কর্ম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কিছু কথা ও কবিতা
দীর্ঘ জীবন নয় বড় মহৎ কর্মের মধ্যে মানবজীবনে সার্থকতা নিহত। কর্ম গুণ নিয়ে মানুষ অন্যের হৃদয়ে জায়গা করে নেয়। মানুষ অনন্তকাল বেঁচে থাকে না। এক এক মানুষ একেক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে বিদায় নেয়। মানবতার কল্যাণে নিজেকে উৎসুকও করেন দিয়েছে ও জাতির সাথে প্রাণ দ্বিতীয় কোনটা বোধ করেন না এমন মানুষগুলো কর্ম জীবনে বিরল হয়ে থাকবে। জীবনটা বেশি দিনের কি কম দিনে সেটা মোটেই বিবেচ্য নয়। বিবেচ্য হলো মহৎ কর্ম করে বেঁচে থাকা।
কর্ম আসলে দু’রকমের হয়ে থাকে। এক হচ্ছে সৎকর্ম আর এক হচ্ছে অসৎকর্ম। সৎ কর্মের মানুষরা সবার কাছে শ্রদ্ধা নিয়ে ব্যক্তি হিসেবে বেঁচে থাকে। কিন্তু অসৎ কাজে ব্যক্তিদের কে কেউ ভালবাসে না। কর্মের দ্বারাই মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায়। কোন মানুষের জন্ম যে বংশেই হোক না কেন কাজী তার পরিচয় নির্ধারণ করে। মানুষের পরিচয় কখনোই তার বংশ বা পরিবারের মর্যাদাও মর্যাদার উপর নির্ভর করে না নির্ভর করে তার নিজ নিজ কর্ম ও সুকৃতির উপর।
আপনারা যারা কর্ম নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন খুঁজছেন তাদের জন্য আজকের আমার এই পোস্টটি অতি গুরুত্বপূর্ণ। আমি আজকে আমার এই পোস্টটিতে কর্ম নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে আলোচনা করেছি। আর এসব আলোচনার বিষয় যদি আপনাদেরকে উপকৃত করে তাহলে আমি বেশি খুশি হব। আপনারা যারা কর্ম নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন পাওয়ার জন্য অনলাইনে অনুসন্ধান করছেন তারা আমার এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগের সহিত পড়ুন তাহলেই কর্ম নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো সংগ্রহ করতে পারবেন।
কর্ম নিয়ে উক্তি
প্রকৃতি স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষকে মৃত্যুর করলে ধরে পড়তে হয়। তখন পিছনে পড়ে থাকে তার ভালো মন্দ সব ধরনের কাজ। ভালো কাজ হলে বহু কাল যাব তো মানুষ তা মনে রাখে। আর কাজ খারাপ হলে যুগ যুগ ধরে সকলে তার নিন্দা করে। বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে কর্ম নিয়ে উক্তি লিখেছেন। আমি তাদের থেকে বেশি বেশি কতগুলো সুন্দর সুন্দর উক্তি আমার এই পোস্টটিতে দিয়ে দিয়েছি আপনার এখান থেকেই সংগ্রহ করতে পারবেন।
১।মানুষের সাফল্য খুবই বিরল যদি না তারা যা করছে তার ওপর সন্তুষ্ট থাকে।
_ডেল কার্নেগী
২।কাজ শুরু করার জন্য আপনাকে ফলাফল সম্বন্ধে জানতে হবে না কাজ করতে করতেই আপনি ফলাফল সম্বন্ধে জেনে যাবেন।
_মার্টিন লুথার কিং
৩।করো না হয় না করো চেষ্টা বলে কোন শব্দ নেই।
_সংগৃহীত
৪।কোন একটা কাজের বিষয়ে বেশি ভাবলেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়।
_এভা ইয়ং
৫।যে মানুষটা পাহাড় সরাতে পারে সে একসময় পাথর সরিয়ে তার কাজ শুরু করেছিল। _ _কনফুসিয়াস
৬। যে কাজ করেনা তার খাওয়া অন্যায়
_সেন্ট পল
কর্ম নিয়ে ফেসবুক স্ট্যাটাস
অনেকে আছেন যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতে ভালোবাসেন। আজকে আমি তাদের জন্য আমার এই পোস্টটি লিখেছি। এখানে আমি কর্ম নিয়ে ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করেছি যেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন।
৭। প্রবৃত্তিকে পরাভূত করে যে কাজ করা হয়, তাই সর্বোত্তম কাজ
_ হযরত আলী (রাঃ)
৮।প্রত্যেক মহৎ কাজ নিজের জন্য পথ করে নেয়।
_ইমারসন
৯। আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না।
_হযরত ওমর (রাঃ)
১০।কাজের মধ্যে আত্মতৃপ্তি কাজের পরিপূর্ণতা আনে।
_এরিস্টটল
কর্ম নিয়ে ক্যাপশন
আপনারা যারা কর্ম নিয়ে ক্যাপশন খুঁজে পাচ্ছেন না তারা আমার এই পোস্টে থেকে কর্ম নিয়ে ক্যাপশন পাবেন। বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্নভাবে কর্ম নিয়ে ক্যাপশন দিয়েছেন আমি নিচ্ছে সে ক্যাপশন গুলো উল্লেখ করেছি ।এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন।
১১।কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই।কর্ম ছাড়া জীবন শুন্য।কর্ম জীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে।
_স্টিফেন হকিং
১২।অসাধারণ সব কাজ করুন এবং সামনে এগিয়ে যান। আমি মনে করি আপনি যদি এমন কোনো কাজ করেন যা প্রশংসা কুড়ায় তাহলে আপনা উচিত আরো ভালো কোনো কাজ করা। একটি প্রশংসার কাজ নিয়েই বেশি দিন পড়ে থাকবেন না। সবসময়ই এরপর কী করা যায় তা নিয়ে ভাববেন।’
_ স্টিভ জবস
১৩। সুখ কেবল অর্থের দখলে নয়; এটি অর্জনের আনন্দে, সৃজনশীল প্রচেষ্টার রোমাঞ্চে নিহিত।
_ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
১৪। আপনাকে পুরো সিঁড়িটি দেখতে হবে না, কেবল প্রথম পদক্ষেপ নিন
_মার্টিন লুথার কিং জুনিয়র
১৫। যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে
_ওয়াল্ট ডিজনি
১৬। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে
_ড. এপিজে আব্দুল কালাম
কর্ম নিয়ে কিছু কথা
মানুষ কর্মের দ্বারাই মানুষের কাছে পরিচিত হতে পারবে। বংশ পরিচয়ে নয় বরং কর্মের পরিচয়টি হচ্ছে আসল পরিচয়। কেননা অনেকে আছেন যারা সুনাম বংশে জন্মগ্রহণ করলেও কুলংকার হয়ে জন্ম গ্রহণ করে এবং অসৎকর্ম করে বেড়ায়। আবার ওই একই পরিবারের জন্মগ্রহণ করে একজন বেশ নামি এবং সুনাম অর্জন করে তার কর্মীও দ্বারা। তাই বলা যায় জন্ম হোক যথার্থতা কর্ম হোক ভালো।
১৭। ভালো মানুষ খুব ধীরে না বলে। বুদ্ধিমান মানুষ চট করে ন’ বলতে পারে
_ প্রাচীন গ্রীক প্রবাদ
১৮। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে
_ তুরস্কের বিখ্যাত প্রবাদ
১৯।অপব্যয় কারী শয়তানের ভাই
_ আল হাদিস
কর্ম নিয়ে কবিতা
কর্ম নিয়ে বিভিন্ন কবি বিভিন্নভাবে কবিতা লিখেছেন। আপনারা যারা কবিতা পড়তেও লিখতে ভালোবাসেন তারা আমার এখান থেকে কবিতা সংগ্রহ। নিচে আমি কয়েকটি কবিতা উল্লেখ করলাম।
আখতার হুসেন
মা ও বলেন,বাবাও বলেন অভিযোগের সুরে
আমি নাকি আলসে এবং কুড়ে।
ঘরের কোনো কাজ করি না মিনু যেমন করে
সারাটা দিন ধরে।
তাইতো মিনু সবার কাছে লক্ষ্মী সোনা মেয়ে
বায়না যখন যা ধরে তাই তখ্খুনি যায় পেয়ে।
মিনুর কী কাজ ? কখনো বা মসলা পাতি বাটে
মা’র হয়ে বাসন-থালা যায় যে নিয়ে ঘাটে।
কলসি ভরে জল আনে আর কাঁথায় নক্সা বোনে
কখনো বা ঝাড় দিয়ে যায়
দাওয়ায়,ঘরের কোণে।
আর আমি ? কাজ করি যে কতো সারাটা দিন ধরে
সে সব কথা একবারও কেউ,কেউ বলে না ঘরে।
কালবোশেখীর ঝড়
ভাঙলে পরে গাছের ডানা,পাখির বাসা-ঘর
আমি যে যাই ছুটে
খড়-কুটো সব খুঁজি গিয়ে মাঠপারে , প্রান্তরে
ওদের বাসা দেই বানিয়ে সযত্নে তারপরে।
এগুলো নয় কাজ ?
মা-বাবাকে বলবো গিয়ে আজ।
কাকলীদের খুড়ো বড্ডো যে থুত্থুরো
শ্বাস নেন খুব ঘন ঘন পথ চলতে গেলে
থমকে দাঁড়ান চৌ-মাথাটার সাঁকোর ধারে এলে।
তখন ছুটে কেউ তো আসে নাকো
আমিই ছুটি আমিই তাঁকে পার করিয়ে
দেই যে বাঁশের সাঁকো।
এগুলো নয় কাজ ?
মা-বাবাকে বলবো গিয়ে আজ।
আকাশ-ভাঙা ঝমঝমানো ভর বর্ষা শেষে
দূর-বিদেশের রং বে-রঙের পাখিরা সব এসে-
শালুক বিলে বসায় যখন মেলা
মনের সুখে গান গায় আর কেবল খেলে খেলা ;
শুনতে পেয়ে তাদের সে গান , হরেক রকম ডাক
ছুটে আসে শালুক বিলে শিকারীদের ঝাঁক-
তখন আমি ঢিলের পরে ঢিলটা ওদের ছুঁড়ে
শিকারীদের নাগাল থেকে দেই পাঠিয়ে দূরে।
এগুলো নয় কাজ ? মা-বাবাকে বলবো গিয়ে আজ।
শেষ কথা
আপনারা যারা শেষ পর্যন্ত আমার এই পোস্টটি কষ্ট করে পড়ে আসলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি ঠিক একইভাবে আপনাদের জন্য সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আমার এই ওয়েবসাইটটিতে আসবো। এখান থেকে আপনারা অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন।