Skip to content
Home » বিরক্ত নিয়ে উক্তি, বাণী ও স্টাটাস

বিরক্ত নিয়ে উক্তি, বাণী ও স্টাটাস

বিরক্ত নিয়ে উক্তি

প্রতিটা মানুষের মধ্যে একটি সাধারণ ধৈর্য ক্ষমতা থাকে। আরে ধৈর্য ক্ষমতা যখন সীমানার বাইরে চলে যায় তখন মানুষের মধ্যে বিরক্তিভাব এসে যায়। তাই আপনারা যারা খুব সহজে বিরক্তিভাব কমাতে চান তারা আমার এই পোস্টটি দেখুন। অনেকে আছেন যারা অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন বিরক্ত নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা এসব পাওয়ার জন্য।

আজকে আমি আপনাদের জন্য আলোচনা করেছি বিরক্তি নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে। আপনারা যারা বিরক্ত নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসব খুঁজে পাচ্ছেন না তারা খুব সহজেই আজকে আমার এই আলোচ্য বিষয় থেকে সংগ্রহ করতে পারবেন বিরক্তি নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন। আমি প্রাণপণ চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা করার। আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিরক্ত নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন।

বিরক্ত নিয়ে উক্তি ও বাণী

অনেকে আছেন যারা এখন পর্যন্ত বিরক্তি নিয়ে বিরক্তি ও বাণী সংগ্রহ করতে পারেননি। আমি তাদের জন্যই বিরক্তি নিয়ে উক্তি ও বাণীগুলো উল্লেখ করেছি। বিভিন্ন ব্যক্তিগর বিভিন্নভাবে বিরক্ত উক্তি ও বাণী উল্লেখ করেছেন। নিচে আপনাররা বিরক্ত নিয়ে উক্তি ও বাণীগুলো পেয়ে যাবেন।

“বিরক্ত করা মানুষ গুলো ও একসময় হারিয়ে যায়।”

“কি করব বল, তোমায় বিরক্ত না করলে যে ভাল লাগে না।”

“ বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না। ” – হুমায়ুন আহমেদ।

“কাউকে বিরক্ত করার আগে ভাবা উচিৎ,
একই ব্যপার আপনার সাথে ঘটলে আপনার
অনুভুতি কেমন হবে।”
“বিরক্তি
অনুভব করলে,
জানিয়ে দিও !!
কাঁটা হবো না …
মুক্ত আকাশে উড়তে পারবে,
সুতোয় হাত দিবো না “

বিরক্ত নিয়ে স্ট্যাটাস

অনেকেই আছেন যারা ফেসবুকে স্ট্যাটাস দিতে খুব পছন্দ করেন। আবারো আছে যারা বিরক্ত নিয়ে স্ট্যাটাস খুঁজে পাচ্ছেন না ফেসবুক আইডিতে দেবেন বলে। আজকে আমি তাদের জন্য আমার এই ওয়েবসাইটের পোস্টটিতে বিরক্ত নিয়ে স্ট্যাটাস গুলো উল্লেখ করেছি। আপনারা আমার এই সাইটে আসলেই বিরক্তি নিয়ে স্ট্যাটাস গুলো তুলে নিতে পারবেন।

“সময় হয়ে উঠে নি তার, আমিও আর বিরক্ত করিনি।”

“একদিন হারিয়ে জাব সেদিন আর বিরক্ত করার কাওকে খুজে পাবে না”

“মাঝে মাঝে ওর জন্য মন কেমন করে জানিয়া চেয়ো ফোনের ওপারে বিরক্ত হবে ভেবে ফোন করতে ভয় করে”

“রেখেছিলাম বন্দি করে যে পিঞ্জিরায়, করেছিলাম বিরক্ত, যাও পাখি! ছেড়ে দিলাম ওই খোলা আকাশে তোমায় তুমি আজ মুক্ত।”

“বলেই দিলে বিরক্ত করে আমার পাঠানো বার্তা আমি আর সহ্য করবো তোমার অবহেলার মাত্রা”

“ধরো বহু বছর পরে বুঝলে ভুল গুলো লিখি স্বীকারোক্তি নয়তো সেদিন দেখা হবে হাসবে মৃদু ভেতরে নিয়ে বিরক্তি। অতঃপর এ বুঝেই যাই সবটা ছলনা আর মিথ্যে আশ্বাস নিজের বলতে আমি শুধু আর বাকিটা তোমার নামের দীর্ঘনিঃশ্বাস।”

বিরক্ত নিয়ে কবিতা

অনেক কবিগুরুরা বিরক্ত নিয়ে অনেক কবিতা উল্লেখ করে গেছেন। যে কবিতাগুলো আজকে বিভিন্ন পত্রিকা বা বইয়ে উল্লেখ করা হয়েছে। আমি সেখান থেকে কয়েকটি কবিতা আমার এই পোস্টটিতে উল্লেখ করেছি। আপনারা আমার এই পোস্টটি থেকে কবিতাগুলো সংগ্রহ করে পড়তে পারবেন।

বিরক্ত

– আবু সাইদ লিপু

বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে
দেখে সীমাহীন অবিচার
আর দ্বিধাহীন মিথ্যাচার
বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে।

বিরক্ত আমি,
গুনে লাশের পাহাড় জ্বলন্ত রোহিঙ্গায়
শুনে ক্ষুধার্ত শিশুর আহাজারি মঙ্গায়,
আমি কাঁদি
কাঁদি মালালার ছোট্ট মাথায় বুলেটের ক্ষত দেখে
কাঁদি নগরের আগ্রাসনে প্রকৃতির ক্ষরণ দেখে,
ভীষণ বিরক্ত আমি
বিরক্ত পৃথিবীর ’পরে।

বিরক্ত আমি,
নিয়ত সাজিয়ে ফুলের তোড়া শ্মশানে
ঝরে রক্ত আর অশ্রুজল সান্তা ফে স্কুলে,
আমি কাঁদি
কাঁদি ফ্যাসিবাদের সীমাহীন বিভৎসতা দেখে
কাঁদি কাঁটাতারে ফেলানীর ঝুলন্ত লাশ দেখে,
ভীষণ বিরক্ত আমি
বিরক্ত পৃথিবীর ’পরে।

বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে
চারিদিকে অজস্র অন্যায়
ভরে আছে সহস্র কান্নায়
বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে।

বিরক্তির অভিমান

– ভেনম

আমার কথায় হও তুমি বিরক্ত।
আমার দেখায় হও তুমি বিব্রত।
আমার লেখা তোমার কাছে হাস্যকর।
আমার স্মৃতি তোমার কাছে ম্রিয়মান।
তবুও কেন এই একতরফা মায়ার টান।

ভালবাসি, কখনো বলব না আর।
হতে চায় না আর বিরক্তিকর।
দেখাব না আর আমার নির্লজ্জতা।
ভেবে নিয়েই তুমি আমার মমতা।
তবুও কেন শুনতে চায় তোমার কথা।

হয়তো কোনদিন বুজবে না আমায়।
ভাঙায় থাক আমার এ অবুঝ হৃদয়।
মিথ্যা স্ব্প্নকে সত্যি ভেবে কাটাব জীব্নভর।

বিরক্ত করি বলে

– মনিরুল ইসলাম হৃদয়

বিবেকের দংশনে
আজ আমি ক্ষত-বিক্ষত,
প্রতি মুহুর্তে অভিশপ্ত হচ্ছি
অন্তরাত্মার অপদস্থের কষাঘাতে।
অপমানের হাজারো ঢেউ
ক্ষনে ক্ষনে এসে,
আমার হৃদয় তীরে আছরে পড়ে।
লাঞ্ছনার শত সহস্র ধূলিকণারা
আকাশ বাতাশ ভারী করে
আমার নিঃশাস থামিয়ে দেয়;
অবিরত ঝরতে থাকা
দু-চোখের নোনা জলে এখন
রক্তের গন্ধ পাই
হেয় পতিপন্ন মনে আজ বুঝি আর
বাসনার কোন স্থান নেই≠
তোকে দেখার শত কামনায় বাসনায়
অপেক্ষায় থাকা কলুষিত হৃদয়ের
এক ফোটা আহ্লাদ
আজ “বিরক্ত” নামে আখ্যায়িত।
তোর অবহেলার সাগরে
আজ আমি তলীয়মান।
তাই
আর বিরক্ত করবোনা।
ক্ষমাও চাইবোনা আজ
শুধু বলবো
অভিশাপের চুড়ান্ত সীমানায়
পৌছে দিস আমায়
তোকে “বিরক্ত করি বলে”,,,

বিরক্ত

“বিরক্ত করার মানুষটা যেদিন আর থাকবে না,
হয়ত আর বিরক্ত হবে না,
তবে যে বিরক্ত করার ছুতোয় তোমার খেয়াল রাখত,
সেই মানুষটার অনুপস্থিতি সময়ের সাথে ঠিকই অনুধাবন করবে,
যখন ব্যস্ততা হয়রান করবে,
একটিবার হলেও মন চাইবে কেউ মুঠোফোনে বার্তা দিক সময় পেলে খেয়ে নিও,
একাকীত্ব যখন ঘিরে ধরবে,
মন চাইবে কেউ পাশে এসে বসে কাধে মাথা দিয়ে বলুক,
আমি আছি তো,
যার পাগলামীকে একদিন বিরক্তি মনে হয়েছিল জীবনে তার অনুপস্থিতি একদিন রিক্ততার কারণ হয়ে দাড়াবে,
সময় থাকতে তার মূল্য বোঝ,
ভালবেসে খেয়াল রাখাকে বিরক্ত মনে করলেও তাকে ভুল করেও দুরে যেতে দিও না।”

বিরক্ত নিয়ে গান

আমি গীতিকার আছেন যারা বিরক্ত নিয়ে অনেক গান লিখে গেছেন। আর সুরকার গুলো সুর দিয়ে সে গানকে করেছেন মধুময়। বিরক্ত নিয়ে গান শুনতে অনেকেই পছন্দ করে। আর তাই আজকে আমি আমার এই পোস্টটিতে বিরক্ত নিয়ে কিছু গান উল্লেখ করেছি। আপনাদের এই গানগুলো শুনতে খুবই ভালো লাগবে।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোনায়

তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারওতো মন ভাঙে চোখে জল আসে
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়

যদি এই মুঠো ভরা শিউলী ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে

এতো কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুঁতে পারে না
এতোবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পরে না

তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারওতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগটা পাচ্ছি কই
আমি সুযোগটা পাচ্ছি কই

যদি এই মুঠো ভরা শিউলী ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে

আমি কি তোমায় খুব বিরক্ত করছি ?

উপসংহার

মানুষের জীবনে বিরক্ত ভাষাটা খুবই পরিচিত। কেননা প্রতিটি মানুষের জীবনে বিরক্ত আসে। আর এই বিরক্ত নিয়ে উক্তি স্ট্যাটাস অফ ক্যাপশন আপনারা যারা অনলাইনে অনুসরণ করে যাচ্ছেন তারা আমার এই পোষ্টটি থেকে সংগ্রহ করুন। আবি আজকে পোস্টটিতে বিরক্ত নিয়ে স্ট্যাটাস গুলো উল্লেখ করেছি। আশা করছি আমার এই বিরক্ত নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন গুলো আপনাদের সবার খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *