টিপস

মেয়েদের ইমপ্রেস করার কবিতা ও মেসেজ

অনেক ছেলেরা আছে যারা মেয়েদেরকে ইমপ্রেস করতে চায়। আর ইমপ্রেস করার জন্য নানারকম কবিতার মেসেজ এসব খুজতে থাকে। আধুনিক যুগে এসে এখন মোবাইল ফোন সবার ব্যবহার করে থাকে। আর এই মোবাইলে মেসেজ এখনো সচরাচর ব্যবহৃত হয়ে থাকে। এখন মানুষ এসএমএস এর মাধ্যমেই বেশি কথা দ্বারা প্রদান করে থাকে। ছেলেমেয়েরা তাদের মনের কথা এসএমএস কবিতা এসবের মাধ্যমেই প্রকাশ করে।

আপনারা যারা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কবিতা মেসেজ এসব অনুসন্ধান করছেন আমি আজকে সেই সব কবিতা ও এসএমএস আমার পোস্টটিতে উল্লেখ করেছেন। আপনার মেয়েদেরকে ইমপ্রেস করতে চাইলে এখান থেকে রোমান্টিক মেয়েদের ইমপ্রেস করার কবিতা তুলেন। এসব কবিতা দেখলে অবশ্যই আপনি আপনার মনের মানুষের মনকে ইমপ্রেস করতে পারবেন। যে এই কবিতা দেখবে সেই আপনার প্রতি ইমপ্রেস হয়ে পড়বে। রোমান্টিক কবিতা আপনার ভালবাসার মানুষটিকে যখনই দেবেন সে যখনই কবিতা গুলো পড়বে তখন তার মনে আপনার প্রতি একটু হলেও দুর্বলতা আসবে। আসে দুর্বলতা কি কাজে লাগিয়ে আপনি মেয়েটিকে ইমপ্রেস করতে পারবেন।

মেয়েদের ইমপ্রেস করার কবিতা ও মেসেজ

বর্তমান যুগে মেয়েদের ইমপ্রেস করার মত অনেক কবিতা অনেকে লিখেছেন। আরে কবিতা গুলো থেকে ছেলেরা মেয়েদের কে ইমপ্রেস করতে পারে। আজকে আমি আমার এই পোস্টটিতে সেরকমই কিছু কবিতা উল্লেখ করেছি আপনাদের জন্য। এই কবিতাগুলো নিয়ে আপনি যে কোন মেয়েকে ইমপ্রেস করতে পারবেন। নিচে মেয়েদেরকে ইমপ্রেস করার মতো কবিতা উল্লেখ করা হলো।

কবিতা: স্বপ্নে দেখা
কবি : ইন্তিখাব আলম
মুল কবিতা : Golpo kobita

আষাঢ়ের সন্ধ্যায়, বর্ষার আগমনে,
এক নিরালা ভাঙা কাঠের সেতু,
পারাপারের সময়,
তোমার হাতে হাত রেখে,
তোমার বিস্ময় ভরা আঁখির দিকে চেয়ে আছি।

কালোমেঘে ঘেরা আকাশ হয়তে,
হঠাৎ করে আসা না বলা বৃষ্টি,
হিমেল হাওয়ায়,
ভিজিয়ে দিল দুটি শরীর।

তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে ,
শীতল বাতাসে, বৃষ্টির টাপুর টুপুর শব্দে,
ভূমি থেকে ওঠে আসা মাটির মেটো গন্ধে,
হারিয়ে যায় দুজনে কোন অদূরে।

বিদ্যুৎ চমকায়, বাদল গর্জায়,
দমকা হাওয়া শুরু হয়,
অঝোর ধারায় বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ,
প্রায় ভিজে যায় দুজনে,
তখনো তোমার সেই পুরানো ভাঙা ছাতার নীচে।

বিদ্যুতের ঝলকানিতে, ভয় পেয়ে জড়িয়ে ধরে,
শান্ত বধূর মতো , একদৃষ্টে চেয়ে,
তোমার ভয়মিশ্রিত কন্ঠে, কিছু বলার আগেই
তোমার ঠোঁটের নরম স্পর্শ ছুঁয়ে যায় ,
জীবনের প্রথম চুম্বন।

তোমার সেই লজ্জা মিশ্রিত অস্পষ্ট হাসিমাখা মুখখানা,
প্রতিরাতে আমার স্বপ্নে হাতছানি দেয়,
কে তুমি? কেন বার বার স্বপ্নে দেখা দাও?
তোমার জন্যে যেন আমি অপেক্ষায় আছি।

  ইমপ্রেস করার মেসেজ

এরপর থেকে প্রত্যেক রাতে ঠিক
এগারটায় কলটা আসতো । মন্ত্রমুগ্ধের
মতো নেশাগ্রস্তের মতো কথা
বলতামভোর রাত পর্যন্ত । হয়তো
একেই বলে প্রেম, মরুময়ব্যাচেলর
জীবনের প্রথম প্রেম । দিন দিন অবস্থা
আরো ভয়াবহ হলো, বিকেল থেকে ওর
কলের জন্য অপেক্ষা করতাম । ওর
কল না আসা পর্যন্ত হাশপাশ করতে
থাকতাম,এভাবে চলল পুরো এক মাস।
মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে,
আর আমি পরলাম…

শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !

হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই !

তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল !

দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে !

দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সনে,
শোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমার মনের সব কথা !!!

আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ,
জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি, কি করলে বুঝবে-
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !

তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় .
তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!!

তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্নঘুড়ি উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা,
এই কথা জানে শুধু আমার বিধাতা !!

আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা !!

আমি ভালবাসি সখা তুমার নয়নের ওই কাজল
তোমারে না দেখিতে পাইলে হয়ে যাই আমি ব্যাকুল।
পৃথীবির যত সুখ আছে তুমারো কাছে,
দিও সখি সবটুকু উজাড় ও করে.

 ইমপ্রেস করার কবিতা ও মেসেজ

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”

কি পেয়েছি আর কি হারিয়েছি
হয় নি হিসাব করা,
এরি মাঝে নতুন বছর
দিচ্ছে আবার তাড়া।
দিনগুলো যে কেমন করে
কেটে যাচ্ছে সারা,
সময়টুকু পাই না হাতে
একটু পেছন ফিরা।
যদি করি এমনি ভাবে
সময় হাতছাড়া,
সফলতা আসবে কিসে
স্বপ্ন গুলোই ঘুমপাড়া।

ফুলের প্রয়োজন সূর্যের আলো
ভোরের প্রয়োজন শিশির
আর আমার প্রয়োজন তুমি
আমি তোমাকে ভালোবাসি

সকাল বিকেল বৃষ্টি পড়ে
রাত দুপুরে মন পুকুরে
নুপুর পরে শব্দ করে
অচিন পুরে হৃদয় জুড়ে

ও পাখি তুই বাজিয়ে তোর শিষ
ও’ পাড়ায় গেলে তাহাকে বলে দিস
ব্যালকনিতে যাহার শাড়ি ওড়ে
তাহার জন্য এখনো মন পোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *