রোমান্টিক প্রেমের কবিতা ও ভালোবাসার ছোট কবিতা
আপনারা যারা কবিতা পড়তে ভালোবাসেন কিংবা ছোট ছোট ভালোবাসা কবিতা লিখতে ভালোবাসেন তাদেরকে আমাদের এই আর্টিকেলটিতে স্বাগতম। কেননা আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে নিয়ে এসেছি রোমান্টিক প্রেমের কবিতা ও ভালোবাসার ছোট কবিতা গুলো নিয়ে। প্রতিদিন অসংখ্য মানুষ অনলাইনে অনুসন্ধান করে যায় রোমান্টিক প্রেমের কবিতা ও ভালোবাসার কবিতা পাওয়ার জন্য। তাই তাদের কথা চিন্তা করেই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি।
একেক সময় একেকজন একেক ধরনের কবিতা ব্যবহার করে এদের মধ্যে বেশিরভাগ ব্যবহার হয় রোমান্টিক প্রেমের কবিতা। তাই আজকে আমরা এই আর্টিকেলটি সাজিয়েছে রোমান্টিক প্রেমের কবিতা গুলি নিয়ে। প্রেমের জন্য সকলেই ছোট কবিতা ব্যবহার করেন আর এ কারণেই আমরা প্রেমে ব্যবহৃত রোমান্টিক ছোট কবিতা গুলো সংগ্রহ করে আপনাদের জন্য তুলে ধরেছি আপনারা যারা প্রেমের ছোট কবিতা পেতে আগ্রহী তারা শেষ পর্যন্ত আমাদেরই এটি মনোযোগ সহিত পড়তে থাকুন।
রোমান্টিক প্রেমের কবিতা
অনেকও রয়েছেন যারা রোমান্টিক প্রেমের কবিতাগুলো ব্যবহার করে চলছেন প্রতিদিন। তাই দেখা যাচ্ছে দিন দিন রোমান্টিক প্রেমের কবিতাগুলো ব্যবহার বেড়েই চলছে তাই অনেকে অনলাইনে অনুসন্ধান করে যায় এরকম প্রেমের কবিতা পাওয়ার জন্য। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সেরকমই কতগুলো রোমান্টিক প্রেমের কবিতা তুলে ধরেছি।
মূলত এ কারণেই আজকে আর আমাদের এই পোস্টটি আমরা রোমান্টিক কবিতাগুলো থেকে নির্বাচন করে বিশেষ ধরনের কতগুলো কবিতা আপনাদের জন্য আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরেছি। আশা করি আমাদের দেওয়া রোমান্টিক প্রেমের কবিতাগুলো আপনাদের সবার ভালো লাগবে। তাই নিচে থেকে রোমান্টিক প্রেমের কবিতা গুলো তুলে নিন।
“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”
“দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU”
“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”
“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”
“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।”
“রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে আমাকে ছাড়া ?”
“পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি ?”
স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার Name..
আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের বেকুলতা
শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই
আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি
আমার হৃদয় canvus জুড়ে,
তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি
তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল…
“ভালবাসা সপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের
মত পবিত্র!!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।”
“তুমি যদি না বুঝো
বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে
আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে …!”
“SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।”
“মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে…
ভালোবাসি বলতে চাই!
নৈঃশব্দের কোলাহলে..
শব্দ নিয়ে খেলতে চাই!”
“নীল আকাশে তারার মেলা।
মধ্য রাতে চাঁদের খেলা।
স্নিগ্ধ সকাল শিশির ভেজা।
শুধু দেখো,
আমার প্রেমে কত মজা!!”
“ভালােবাসি ভালােবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালােবাসা,
কজন দিতে পারে৷”
ভালোবাসার কবিতা
রোমান্টিক প্রেমের কবিতা অনুসন্ধানের পাশাপাশি ভালোবাসার কবিতা লিখে অনেকে অনলাইনে অনুসন্ধান করে। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ভালোবাসার কবিতা নিয়ে কতগুলো কবিতা তুলে ধরেছি। যেগুলো আপনারা আমাদের এই আর্টিকেলটি থেকে ডাউনলোড করে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারবেন। আবার অনেকে রয়েছে যারা ভালোবাসা ছোট কবিতা গুলো এসএমএস এর মাধ্যমে প্রেরণ করে থাকেন তাই বলা যায় আজকের আমাদের এই আর্টিকেলটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তোমার চোখ চেয়েছি বলে, এমন ডুবল আমার চোখ
অমন অথৈ জ্বলে রোজ, আমার ডুব সাঁতারটা হোক।
শোনো কাজল চোখের মেয়ে, আমি তোমার হব ঠিক
তুমি ভীষণ অকূল পাথার, আমি একরোখা নাবিক।
শোনো, জ্বল ছল ছল কাজল চোখের কন্যা সর্বনাশী,
আমি তোমায় ভালোবাসি।