টিপস

গুগল একাউন্ট খোলার নিয়ম-মোবাইলে ও কম্পিউটারে

অনেকে আছেন যারা এখন পর্যন্ত জানেন না কিভাবে গুগল একাউন্ট খুলতে হয়। তাই অনলাইনে অনুসন্ধান করতে থাকে কিভাবে গুগল একাউন্ট খুলতে হয় সে বিষয়ে জানার জন্য। প্রিয় পাঠক বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে গুগল একাউন্ট খুলতে হয়। আরে google অ্যাকাউন্ট মোবাইলে ও কম্পিউটারে দুটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনাদের যাদের google একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানা প্রয়োজন তারা কিংবা আপনারা যারা google একাউন্ট কিভাবে খুলতে হয় সেগুলো জানার জন্য আগ্রহী তারা আমার এই পোস্টটি থেকে জানতে পারবেন।

গুগল এর সার্ভিস যে কোন গুগল একাউন্টের প্রয়োজন পড়ে। তাই চলুন জেনে নেই কিভাবে গুগল একাউন্ট তৈরী করতে হয় সেটি মোবাইলে কিংবা কম্পিউটারে। আপনারা যারা google একাউন্ট খোলার জন্য আগুরী তারা নিচে থেকে সংগ্রহ করুন।

গুগল একাউন্ট কি

গুগল একাউন্ট এমন একটি সার্ভিস যা সকল সার্ভিসকে লগইন করে সেগুলো ব্যবহারের জন্য গুগল একাউন্ট লাগে। google account ব্যবহার করার জন্য একটি পাসওয়ার্ড ইউজারনেম দেওয়া থাকে আর এই পাসওয়ার্ডটি জানেন ব্যবহার করে সেই সকল সার্ভিস গুলো ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড ব্যবহার করতে না পারলে সেই সকল সার্ভিস গুলো আর ব্যবহার করা সম্ভব হয় না।

গুগল একাউন্টের সুবিধা সমূহ

আপনি যদি কখনো অনলাইনে ওয়েবসাইটের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমেইল একাউন্ট খুলতে হবে। গুগলে ফিমেল সেবা জিমেইল ব্যবহার করতে গুগল একাউন্ট থাকা আবশ্যক। তাই বিনামূল্যেই মেইল আদান-প্রদান করতে পারবেন জিমেইল ব্যবহার করে।

এখন হচ্ছে মোবাইল ফোন ও ইন্টারনেটের যুগ। মোবাইল ফোন শুধু সাধারণ ফোন নয় এখন স্মার্টফোন সবার ঘরে ঘরে। এমন কেউ নেই যে দিনে একবার অন্ততপক্ষে ইউটিউব ঘুরে আসেন না। আরে ইউটিউব ব্যবহার সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জনে গুগল অ্যাকাউন্টে লগইন করা অবশ্যই কর্তব্য। তা না হলে আপনি ইউটিউব সাবস্ক্রাই ব করতে পারবেন না এবং কমেন্টও করতে পারবেন না তাই ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনাকে অবশ্যই google account লাগবেই।

বর্তমানে গুগল সার্চ জিমেইল ইউটিউব সহ গুগলের বিভিন্ন সেবা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। জীবনে প্রতিটি ক্ষেত্রেই এখন ইন্টারনেট সার্ভিস দরকার হয়। কেননা এখন অনলাইনে সবকিছু কেনাকাটা হয়ে থাকে। তাই গুগল একাউন্টের অনেক প্রয়োজন।

গুগল একাউন্ট খুলতে কি কি লাগে

আপনারা অনেকেই জানেন না যে গুগল অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে। তাই অনলাইনে অনুসন্ধান করতে থাকেন প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়া জন্য। google account খোলার জন্য আপনাকে অবশ্যই ব্যক্তিগত তথ্যগুলো জানতে হবে যেমন নাম, লিঙ্গ, জন্ম, তারিখ ইত্যাদি প্রদানের প্রয়োজন আছে। আর এসব প্রদানের পর আপনি অবশ্যই সে গুগল অ্যাকাউন্ট নাম্বারটি ভেরিফিকেশন করতে পারবেন।

কম্পিউটারে গুগল একাউন্ট খোলার নিয়ম

আপনারা যারা কম্পিউটারে গুগল একাউন্ট খুলতে চান তাদের জন্য কয়েকটি নিয়ম অতিক্রম করতে হবে। কেননা কম্পিউটারে সহজ ভাবে ব্রাউজার থেকে গুগল একাউন্ট খোলা যাবে। আমি নিচে দিয়ে দিয়েছি কিভাবে কম্পিউটারে গুগল একাউন্ট খুলতে হয়। আর এজন্য প্রথমেই আপনাকে যে কোন ব্রাউজার থেকে গুগল একাউন্টের সাইন আপ পেজে প্রবেশ করতে হবে। নিচে বাকি সকল নিয়মগুলো উল্লেখ করা হলো।

  • গুগল একাউন্টের জন্য ব্যবহার করতে আপনার নাম প্রদান করুন
  • গুগল একাউন্টের জন্য একটি ইউজারনেম দিন
  • গুগল একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড প্রদান করুন
  • স্ক্রিনে দেখানো সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর Next চাপুন
  • এরপর আপনার ফোন নাম্বার প্রদান করুন
  • রিকভারি মেইল প্রদান করুন
  • জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
  • এরপর প্রদত্ত ফোন নাম্বারে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করুন

মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম

আপনারা যারা হাতের স্মার্টফোনে খুব সহজে মোবাইল একাউন্ট খুলতে চান তারা নিচে থেকে এর নিয়ম গুলো জেনে নিন।

মোবাইলে ব্রাউজার ছাড়া গুগল একাউন্ট খোলার উপায়

আপনারা অনেকেই জানেন না মোবাইলে ব্রাউজার ছাড়া গুগল একাউন্ট খোলা যায়। এর একটি সহজ উপায় আছে যেগুলো গুগল একাউন্ট খোলার ব্রাউজার। তাহলে দেখি কিভাবে এন্ড্রয়েড মোবাইলে গুগল একাউন্ট খুলতে হয়।

  • Settings এ প্রবেশ করুন
  • স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
  • Add Account সিলেক্ট করুন
  • Google সিলেক্ট করুন
  • ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
  • এরপর Create Account সিলেক্ট করুন
  • ব্যাক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল একাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
  • আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
  • এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
  • Username ফিল্ডে গুগল একাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
  • এরপর আপনার গুগল একাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
  • গুগল একাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
  • মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন
  • ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল একাউন্টে এড করতে চাইলে Next ও এড না করতে চাইলে Skip চাপুন
  • Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন

গুগল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম

আপনাদের গুগল একাউন্টে যদি অপ্রয়োজনীয় কোন তথ্য থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে সে তথ্যগুলো ডিলিট করে দিতে পারবেন। কিন্তু অনেকেই জানেন না কিভাবে ডিলিট করতে হয়। আমি আজকে তাদের জন্য কিভাবে ডিলিট করতে হয় সে উপায়গুলো জানিয়ে দিয়েছি।

  • কোনো ব্রাউজার থেকে এই লিংকে প্রবেশ করুন
  • গুগল একাউন্টে লগিন করা না থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
  • এরপর স্ক্রিনে দেখানো Delete Your Account এ ক্লিক করুন
  • স্ক্রিনে প্রদর্শিত দুইটি চেকবক্সে টিক মার্ক দিন
  • এরপর Delete Account লেখায় ক্লিক করুন

আশা করি আমার এই পোস্টটি থেকে আপনারা অনেকে উপকৃত হবেন। আমি আবারো নতুন কোন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *