Skip to content
Home » ভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, স্ট্যাটাস, উক্তি, কিছু কথা ও ছবি

ভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, স্ট্যাটাস, উক্তি, কিছু কথা ও ছবি

ভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, স্ট্যাটাস, উক্তি, কিছু কথা ও ছবি

বাঙালি জাতির জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি অন্যতম দিবস। এই দিবসটি তাদের অহংকার। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এই দিনটিতে বাঙালি যুবকরা ভাষার জন্য যুদ্ধ করে রক্ত ঢেলে এই আন্তর্জাতিক মাতৃভাষাকে ছিনিয়ে নিয়েছে। তাই এই দিনটি স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের স্মরণে পালন করে থাকে। একুশে ফেব্রুয়ারিকে ভাষা দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাষা দিবস সম্পর্কে জানার জন্য অনলাইন অনুসন্ধান করে থাকি। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ভাষা দিবসের শুভেচ্ছা ভাষা দিবসের কবিতা ভাষা দিবসের স্ট্যাটাস ভাষা দিবসের উক্তি ভাষা দিবস নিয়ে কিছু কথা ও ছবি উল্লেখ করেছি। আপনারা যারা ভাষা দিবসের শুভেচ্ছা কবিতা স্ট্যাটাস যুক্তি এইসব পাওয়ার জন্য অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলটিতে স্বাগতম।

ভাষা দিবসের শুভেচ্ছা

একুশে ফেব্রুয়ারিকে সবাই ভাষা দিবস হিসেবে পালন করে থাকে আর এই দিনটিতে অসংখ্য মায়ের সন্তান তার বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মাতৃভাষাকে ছিনিয়ে এনেছে। তাই আপনারা যারা এই ভাষা দিবসের শুভেচ্ছা পাওয়ার জন্য অনলাইন অনুসন্ধান করে যাচ্ছেন তারা আমাদের এই আর্টিকেলটি থেকে ভাষা দিবসের শুভেচ্ছা সংগ্রহ করুন।

যাদের বিনিময়ে পেয়েছি আমরা বাংলা ভাষা
তাদের সবাইকে এই ভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা।

এই ভাষা দিবসে সকল ভাষা শহীদদের মাগফিরাত কামনা করছি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
সবাইকে ভাষা শহীদ দিবসের শুভেচ্ছা

ভাষা দিবস নিয়ে কিছু কথা

যাদের আত্মজাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা তাদেরকে স্মরণ করেই আমরা আজকে এই আর্টিকেলটি লিখেছি। একুশে ফেব্রুয়ারির দিনে শহীদদের স্মরণে এ আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়। আপনারা যারা ভাষা দিবস নিয়ে কিছু কথা বাণী উক্তি পেতে চান তারা আমাদেরই আর্টিকেলটি শেষ পর্যন্ত অনুসরণ করুন।

মধুর চেয়ে আছে মধুর
সে আমার এই দেশের মাটি,
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চেয়ে খাঁটি।

আমরা ভুলিনি তোমাদের
ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
গভীর শ্রদ্ধা।
আর শুধুই বলি-
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।

জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।

শহীদ দিবসের স্ট্যাটাস

ভাষা দিবসের কবিতা

অনেকই রয়েছেন যারা ভাষা দিবসের কবিতা পাওয়ার জন্য অনলাইনে অনুসন্ধান করেন তাই আপনারা আজকে কতগুলো সুন্দর সুন্দর কবিতা আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরেছি যেগুলো আপনাদের সবার ভালো লাগবে। আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে ভাষা দিবসের কবিতা গুলো সংগ্রহ করে আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।

কবি অতুলপ্রসাদ সেন লিখে গাছেন –

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!

কি যাদু বাংলা গানে!- গান গেয়ে দাঁড় মাঝি টানে,

এমন কোথা আর আছে গো!

গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।

কবিতা – ২ 

রক্ত গোলাপ রক্তে রাঙা
রক্তের মতো মুখ ,
এই গোলাপটি কাহার তরে –
ফুটে পায় সুখ ?
সেই গোলাপটি আনবে বলে
কতো ভাই সেই যে গেলো চলে ,
আর ঘরে ফেরেনি –
গেলো শুধু স্মৃতিটুকু ফেলে ।
আজতো আমার গোলাপ
গাছে গোলাপ ফুটে ,
রক্ত গোলাপ , কালো গোলাপ ,
সাদা গোলাপ ।
আজ তোমাদের কথা ভেবে ভেবে
কেটে যায় দিন ,
তবু জানি কারো কাছে
নেইকো আমার ঋণ ।
আজ তোমাদের কথা স্মরণ করে
চোখে আসে কান্না ,
দু’ নয়নে যায় যে বয়ে
অঝর অশ্রুর বন্যা ।
এই ভুবন ছেড়ে যদি
কভু চলে যাই ,
২১’ তুমি দিয়ো সাড়া
এইটুকুই চাই ।
২১’ এর রক্তরেখা
বুকে এঁকে করিছিনু পণ ,
তোমায় কভু ভুলিবনা
আসুক দুঃখক্ষণ ।
সালাম , বরকত , রফিক, জব্বর
আরো কতো ভাইয়ের রক্তে ভেজা ,
২১’ শে ফেব্রুয়ারী ।
আজ আমরা তোমাদের স্মরন করে
শ্রদ্ধা জানাইতে উদ্যতও সারি সারি ।।

ভাষা দিবসের উক্তি

ভাষা দিবসকে নিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্নভাবে গান ভাষা দিবস সম্পর্কে উক্তি উল্লেখ করে গেছেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সেই সব ভাষা দিবসের উক্তি তুলে ধরেছি আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে সুন্দর সুন্দর উক্তিগুলো বেছে নিয়ে আপনাদের ফেসবুক আইডি কিংবা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন।

“এই ভাষাতে অক্ষর শেখা
এই ভাষাতে বাক্য
এই ভাষাতে গড়েছি মোরা
মানবতার ঐক্য
এই ভাষাতে সূর্য ওঠে পাখিরা গায় গান
এই বাষাতে বৃষ্টি পরে বায়ু বেগমান”

২১ শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল ভাষা শহীদদের প্রতি
গভীর শ্রদ্ধাঞ্জলি

রক্ত দিয়ে কেনা
আমার বর্ণমালা
ভাষা শহীদদের প্রতি
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা

ভাষা দিবসের ছবি

ভাষা দিবসের শুভেচ্ছা ছবি পাঠাতে সবাই চায় তাই অনলাইনে অনুসন্ধান করে থাকে বিভিন্ন ধরনের ছবি পাওয়ার জন্য। আমরা তাই আমাদের এই আর্টিকেলটিতে কতগুলো সুন্দর সুন্দর ছবি এড করেছি যেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের প্রয়োজনীয় কাজে যেমন ফেসবুক আইডি পিচ্চি ওয়ালপেপার মোবাইল ওয়ালপেপার সোশ্যাল মিডিয়া এইসবে আপলোড করতে পারবেন কিংবা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন।

বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
আসুন, দেশকে নতুন করে ভালোবাসতে শুরু করি

mother language best sms

আজ এই মহান মাতৃভাষা দিবসে
ত্রিশ লক্ষ শহীদ এর রক্তে অর্জিত
এই দেশকে সফল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার
অঙ্গীকার সকলে করি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *