Skip to content
Home » মা দিবসের কবিতা

মা দিবসের কবিতা

মা দিবসের কবিতা

আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করতে চলেছি বিশ্ব মা দিবসের কবিতা সম্পর্কে একটি আর্টিকেল। আপনারা যারা বিশ্ব মা দিবস উপলক্ষে কবিতা অনলাইন অনুসরণ করে যাচ্ছেন তারা এই মুহূর্তে সঠিক জায়গাতে এসেছেন। পৃথিবীর বিখ্যাত কবি সাহিত্যিকদের নিয়ে বিখ্যাত বিখ্যাত কবিতাগুলো আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরবো। তাই আপনি যদি আমাদের এই আর্টিকেলটি থেকে বেশি মা দিবসের কবিতাগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের সবার প্রয়োজনীয় কাজে লাগবে। আমরা বিশ্ব মা দিবস উপলক্ষে আমাদের এই ওয়েবসাইটটিতে বিশ্ব মা দিবসের কবিতা উল্লেখ করেছি।

প্রতিবছর ৮ মে যথাযথ মর্যাদা সাথে পালিত হয়ে থাকে বিশ্ব মা দিবস। বিশ্বের সকল মাকে শ্রদ্ধা জানাতে এই দিবস টি পালনের সূচনা হয়েছিল। দিবস উপলক্ষে সকল সন্তান তার মায়ের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করে আপনি যদি বিশ্ব মা দিবস উপলক্ষে কবিতা অনলাইন অনুসন্ধান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি থেকে সংগ্রহ করতে পারবেন।

মা দিবসের কবিতা

মা শব্দটি সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে আকর্ষণীয় একটি শব্দ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম যে শব্দটি উচ্চারিত করে সেটি হল মা।তাই মায়ের কোন তুলনা হয় না মা তার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে দেয়। মা একমাত্র ব্যক্তি যিনি কোন রকম শর্ত ছাড়াই সন্তানের জন্য বিভিন্ন কারনে যে শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে সন্তানের মঙ্গল কামনা করে। নিচে মা দিবসের কিছু কবিতা উল্লেখ করা হলো।

মা

কাজী নজরুল ইসলাম

যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।
কত করি উৎপাত
আবদার দিন রাত,
সব স’ন হাসি মুখে, ওরে সে যে মা!
আমাদের মুখ চেয়ে
নিজে র’ন নাহি খেয়ে,
শত দোষী তবু মা তো তাজে না।
ছিনু খোকা এতটুকু,
একটুতে ছোট বুক
যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন
বুকে করে নিশিদিন
আরাম-বিরাম-হীন
দোলা দেয় শুধাতেন, ‘কি হোলো খোকন?’
আহা সে কতই রাতি
শিয়রে জ্বালায়ে বাতি
একটু আসুখ হলে জাগেন মাতা,
সব-কিছু ভুলে গিয়ে
কেবল আমায়ের নিয়ে
কত আকুলতা যেন জাগন্মাতা।
যখন জন্ম নিনু
কত আসহায় ছিনু,
কাঁদা ছাড়া নাহি জানিতাম কোন কিছু,
ওঠা বসা দূরে থাক-
মুখে নাহি ছিল বাক,
চাহনি ফিরিত শুধু আর পিছু পিছু।
তখন সে মা আমার
চুমু খেয়ে বারবার
চাপিতেন বুকে, শুধু একটি চাওয়ায়
বুঝিয়া নিতেন যত
আমার কি ব্যথা হোতো,
বল কে ওমন স্নেহে বুকটি ছাওয়ায়।

অন্য মা

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মা না হয়ে তুমি

আর কারো মা হলে

ভাবছ তোমায় চিনতেম না,

যেতেম না ঐ কোলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *