প্রেম ভাঙার কবিতা ।হৃদয় ভাঙ্গা কবিতা
প্রিয় পাঠক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন প্রেম ভাঙার কবিতা ও হৃদয় ভাঙ্গা কবিতা জানার জন্য। আজকে আমি আমার এ আর্টিকেল টিতে প্রেমের কবিতা ও হৃদয় ভাঙ্গা কবিতা নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা প্রেম ভাঙার হৃদয় ভাঙ্গা কবিতা অনুসন্ধান করছেন তাদেরকে আমার এই আর্টিকেলটিতে স্বাগতম। হয়তবা আপনাদের কারো সাথে প্রেম ছিল সেটা ব্রেকআপ হয়ে গেছে তাই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এ প্রেম ভাঙ্গা কবিতা উপহার কবিতা খুঁজছেন। আপনারা নিজে থেকে কবিতাগুলো সংগ্রহ করতে পারেন
এই বর্ষায়
মোঃ সুজন আলী
এবারের বর্ষায় বর্ষণ হবে
বিলে ফোটবে পদ্ম ফুল
আমি দুটো নীল পদ্ম দিয়ে
বেঁধে দেব তোমার চুল
নানান রঙের নকশী ফুলে
সাজবে নদী কূল
তাহার থেকে দুটো নিয়ে
পরিয়ে দেব দুল
আমি তোর উঠানে আসব
সকাল কিংবা দুপুর
পা দুখানি এগিয়ে দিও
পরিয়ে দেব নূপুর
রক্ত রাঙা মেহেদি দিয়ে
লেপে দেব ঠোঁট
অভিমান তুমি করো না যেন
পাও যদি কোন চোট
প্রেম ভাঙার কবিতা
“ভাঙা হৃদয়”
“”””””””””””
আজ কোনো নালিশ নেই
নেই আর কোনো অভিযোগ,
ভালোবাসা মানেই হলো
এক বিরাট বড়ো দুর্যোগ।
কিসের এত ঔদ্ধত্য তোমার,
কিসের এত দর্প,,
বুঝলে না গো বুঝলে না
ভালোবাসার মর্ম!!
দৌরাত্যের এই দুনিয়ায় সত্য প্রেম আজ
বড়ই ফিকে,
ঔচিত্যের এই লড়াইয়ে আমি
থাকলাম না আর টিকে…
সোহাগের মায়া এখনই দেবো বিসর্জন
ভাঙা হৃদয়ও আজ থেকে হবে মনোরম।।