Skip to content
Home » নতুন বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা বার্তা

নতুন বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা বার্তা

নতুন বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা বার্তা

কিছু পাঠক বন্ধুরা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা বার্তা সম্পর্কিত একটি আলোচনা নিয়ে। আপনারা যারা নতুন বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা বার্তা খুঁজছেন তারা আমাদের এই ওয়েবসাইটটিতে থেকে শেয়ার করতে পারেন। কেননা প্রতিদিন নতুন কাজের শুরুতে বা নতুন জীবনের বা নতুন অধ্যায়ের শুরুতে আমরা সকলকে তাদের নতুন জীবনের অধ্যায় বা নতুন কাজটিকে শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়ে থাকি। ঠিক তেমনি নববিবাহিত দম্পতিকেও অনেকে শুভেচ্ছা বার্তা জানিয়ে থাকে। আপনারা যারা নতুন বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানার জন্য বার্তাগুলো সম্পর্কে অনুসন্ধান করে যাচ্ছেন তারা আমাদের এই আর্টিকেল থেকে সংগ্রহ করুন।

বিয়ে একটি পবিত্র বন্ধন যা আল্লাহতালা নিজেই সৃষ্টি করে দিয়েছেন। যার কারণে প্রতিটি মানুষ এ বন্ধন দিতে আবদ্ধ হয়ে থাকে। বিয়ের মাধ্যমে নতুন একটি সম্পর্ক তৈরি করা হয়। আর এই সম্পর্কে কি নাম হচ্ছে স্বামী ও স্ত্রী। স্বামী স্ত্রীর একটি পবিত্র বন্ধন। একে আত্মার সম্পর্কে বর্ধিত। আর নতুন বিবাহের পর এই নতুন দম্পতিকে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়ে থাকে। আজকে আমরা আমাদের আর্টিকেলটিতে সেরকমই কিছু শুভেচ্ছা বার্তা দিয়ে উপস্থিত হয়েছি।

নতুন বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা বার্তা

নবদম্পতিদের কে তাদের নতুন জীবনের বিভিন্ন রকম ভাবে শুভেচ্ছা জানিয়ে থাকে। অনেকেই দম্পতির জন্য বিভিন্ন রিসিপশন অনুষ্ঠান বা পার্টির আয়োজন করে থাকে আবার অনেককে ঘরে বসেই নব দম্পতিকে শুভেচ্ছা জানাই। অনেকে আছে সোশ্যাল মিডিয়ায় নব দম্পতির নামে শুভেচ্ছা জ্ঞাপন করে। আপনারা যারা নতুন বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা বার্তা দিতে চান তারা আমাদের আর্টিকেলটি থেকে সংগ্রহ করে নিন।

  • বিষাদের কালো মেঘ যেন তোমাদের কখনো না ছুঁতে পারে নবদম্পতি! শুভেচ্ছা রইল। বিবাহিত জীবন আনন্দে কাটাও, ছন্দময় হয়ে উঠুক তোমাদের জীবন।
  • তোমরা দু’জনই-দু’জনের জন্য আশির্বাদ স্বরূপ। শুধুমাত্র একে অন্যের জন্য নয়। বরং সকলের জন্য। নতুন জীবনের জন্য তাই অনেক অনেক শুভ কামনা।
  • তোমাদের বিয়েতে উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তো কি হয়েছে! দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি, অনেক সুখী হও।
  • বিয়ে শুধু করলেই হবে না; তাকে পুরো জীবন ধরে বয়ে নিয়ে চলার, তাকে টিকিয়ে রাখার পুরো দায়িত্ব তোমাদের দুজনের উপর বর্তায়। আমার শুভকামনা রইলো তোমাদের প্রতি।
  • আমাদের আশীর্বাদী হাত সব সময় তোমাদের মাথার উপর থাকবে। চিন্তা করো না। পিছনে ফিরে তাকিওনা। নবদম্পতিরা, তোমরা সামনে এগিয়ে চলো।
  • বিবাহের শুভ রং তোমাদের জীবনকে রাঙিয়ে দিক, তোমাদের জীবন আরো মধুময় হোক! সব সময় একসাথে হাতে হাত রেখে পাশাপাশি চলো। এই কামনাই থাকলো তোমাদের প্রতি সব সময়!
  • বিয়ের মত এত সুখময় আর স্বর্গীয় একটা সম্পর্কে জড়িয়েছো নিজেকে। কারো যেন কু- নজর না লাগে, সেদিকে লক্ষ্য রেখো। সুখে থেকো।
  • বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে-কলমে সাইন নয়; বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুটি পরিবারের মেলবন্ধন। সুখী হও তোমরা দুজন, এই কামনা করি।
  • জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন।
  • শুধু স্বামী-স্ত্রী নয়, দুজন দুজনের বন্ধু হয়ে থেকো। একে অপরকে বুঝতে শেখো, একে অপরকে বিশ্বাস করো সব সময়। অন্যের কথায় কান দিয়ে সম্পর্কে অবিশ্বাস বয়ে এনো না। এবং সবশেষে জানাই ভালো থেকো অনেক।
  • তোমরা একে অপরের হাত ধরে এই বৈবাহিক দাম্পত্য জীবন সুখে কাটিয়ে দাও, এই কামনা করি।
  • তোমরা একে অন্যের জন্য একদম পারফেক্ট ম্যাচ! তোমাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল।
  • আকাশের জন্য-নীলিমা, চাঁদের জন্য-পূর্নিমা,পাহাড়ের জন্য-ঝর্না,নদীর জন্য-মোহনা,আর তোমাদের জন্য-রইলো “শুভ কামনা
  • বিবাহের এই পবিত্র সম্পর্কে তোমার প্রবেশ করতে চলেছো। আর দৃঢ় বিশ্বাস জগতের সমস্ত সুখে ভরে উঠবে তোমাদের সংসার। তোমাদের জন্য রইলো শুভ বিবাহের অনেক অভিনন্দন।
  • প্রিয় ব্যক্তির সাথে জীবনের সবথেকে মূল্যবান অধ্যায়ের শুরু হলো তোমাদের বিবাহের মাধ্যমে। আজ এই পবিত্রক্ষনে তোমাদের জানায় শুভ বিবাহের অনেক অনেক অভিনন্দন।
  • আমার জীবনের দেখার সবথেকে রোমান্টিক জুটির জন্য রইলো শুভ বিবাহের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
  • তোমাদের এই ভালোবাসা দিনে দিনে আরো চলুক বেড়ে। চিরকাল একে ওপরের হাত ধরে থাকে ঠিক আজকের দিনটির মত। শুভ বিবাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *