উক্তি

অভাব নিয়ে উক্তি,বাণী ,স্ট্যাটাস

অনেকেই আছেন যারা অভাব নিয়ে উক্তি ,বাণী ,স্ট্যাটাস এসব খুঁজছেন। তাই আমি আমার এই স্ট্যাটাসে অভাব সম্পর্কে উক্তি বাণী ও স্ট্যাটাস উল্লেখ করেছি। আপনারা যারা এখনো অভাব সম্পর্কে উক্তি বাণী খুঁজে পাননি তারা আমার এই স্ট্যাটাস থেকেই পেয়ে যাবেন।

অভাব কথাটা শুনলেই মানুষের মধ্যে একটা আতঙ্কের ঝড় উঠে। আর এই অভাব নির্ধারণ করার একমাত্র উপায় হচ্ছে শ্রম। শ্রম ছাড়া কখনো স্বভাব নির্ধারণ করা সম্ভব নয়। যে যত বেশি শ্রমিক দেয় তার পারিশ্রমিক ততবেশি। অলস লোক কখনো অভাব নিবারণ করতে পারেনা। তাই বলছি শ্রম দাও ,অভাব নিবারণ করো।

অভাব সম্পর্কে উক্তি

বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্নভাবে অভাব সম্পর্কে উক্তি দিয়েছেন। এদের মধ্যে বাছাইকৃত ভাবে নিচে কয়েকটি উল্লেখ করা হলো।

১. “টাকার অভাব কোনও বাধা নয়, ধারণার অভাব বাধা।” – কেন হাকুতা

২. “আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে অথবা এর অভাব আপনাকে চিরকাল নিয়ন্ত্রণ করবে।” – ডেভ রামসে

৩. “আপনি নিজের প্রতি সবচেয়ে খারাপ পাপটি করতে পারেন যে আপনি বসে আছেন এবং অপেক্ষা করছেন যে কেও আপনাকে টাকা দেবে।” – ম্যাক ডিউক কৌশলবিদ

৪. “আপনার যা অর্জন করার ক্ষমতা আছে তার জন্য কখনও ভিক্ষা করবেন না” – মিগুয়েল ডি সার্ভেন্টেস

৫. “আমাদের কখনও টাকার অভাব হয় না। আমাদের অভাব হয় সেই মানুষগুলির যাদের স্বপ্ন আছে, যারা এই স্বপ্নগুলির জন্য মরে যেতেও রাজি থাকে।” – জ্যাক মা

অভাব সম্পর্কে বাণী

প্রতিটা মানুষেরই একটার পর একটা অভাব লেগেই থাকে ।মানুষের চাহিদা যত বেশি অভাবে পরিমাণ তত বেশি। অভাবটা তার চাহিদার ওপর বেশি নির্ভর করে। চাহিদা না থাকলে অভাব বোঝা যায় না। বিভিন্ন ব্যক্তিদের অভাব সম্পর্কে বাণী নিম্নে উল্লেখ করা হলো।

১। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
উইলিয়াম শেক্সপিয়ার

২। যদি আপনি গরিব হয়ে জন্মান তাহলে আপনার কোনো দোষ নেই। তবে যদি আপনি দারিদ্রতা নিয়ে মারা যান তবে দোষটা আপনারই।
বিল গেটস

# নিশ্চয়ই আল্লাহ্‌ কাউকেই তার সামর্থের বাইরে কোন কাজ চাপিয়ে দেন না ।
সূরাঃ আল-বাকারাহ ২৮৬

৩। সম্পদ কোনোদিনই দারিদ্রতা নিরসন করতে পারে না। দারিদ্রতা নিরসনের জন্য দরকার শিক্ষা।
এম. এফ মুঞ্জাযের

অভাব সম্পর্কে স্ট্যাটাস

অনেকেই আছেন যারা অভাব সম্পর্কে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে ভালোবাসেন। তাই চারপাশে অভাব সম্পর্কে স্ট্যাটাস খুঁজছেন। আজকে আমি আমার পোস্টটিতে অভাব সম্পর্কে স্ট্যাটাস লিখেছি। আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের এই স্ট্যাটাসটি ভালো লাগবে। সবাই চায় অভাব থেকে বেরিয়ে আসতে। আর অভাব থেকে বেরিয়ে আসার জন্য অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া অভাব মোচন এর কোনো রাস্তা নেই। তাই অর্থ উপার্জনের উপায় খুঁজে বেড়ায় সবাই।

 

যদি আপনি দারিদ্রতা নিয়েই খুশি থাকেন তাহলে মনে রাখবেন শয়তান হলো আপনার বন্ধু।
কোজো বেনটিল

একজন দরিদ্র লোকও ভালো থাকার জন্যে প্রার্থনা করতে পারে।
কোলরিজ

বিপ্লব ও অন্যায় সৃষ্টির একমাত্র কারণ হলো জনগণের দারিদ্রতা।
এরিস্টটল

সম্পদ ছাড়া বেচে থাকাকে দারিদ্র্যতা নয়। বরং আশা ছাড়া বেচে থাকাই হলো আসল দারিদ্রতা।
সংগৃহীত

দারিদ্রতা হলো কোনো পাপের সাজার মতো যা আপনি কোনোদিন করেননি।
এলি খামারভ

পরিশেষে বলা যায় অর্থ ছাড়া অভাব মোচন হয় না। আর স্বপ্ন পূরণের জন্য অর্থই একমাত্র সম্বল। অভাবের কারণে অনেকেই নিজের স্বপ্ন পূরণ হতে ব্যর্থ হয়ে পড়েন। তাই পরিশ্রম কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে অভাব মোচনের পথকে বেছে নাও। তাহলেই অভাব মোচন করা থেকে সক্ষম হবেন। অভাব সম্পর্কিত আমার এই স্ট্যাটাসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিন। আবার সুন্দর সুন্দর স্ট্যাটাস নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো। এ পর্যন্ত আপনারা ভাল থাকুন আমার জন্য দোয়া রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *