট উপাদান দিয়ে এটি তৈরি করে। তাই এ ধরনের পোশাক পরলে শরীরে বাইরের আবহাওয়া প্রবেশ করতে পারে।
লাইনেন
ফ্লাক্স প্লান্ট থেকে এই লাইনের উপাদানটি একটি ন্যাশনাল ফেব্রিক দ্বারা তৈরি হয়ে থাকে। তাই এটি খুব আরামদায়ক হয় এবং খুব সুদি টেক্সচারের হয়ে থাকে। এটি আপনি যদি হাতের মুঠে তাহলে গরমে খুবই আরাম পাবেন।
রঙ
আপনি যদি গরমে সূর্যের আলো বেশি শুষে নেয় এরকম কাপড় পড়ে থাকেন তাহলে দেখবেন গরম বেশি লাগবে। তাই কাপড় পরিধান করার আগে জেনে নিন কি ধরনের রংয়ের পোশাক ফলে আপনার শরীরে গরম কম লাগবে।
কোন কোন রঙ ভালো
- হাল্কার ওপর যে রঙ হয়, যেমন সাদা, হাল্কা সবুজ, হাল্কা বেগুনি, হলুদের নানান শেড খুবই ভাল এই গরমে পরার জন্য।
- বিশেষ করে সাদা আর হলুদ হল গরমের পারফেক্ট কালার। আগেই বলেছি এই রঙ সূর্যের আলো কম শুষে নেয়, বেশির ভাগ অংশ প্রতিফলিত করে। তাই শরীর ঠাণ্ডা থাকার পাশাপাশি এই রঙের পোশাক অনেক বেশি উজ্জ্বলও লাগে। তাই গরমে এই ধরণের রঙ ব্যবহার করুন।
কোন কোন রঙ পড়বেন না
আপনি গরমে এমন কাপড় পরিধান করুন যেগুলো সূর্যের আলো প্রতিফলিত করবে। এমন কাপড় পরিধান করবেন না যেগুলো সূর্যের আলোয় এমনিতে শুষে নেয়। তাই কাল, গারো ,নীল ,মেজেন্ডা এই ধরনের রঙ বাদ দিন।