উক্তি

মেয়েদের নিয়ে ইসলামিক উক্তি

আসসালামু আলাইকুম, আপনারা যারা মেয়েদেরকে নিয়ে ইসলামিক স্ট্যাটাস, উক্তি, এসব খুঁজছেন। তাদের জন্যই আজকে আমাদের এই পোস্টটি। আমি সুন্দরভাবে আপনাদের জন্য মেয়েদের নিয়ে ইসলামিক উক্তি সাজিয়েছি। আপনারা খুব সহজেই এখান থেকে মেয়েদের নিয়ে ইসলামিক উক্তি স্টার্ট টাচ এসব পেয়ে যাবেন। সেজন্য আপনাকে শেষ পর্যন্ত আমার পোস্টটি পড়তে হবে।

মেয়ে হলে একটি পরিবারের জন্য সৌন্দর্য। যে বাড়িতে মেয়ে নেই সে বাড়িতে সৌন্দর্য নেই। একটি মেয়ে পারে পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে। একজন মেয়েই পারে একটি পরিবারকে আগলে রাখতে। সুতরাং বলা যায় একটি মেয়ে হচ্ছে পরিবারের ভূষণ। তাই বলা যায় প্রতিটি পরিবারেই অন্তত একটি দুটি করে মেয়ের প্রয়োজন।

মেয়েদের নিয়ে স্ট্যাটাস

কন্যা সন্তান একটি পরিবারের জন্য ফরজ। আল্লাহ তায়ালা একটি কন্যা সন্তান কে একটি জান্নাত বলেছেন। তারপরও অনেকেই কন্যা সন্তানকে দেখলে মন খারাপ। বুঝতে চান না মেয়ে এবং ছেলেদের এখন কোন তফাৎ নেই। বরং মেয়ে হচ্ছে সংসারের বরকত।

যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে অথবা দু’জন কন্যা সন্তান বা বোন আছে। সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তায়ালাকে ভয় করেছে। তার জন্য রয়েছে জান্নাত।’ (জামে তিরমিযী, হাদীস ১৯১৬)

যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন-পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। (জামে তিরমিযী, হাদীস ১৯১৩)

যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালনপালন ও দেখাশুনা করল (বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল) সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এ দুটি আঙুল। তিনি নিজের দুই আঙুল মিলিয়ে দেখালেন। (জামে তিরমিযী, হাদীস ১৯১৪)……………

মেয়েদের নিয়ে উক্তি

আপনারা যারা মেয়েদের নিয়ে উক্তি খুঁজছেন তারা আমার এই সাইটে পেয়ে যাবেন। মেয়েদের নিয়ে অনেক সুন্দর সুন্দর উক্তি নিয়ে আমার এই পোস্ট। মেয়েরা এখন ছেলেদের থেকে বাবা-মাকে বেশি প্রাধান্য দেয়। ছেলে মেয়ে এখন দুই সমান। তাই কন্যা সন্তান জন্ম গ্রহণের জন্য মন খারাপ করার কিছুই নাই। মন খারাপ না করে বরং আনন্দ করা উচিত এটা ভাবা উচিত একটি সন্তান আমার একটি জান্নাত। এ সন্তানটিকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বড় করে তোলা আপনার দায়িত্ব। তাই আপনার সমস্ত সুখ শান্তি দিয়ে তাকে বড় করে তুলুন। আসুন সংগ্রহ করি মেয়েদের নিয়ে ইসলামিক উক্তি।

১।সেই নারী সবচেয়ে উত্তম যে তার
যৌবনের সমস্ত ভালবাসা আমানত রাখে তার স্বামীর জন্য

২।পর্দা হলো কোনো ব্যক্তির ব্যক্তিগত পছন্দ।
এটা ফ্যাশনের জন্য না পরে স্রষ্টার প্রতি আনুগত্যের জন্য পরা উচিত।
এটা মানুষকে দেখানোর জন্য না পরে বরং স্রষ্টার নৈকট্য পাবার জন্য পরা উচিত।

৩।আমি আমার শালীনতা
পবিত্রতা বজায় রাখার জন্য
বর্তমান স্রতের বিপরীতে
থেকে পর্দা করছি
একটু সাহস করে আপনিও এগিয়ে আসুন
চেস্টা করুন আপনিও পারবেন.

৪।দাড়ির সাথে পুরুষ এবং পর্দার সাথে নারী-
এটা এ পর্যন্ত সবচেয়ে ভালো সমন্বয়।

৫।রাসূলুল্লাহ (সা.) আরো ইরশাদ করেন, ‘যার গৃহে কন্যা সন্তান জন্ম গ্রহন করল, অতঃপর সে তাকে (কন্যাকে) কষ্টও দেয়নি, তার ওপর অসন্তুষ্ট ও হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে মহান আল্লাহ তায়ালা তাকে বেহেশতে প্রবেশ করাবেন।’ (মুসনাদে আহমদ, ১:২২৩)

মেয়েদের পর্দা নিয়ে ইসলামিক উক্তি

মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এর অর্থ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এর মধ্যে নারী পুরুষ উভয়েই আছে। মেয়েদের বাড়ির রানী বলা হয়। কিন্তু সে রানীকে সবসময় পর্দাশয় থাকতে হয়। বর্তমান যুগে এসে নারীকে সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। নারীদের শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয় বর্তমান যুগে এসে। নারীরা এখন ঘরের বাহিরে এসেও কাজ করছে। কিন্তু অনেকেই আছে যারা পর্দা সহিত কাজ করতেছে না।

পর্দা নারীদের একটি ভূষণ। বরদা ছাড়া নারীকে বাড়ির বাহির করা পাপ। তাই পর্দা করে নারিরা
তার উপার্জনের কাজ করতে পারে। পর্দা ছাড়া ক্রমেই নারীকে বাড়ির বাহিরে পা রাখা যাবে না।

১।সেই নারী সবচেয়ে উত্তম যে তার
যৌবনের সমস্ত ভালবাসা আমানত রাখে তার স্বামীর জন্য

২।পর্দা হলো কোনো ব্যক্তির ব্যক্তিগত পছন্দ।
এটা ফ্যাশনের জন্য না পরে স্রষ্টার প্রতি আনুগত্যের জন্য পরা উচিত।
এটা মানুষকে দেখানোর জন্য না পরে বরং স্রষ্টার নৈকট্য পাবার জন্য পরা উচিত।

৩।আমি আমার শালীনতা
পবিত্রতা বজায় রাখার জন্য
বর্তমান স্রতের বিপরীতে
থেকে পর্দা করছি
একটু সাহস করে আপনিও এগিয়ে আসুন
চেস্টা করুন আপনিও পারবেন.

৪।দাড়ির সাথে পুরুষ এবং পর্দার সাথে নারী-
এটা এ পর্যন্ত সবচেয়ে ভালো সমন্বয়।

৫।রাসূলুল্লাহ (সা.) আরো ইরশাদ করেন, ‘যার গৃহে কন্যা সন্তান জন্ম গ্রহন করল, অতঃপর সে তাকে (কন্যাকে) কষ্টও দেয়নি, তার ওপর অসন্তুষ্ট ও হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে মহান আল্লাহ তায়ালা তাকে বেহেশতে প্রবেশ করাবেন।’ (মুসনাদে আহমদ, ১:২২৩)

পর্দা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

ইসলামিক দৃষ্টিতে নারীদের পর্দাই হচ্ছে অলংকার। পর্দা ছাড়া একটি নারীকে সুন্দর দেখায় না। পর্দার আড়াল থেকে নারীরা সব ধরনের কাজে সাহায্য করতে পারবে। পর্দা না করলে নারীদের উপর পুরুষদের লোলুপ দৃষ্টি পড়তে পারে। এত্ত করে নারীদের অনেক ক্ষতি হতে পারে। তাই নারীদের অবশ্যই পর্দা করে বের হতে হবে।

সূর্য মেঘে ঢাকা থাকলে যেমন তার সৌন্দয হারায় না;
তেমনি একজন নারী পর্দা করলে তার সৌন্দর্য কমে যায় না।

পর্দা নারীর ভূষণ
পর্দা নারীর অহংকার

পর্দা করতে আপনার যদি লজ্জা লাগে
তবে পুরষদের খারাপ ও লোলুপ দৃষ্টি
যখন আপনার সস্তা দেহের উপত পড়ে
তখন কোঠায় থাকে আপনার লজ্জা
কোথায় থাকে আত্বমর্যাদাবোধ!

কেউ কেউ তাদের শরীরকে আবৃত করার জন্য পর্দা করে,
কেউবা মনকে আবৃত করার জন্য পর্দা করে।
উভয় ক্ষেত্রেই তাদের পছন্দ কে সম্মান করো।

আপনার পর্দা করা আপলোডকৃত পিকে যারা আপনাকে লাইক আর লাভ রিয়েক্ট সাথে নাইস সুবহানাল্লাহ মাশাল্লাহ বলে তারা কি আপনাকে অন্য অবস্থায় কল্পনা করে না?

মানুষ প্রতিদিন তার মত মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে যায়। হযরত উসমান (রা:)

উপসংহার

সবশেষে বলা যায় মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ। পরকালে সুখের জন্য একটি কন্যাসন্তান আপনার খুব প্রয়োজন। একটি পরিবারে যত বেশি কন্যা সন্তান থাকে তার পরিবারে ততবেশি রহমত বাস করে। তাই মেয়েদেরকে অবহেলা করবেন না তাদের পাশে থেকে কাজ করুন। আমার এই স্ট্যাটাস টি ভাল লাগলে আপনাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার জন্য দোয়া করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *