Skip to content
Home » ছাত্র জীবন নিয়ে উক্তি, ফেসবুক স্ট্যাটাস ও কবিতা

ছাত্র জীবন নিয়ে উক্তি, ফেসবুক স্ট্যাটাস ও কবিতা

ছাত্র জীবন নিয়ে উক্তি, ফেসবুক স্ট্যাটাস ও কবিতা

কথায় আছে,ছাত্র জীবন সুখের জীবন, যদি না আসে এক্সামিনেশন। ছাত্র জীবনটা সবারই জীবনে একটি গুরুত্বপূর্ণ জীবন। যে জীবনটা মানুষের অত্যাধিক ভালোই কাটে। বন্ধু-বান্ধব কে নিয়ে সে জীবনটা একদম অন্যরকম জীবন হিসেবে বলা যায়। কিন্তু সে জীবনটা একবার চলে গেলে আর ফিরে আসে না। সে জীবনে হাসি গান ঠাট্টা পর্বতে মনে পড়লে সবাই তা মিস করে ফেলে।

আর আমরা আজকে আপনাদের জন্য আলোচনা করব সেই ছাত্র জীবন নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে। আপনারা যারা ছাত্র জীবন নিয়ে উক্তি ফেসবুকে স্ট্যাটাস ও ক্যাপশন খুঁজছেন তারা আমার এই পোস্টটি থেকে নিতে পারবেন। অনেকেই আছে যারা অনলাইন অনুসন্ধান করে যাচ্ছে ছাত্রজীবন নিয়ে উক্তির জন্য কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাননি সেরকমই পাঠকদের জন্য আমরা আমাদের এই পোস্টটি নিয়ে এসেছে।

ছাত্র জীবন নিয়ে উক্তি

আপনারা যারা অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন ছাত্র জীবন নিয়ে উক্তি খোঁজার জন্য। তারা খুব সহজে আমার এই পোস্টটি থেকে ছাত্র জীবন নিয়ে উক্তি সংগ্রহ করতে পারবেন। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছাত্রজীবন নিয়ে উক্তি। বিভিন্নজন বিভিন্ন ভাবে ছাত্র জীবন নিয়ে উক্তি প্রদান করেছেন নিচে তার কতগুলো উল্লেখ করা হলো।

১. একজন ছাত্রের জন্য তার ছাত্র জীবনের প্রতিটা ঘটনাই হলো এক একটা পরীক্ষা।
— কার্ল্ফ্রাইড গ্রাফ ডার্ক্ষেইম

২. ছাত্র জীবন হলো সোনালী সময় যে সময়ে সোনার কোনো দরকারই পড়ে না।
— আলকা টিওয়ারি

৩. সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার এক সামস্টিক ফলাফল যার শুরুটা ছাত্রজীবনেই।
— রবার্ট কোলিয়ার৪. ছাত্রজীবন হলো তোমার জীবনের বীজ, এটাকে ভালোভাবে বপন করতে হবে।
— প্রবাদ

৫. সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকো পূর্ণতার কিংবা সবচেয়ে ভালোর জন্য নয়।
— সংগৃহীত

৬. ছাত্রজীবনের কোনো শেষ নেই যতদিন পারো শিখে যাও তাহলেই জীবনের মানে খুজে পাবে।
— হেনরি এল. ডোবার্টি

ছাত্র জীবন নিয়ে ফেসবুক স্ট্যাটাস

অনেকে আছেন যারা ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। কিবা ফেসবুক থেকে স্ট্যাটাস তুলে পড়তে খুব ভালোবাসেন। আজকে আমার পোস্টটিতে ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমি হাজির হয়েছি। আর আমার আজকের পোষ্টের আলোচ্য বিষয় হচ্ছে ছাত্রজীবন নিয়ে ফেসবুক স্ট্যাটাস। আপনারা যারা ছাত্র জীবন নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিতে চান তারা এখান থেকে তুলে আপনার নিজ আইডিতে দিতে পারবেন।

১. তুমি একজন ছাত্রকে একদিনের জন্য কোনো কিছু শিখিয়ে দিতে পারবে তবে তুমি যদি তার কৌতূহল সৃষ্টির মাধ্যমে কোনো কিছু শেখাতে পারো তবে সে সেই মাধ্যমকে সারা জীবন কাজে লাগাতে পারবে।
— ক্লে পি. বেডফোর্ড

২. ছাত্রদেরকে আমি বলতে চাই, জীবন হলো একটা বহুনির্বাচনি তবে শেষে গিয়ে তোমাকে এক বর্নণামূলক প্রশ্নের সম্মুখীন হতেই হবে।
— রবার্ট ব্রোল্ট

৩. ছাত্র জীবন হলো এক সোনালী জীবন এই জীবনকে কখনোই ভুলে যেও না।
— সংগৃহীত

৪. ছাত্রদের জন্য দরজা খুলে দেওয়া শিক্ষকদের দায়িত্ব এবং এতে প্রবেশ করা হলো ছাত্রের দায়িত্ব।
— চীনা প্রবাদ

৫. ছাত্রদের মনে করিয়ে দাও তারা যেন তাদের সীমিততার লক্ষ না করে বরং চেষ্টা করে যায়।
— সংগৃহীত

ছাত্র জীবন নিয়ে ক্যাপশন

অনেকে আছেন যারা ক্যাপশন দিতে ভালোবাসেন। আর এজন্য খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ক্যাপশন তৈরি করে ফেসবুকে তুলে দেন। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছাত্র জীবন নিয়ে ক্যাপশন।

১. আপনি যখন কাউকে শেখাচ্ছেন তখন মোটেও ভুলে যাবেন না আপনিও একজন ছাত্র ছিলেন।
— জেরি কর্সটেন

২. রাষ্ট্রের শ্রেষ্ঠ মস্তিষ্কের মানুষ গুলোকে ক্লাসের শেষ বেঞ্চিতেই পাওয়া যায়।
— এপিজে আবুল কালাম আজাদ

৩. প্রত্যেকেই মেধাবী তবে যদি তুমি মাছকে গাছে চড়তে বলো তাহলে সারাজীবনই সে নিজেকে গাধা ভাববে।
— আলবার্ট আইন্সটাইন

৪. সাফল্য হলো ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে পাড়ি জমানো পূর্ণ উদ্দম নিয়ে।
— উইন্সটন চার্চিল

৫. প্রস্তুতির জন্য হেরে যাওয়া মানে, হেরে যাওয়ার প্রস্তুতি নেয়া।
— বেঞ্জামিন ফ্রাংকলিন

ছাত্র জীবন নিয়ে কবিতা

ছাত্র জীবন নিয়ে কবিতা অনেক কবিরাই লিখে গেছেন। আপনারা যারা কবিতা পড়তে ভালোবাসেন তাদের জন্য আমি আমার এই পোস্টটিতে ছাত্র জীবন নিয়ে কবিতা উল্লেখ করেছি। আপনার এখান থেকে ছাত্র জীবন নিয়ে কবিতা তুলে পড়তে কিংবা ফেসবুকে দিতে পারেন।

ছাত্র জীবন।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)

ছাত্রজীবন আনন্দে ভরা জীবন
বয়ে আনে সার্থকতার আচ্ছাদন।
আচার-ব্যবহার রাখতে হবে ঠিক,
ফুটিয়ে তুলতে হবে নিজের উজ্বল দিক।

এ জীবনে অলসতাকে করতে হবে বর্জন
জ্ঞানের সাগরে করতে হবে অবগহণ।
করা যাবেনা বিনা কারণে বিতর্ক,
নিজের লক্ষ নিয়ে হতে হবে সতর্ক।

মন কে রাখতে হবে সচ্ছল,
লক্ষে থাকতে হবে অবিচল।

ছাত্র জীবন
– মোঃ এনামুল ইসলাম

ছাত্র জীবন এক অন্য ভুবন,
চলতে চাই নিজের মতোন।
হয় না চলা, নিজের ইচ্ছায়,
চলতে হয়, বাবা-মায়ের কথায়।
ক্লাসে স্যারের বকা, ম্যামের ঝারি,
বাসায় এলে, মা বলে পড়তে বসো তাড়াতাড়ি।
একদিন যদি, বাসার কাজ না করি,
সবার সামনে রাখবে দাঁড়ায় কান ধরি।
বন্ধুদের সাথে বাজি ধরা,
হেরে গেলে, লাগবে ঝগড়া।
টিফিন টাইমে পালাতে হবে,
বই, সে তো বন্ধু নিয়ে যাবে।
ধরা যদি, পড়ে পাছে,
বিচার চলে যায়, হেডস্যারের কাছে।
বাবা-মাকে আনবে ডেকে,
বলবে সন্তান গেছে বখে।
সময় এখনো অনেক আছে,
সন্তানকে রাখেন নিজের কাছে।
ভালো ফলাফল আসবে শেষে,
যদি সে, নিয়মিত পড়তে বসে।
শুরু হবে, বাবা-মায়ের কড়া শাসন,
খেলা-ধুলায় থাকবে বারণ।
চোখে চোখে রাখবে তখন,
শুধু পড়ার কথা বলবে এখন।
পড়ালেখা আর পড়ালেখা
সাথে আছে, স্যার ম্যামের উপদেশ আর ঝাড়ি,
বাবা-মায়ের আদরের শাসন
সব মিলিয়ে, মধুময় ছাত্র জীবন।

হারানো ছাত্র জীবন
– মেহবুবা পারভিন

ছাত্র জীবন মধুর স্বপন।
রাখতে হবে যতন।
ছাত্র জীবন সুখের নয়।
কষ্ট করে পড়তে হয়।
কষ্ট যদি সফল হয়,
বাকি জীবন সুখের হয়।
তাই ছাত্রজীবন শ্রেষ্ঠ জীবন।
সময় থাকিতে করো অধ্যায়ন।
পূর্ণিমার চাঁদ আসে বারে বার।
ছাত্র জীবন চলে গেলে আসে না আর।
আমার জীবনে সবচাইতে প্রিয় ছাত্র জীবন।
আমি ভুলিব না মরণেও এজীবন।
তাই আজ ও নিরবে বসে খুব মিস করি সেই জীবন।
মনে হয় স্কুল শিক্ষকরা আজও যদি দিত আমায় এডমিশন।
ছাত্র জীবনের পূর্ণ স্বাদ উপভোগ করে করিতাম অধ্যায়ন।
কবে হারালাম এ জীবন ভেবে পাইনা এখন।
কেন ভুলতে পারিনা সেই ছাত্র জীবনের মধুর স্বপন।
কবে কোন কোয়াশার মাঝে হারালাম সেই জীবন।
আজ ও আমি অপেক্ষায় আছি,
কখন ও কী ফিরবে সেই হারানো ছাত্র জীবন।

সর্বশেষ কথা

অবশেষে বলতে চাই এই ছাত্র জীবনটা একটি অন্যরকম জীবন। সে জীবনের কথা কেউই ভুলতে পারেনা। কিন্তু পরবর্তীতে সে জীবনটাকে মিস করা ছাড়া আর সে জীবনটা ফিরে আসে না। আজকে আপনাদের যদি আমার এই পোস্টটি ভাল লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *