Skip to content
Home » চোখ নিয়ে কবিতা। মায়াবী চোখ নিয়ে রোমান্টিক কবিতা

চোখ নিয়ে কবিতা। মায়াবী চোখ নিয়ে রোমান্টিক কবিতা

চোখ নিয়ে কবিতা

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমরা আপনাদের জন্য আলোচনা করব নতুন একটি আর্টিকেল নতুন একটি বিষয় নিয়ে আজকে আমরা চোখ নিয়ে কিছু কবিতা প্রকাশ করব আপনাদের মাঝে যেগুলো আপনাদের সবার ভালো লাগবে। কেননা প্রতিদিন অসংখ্য মানুষ এই বিষয়টি নিয়ে অনলাইন অনুসন্ধান করে থাকে। চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটি ছাড়া মানুষ চলতে পারে না পৃথিবীর অপরূপ সৌন্দর্য এই চোখ দিয়ে মানুষ দেখে থাকে।

এই চোখ সম্পর্কে বিভিন্ন উক্তি কর্তার ছন্দ গান ও কবিতা রয়েছে এ বিষয়গুলোর মধ্যে আমরা আজকে আপনাদের মধ্যে আলোচনা করব চোখ নিয়ে কবিতা ও মায়াবী চোখ নিয়ে রোমান্টিক কবিতা। যারা কবিতা পড়তে ভালোবাসেন। ছাত্র জীবন থেকে কর্মজীবন সকল ক্ষেত্রেই এরা সুযোগ পেলে কিংবা কবিতার বই হাতে পেলে কবিতা পড়তে পছন্দ করেন। এমন ব্যক্তিরা আজকে আমাদের এই আর্টিকেলটি থেকে কবিতা পড়তে পারবেন এবং সংগ্রহ করে তাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারবেন।

অনেকে চোখের প্রেমে পড়েন অনেক মেয়েদের চোখ এতটাই সুন্দর থাকে যে তাদের নিয়ে কবিরা অনেক গান কবিতা এসব লিখে থাকেন।আমরা বেশ কিছু জনপ্রিয় চোখ এর বিষয়টি উল্লেখ করে দেখেছি এর মধ্যে একটি হল চোখে চোখে কত কথা মুখে কেন বলো না। আজকে আমরা এ ধরনের অনেক কবিতা আমাদের এই আর্টিকেলটিতে শেয়ার করব।

চোখ নিয়ে কবিতা

বর্তমান সময়ের কবি গুলো বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে আজকে আমরা সেই লেখালেখি থেকে চোখ নিয়ে কিছু কবিতা উল্লেখ করেছি। আপনারা যারা সুন্দর চোখ নিয়ে কবিতা অনলাইন অনুসন্ধান করছেন তারা আমাদের এই আর্টিকেলটি থেকে সুন্দর সুন্দর কবিতা তুলে নিতে পারবেন। আপনারা যারা চোখ নিয়ে কবিতা সম্পর্কে জানত আগুনে কিংবা চোখ নিয়ে লেখা কবিতাগুলো করতে ইচ্ছুক তারা আমাদের এখান থেকে চোখ নিয়ে বিভিন্ন কবিতা ডাউনলোড করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং মূল্যায়নগুলো স্ট্যাটাস হিসেবে ব্যবহার করুন।।

প্রেমাতুর নেত্র
নেত্র তাহার কাজল কালো, টানা টানা আখি
মায়াবীনি তনয়াটারে চোখের তারায় রাখি।
দৃষ্টিতে প্রেম ঝরে, হাসিতে স্নিগ্ধতা
যতই দেখি তারে, ঘিরে ধরে মুগ্ধতা।

চঞ্চলা হরিনী- চোক্ষেতে কামনা
তার হতে দূরে থাকা, সে তো বড় যাতনা!
পড়েছি প্রেমে আমি গভীর ঐ দৃষ্টিতে
এমন মোহময়ী আর নেই সৃষ্টিতে।

সঞ্চারিনী ভেবে করো নাকো ভুল
এ প্রেম পেতে ঠিক হবে ব্যাকুল,
স্বর্গের অপ্সরাও মেনে যাবে হার
ও চোখের প্রেমেতে পড়বো বারংবার।

অভিমানী দৃষ্টি
দৃষ্টি দিয়ে দংশিবে হায়, মতি বোঝা দায়-
চোক্ষে যেন অগ্নি ঝরে- কি করিবো হায়!
অভিমান-অনুযোগের মিশেল চোখের পাতায়,
তল হারিয়ে ঠাই না পায় চোখের গভীরতায়।

মায়ার বদলে সেথায় দেখি ক্রোধের তরী
তবুও চোখে জল জমেছে, যেন ঝরবে অশ্রুবারী!
অব্যক্ত কথারা বুঝি ভাসে চোখের কোনে,
নির্লিপ্ততা গেলেও দেখা মনটা সবই জানে।

ক্রোধান্বিত চোখের পানে তাকিয়ে থাকা দায়,
উদাসী চাহনীতে ঠিকই তোমায় জড়ায়;
চোখের ভাষা ঐ হৃদয়ের আরশি,
হেথায় কোন কপটতা নেই, অক্ষি দুঃসাহসি।

কবিতা-৩
প্রিয়র অপেক্ষায়
অক্ষিতে অশ্রুর সঞ্চার ঘটে রোজ,
হিয়া বোঝে না প্রিয়- কোথা পাই খোঁজ?
নয়নে নয়নে বাধা সে প্রনয় বাধন-
আনন্দ বদলে আজ হয়েছে রোদন!

চোখের গভীরতা মিছে কভু হয়?
হে প্রিয় এসো ফিরে, লাগে বড় ভয়।
দিকবিদিকশুন্য আজ চঞ্চল সে চোখ,
আখি আজও নেশাতুর তোমাতেই ঝোঁক।

কেন ফেলে গেলে চলে, হলে চোখের আড়াল?
অনুভূতির ব্যবচ্ছেদ করে ধারালো করাল!
চক্ষু মুদিলে আজও ভাসে সব স্মৃতি,
যেখানেই রও প্রিয় নিও মোর প্রীতি।

দুঃসাহসী প্রেমিক
শোনো হে শোনো কামিনী-
ও মায়বী চোখের অধিকারীনি-
জেনে নিও ডুবতে চাই আমি ঐ চোখে
দুঃসাহস কার মোরে রুখে?

কাজল কালো রেখো তোমার ঐ আখি,
ভুলেও দিও না মোরে ফাঁকি।
তুমি যে নীল নয়না,
তোমাকে না পাবার আছে বড় যাতনা।

ও চোখের গভীরতায় দিবো আমি ডুব,
হৃদয়ের প্রতিচ্ছবি দেখা হবে খুব।
নয়নে নয়ন রাখো রূপসী-
প্রনয়ের ডোরে বাধবো তোমায়, করবো প্রেয়সী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *