Skip to content
Home » বিয়ের কসমেটিক্স এর তালিকা

বিয়ের কসমেটিক্স এর তালিকা

বিয়ের কসমেটিক্স এর তালিকা

প্রিয় পাঠক বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় একটি আর্টিকেল নিয়ে এসেছি। আমাদের আজকে এই আর্টিকেলটি হচ্ছে বিয়ের কসমেটিক এর তালিকা সম্পর্কিত একটি আর্টিকেল। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে বিয়ের জন্য সমস্ত কসমেটিকের তালিকা গুলো আপনাদের মাঝে প্রকাশ করব। অনেকে আছেন যারা ছেলেমেয়েদের বিয়ের লাগান কিন্তু কি কসমেটিক কিনবেন তা ভেবে পান না। দেখা যাচ্ছে একটা জিনিস কিনলে আরেকটা জিনিস বাদ পড়ে যাচ্ছে পরে আবার ওই জিনিসটা কেনার জন্য বাজারে যেতে হচ্ছে কিংবা অনলাইনে অর্ডার করতে হচ্ছে। তাই তাদের কথা চিন্তা করে আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে বিয়ের কসমেটিক এর একটি তালিকা তুলে ধরেছি।

বিয়ের প্রতিটি মানুষের জীবনে একটি স্বপ্ন। এ বিয়ে নিয়ে প্রতিটি মানুষের মনে হাজার ও কল্পনা জল্পনা থেকে থাকে। বিয়ে নিয়ে প্রতিটি মানুষের মনে অনেক ইচ্ছা ও কানতে থাকে। যেমন বিয়ের পোশাক কেনাকাটা অলংকার কেনাকাটা বা কসমেটিকের ব্যাপারে প্রতিটি মানুষ ইচ্ছা পোষণ করে থাকে। তাই বিয়ে উপলক্ষে সবাইকে কেনাকাটা করে থাকে বিশেষ করে বিয়ের বড় অনেককে বিয়ে কেনাকাটার বড় ধূম পড়ে যায়। তাই আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ের কসমেটিক এর একটি তালিকা।

বিয়ের কসমেটিকসের তালিকা

অনেকে আছে যারা বিয়ের কসমেটিকস এর তালিকাটি সম্পর্কে অনলাইন অনুসন্ধান করে যান। তারা আমাদের আজকের এই পোস্ট থেকে বিয়ের কসমেটিকের তালিকাটি সংগ্রহ করতে পারবেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে নিয়ে এসেছি বিয়ের কসমেটিক্স এর তালিকা। আপনাদের আর মাথা ঘামানোর কোন দরকার হবে না আপনারা আমাদের এই তালিকাটিতে বিয়ের সমস্ত কসমেটিকসের জিনিসপত্র পেয়ে যাবেন। নিচে তালিকা টি দেওয়া হলো।

  • আই শেডো বক্স এবং মেকআপ বক্স
  • চুলের শাম্পু এবং কনডিশনার
  • তেল ও সাবান বক্সসহ
  • পাউডার এবং বক্স
  • ব্যান্ডের লিপস্টিক ও লিপ লাইনার
  • ভালো নেইল পলিশ ও ফেস পাউডার
  • দামী আইলাইনার ও মাসকারা
  • আয়না ও চিরুনী
  • কপালের টিপ,টিকলি ও সিন্দর
  • আইব্রু পেন্সিল ও কাজল
  • চুলের খোঁপা এবং ক্লিপ
  • বডি স্প্রে ও লোশন
  • গ্লিটার ও মেহেদি টিউব
  • রাখি এবং পারফিউম
  • সেফটিপিন (Golden & Silver) উভয়
  • চুড়ি (glass, city gold)কিন্তুু দামী
  • নাকের নথ (city gold) ও পায়ের আলতা
  • মাউথ ওয়াশ ও ফেসওয়াশ
  • টোনার এবং কনসিলার
  • চুলের জন্য কাপড়ের ফুল ও ফেস রিম
  • হেয়ার স্ট্রেটনার ও সান স্ক্রিন বডি লোশন
  • পায়ের আলতা
  • গহনা (যেমন- কানের রিং, নাকফুল, গলার হার,হাতের ব্যাসলেট বা বালা)
  • পায়ের নুপুর
  • টুথ ব্রাশ ও টুথ পেস্ট
  • রুমাল ৫ টি ও ২টি তোয়ালে
  • স্যান্ডেল ১ জোড়া
  • ওড়না ও থ্রি পিছ
  • ময়েশ্চারাইজার ও লেডিস ঘড়ি
  • শাড়ি ৪টি  অথবা লেহেঙ্গা ১টি
  • বেনারসি শাড়ি, জামদানি শাড়ি, টাংগাইল শাড়ি,নরমাল শাড়ি ইত্যাদি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *