Skip to content
Home » নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

নীলসাগর এক্সপ্রেস

আপনারা যারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানতে চান, কিংবা এর জন্য যাতায়াত করতে চান তাহলে জেনে নিন আমার আজকের এই পোস্টটি থেকে ট্রেনের সময়সূচী এবং ট্রেনের সুযোগ সুবিধা। ট্রেনটি প্রথম দিকে ২০০৭ সালে নীলফামারী থেকে ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করত। কিন্তু পরবর্তীতে একটি শিলাহাটী থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত যাতায়াত শুরু করল ২০১৫ সালে।

যারা এই ট্রেনটিতে যাতায়াত করতে চান তাদের সুবিধার্থে আমি এই ট্রেনে সময়সূচী আমার এই পোস্টটিতে আজকে উল্লেখ করেছি। অনেকে আসছেন নীলসাগর এক্সপ্রেস রেন্ডি তে যাতায়াত করতে চান কিন্তু ঠিক কোন জায়গা থেকে কোন সময়ে ট্রেনটি ছেড়ে সেটা বলতে পারেন না। আমি তাদের জন্যই আজকে আমার এই পোস্টটি লিখেছি।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

নীলসাগর এক্সপ্রেস ট্রেন নিয়ে যাত্রীদের জন্য আমি নিচে একটি ছকের মাধ্যমে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উল্লেখ করেছি। আপনারা খুব সহজে এখান থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জানতে পারবেন। আর সময়সূচি জানতে হলে শেষ পর্যন্ত আমার এই পোস্টটি ভাল করে পড়তে হবে।

এবার জেনে নেয়া যাক নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির পুরো সময়সূচী, এটি কোথায় কখন ছাড়বে, এবং কোথায় কখন পৌঁছাবে ও ছুটির দিনগুলো :

ঢাকা টু চিলাহাটি ছাড়ার সময় 6:40 মিনিট এবং পৌঁছায় 15:05 মিনিটে, সপ্তাহে একদিন ছুটি আর সেটি হল সোমবার । চিলাহাটি টু ঢাকা ছাড়ার সময় 20 টা 00 মিনিট এবং পৌছানোর সময় 5:30 মিনিট, সপ্তাহে একদিন ছুটি সেটি হচ্ছে রবিবার।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

প্রতিটা ট্রেনের মাঝখানে বিরতি থাকে। ঠিক তেমনি নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির মাঝখানে বিরতি রয়েছে। নেশাগর এক্সপ্রেস ট্রেনের কোন সময়ে বিরতি এবং শেষ সময়সূচি টি জায়গার নাম আমি আমারে সাইটটিতে উল্লেখ করেছি।

বিরতি স্টেশন নাম চিলাহাটি থেকে (৭৬৬) ঢাকা থেকে (৭৬৫)
ডোমার ২০ঃ২১ ১৫ঃ২৪
নীলফামারী ২০ঃ৩৯ ১৫ঃ০৫
সৈয়দপুর ২১ঃ০৩ ১৪ঃ৪২
পার্বতীপুর ২১ঃ৪০ ১৪ঃ১৫
ফুলবাড়ি ২২ঃ০০ ১৫ঃ৫০
বিরামপুর ২২ঃ১৪ ১৩ঃ৩৬
জয়পুরহাট ২২ঃ৪৫ ১৩ঃ০৪
আক্কেলপুর ২৩ঃ০১ ১২ঃ৪০
সান্তাহার ২৩ঃ৩০ ১২ঃ১৫
আহসানগঞ্জ ২৩ঃ৪৫ ১১ঃ৪০
নাটোর ০০ঃ৩৩ ১১ঃ১৬
মুলাডুলি ০১ঃ৪৫ ১০ঃ৩৯
বঙ্গবন্ধু সেতু ০৩ঃ১০ ০৯ঃ০০
জয়দেবপুর ০৪ঃ২৭ ০৭ঃ৩৩
বিমান বন্দর ০৪ঃ৫৩ ০৭ঃ০৭

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

অনেকে আছেন যারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া জানেন না। আরে এর ভাড়া জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকেন। তাদের সুবিধার্থে আমি আমার এই পোস্টটি লিখেছি। যেখান থেকে খুব সহজে ই নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা পেয়ে যাবেন।

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ৩৬০ টাকা
শোভন চেয়ার ৪৩৫ টাকা
প্রথম সিট ৫৭৫  টাকা
প্রথম বার্থ ৮৬৫ টাকা
স্নিগ্ধা ৭২০ টাকা
এসি বার্থ ১২৯৫ টাকা

নীলসাগর এক্সপ্রেস যোগাযোগ

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যোগাযোগ কিভাবে করবেন সেটা আমি এখান থেকে জানিয়ে দিতে পারবো। অনেকেই আছে যারা অনলাইনে টিকিট কেটে রাখে। আমি তাদের জন্য এই যোগাযোগের ঠিকানাটি উল্লেখ করলাম।

কমলাপুর রেলওয়ে স্টেশন ফোন নাম্বার 935 8634, 9331822
মোবাইল নাম্বার 01711 69 1612
বিমানবন্দর স্টেশন নাম্বার
1924 239

খাবারের ব্যবস্থা

প্রতিটা ট্রেনের দিয়ে খাবারের ব্যবস্থা আছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতেও ঠিক তেমনি খাবারের ব্যবস্থা আছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে একটি ক্যান্টিনের ব্যবস্থা আছে যেখান থেকে আপনি সব ধরনের খাবার পেতে পারেন।

আজকের এই পোস্টটি থেকে আপনারা যদি ভালো কিছু পেয়ে থাকেন বা আপনার কোন কাজে লাগে তাহলে আপনি অন্যদের সাথে আমার এই পোস্টটি শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *