বৃষ্টি নিয়ে কবিতা, রোমান্টিক উক্তি
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। প্রতিদিন অসংখ্য মানুষ রয়েছে যারা এখানে বৃষ্টির কবিতার জন্য অনুসন্ধান করে যাচ্ছেন। কিন্তু তেমন কোন ওয়েবসাইট নেই যেখানে সুন্দর সুন্দর ভাববে কবিতা দেওয়া রয়েছে দৃষ্টি সংক্রান্ত কবিতাগুলি তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরেছি। আপনারা যারা বৃষ্টি নিয়ে কবিতা রোমান্টিক উক্তি এসব বলেন অনুসন্ধান করে যাচ্ছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলটিতে স্বাগতম।
অনেকে এসব কবিতা বৃষ্টি চরিত্র কোন ছবি কিংবা বৃষ্টির দিন ভালোবাসার মানুষগুলোকে এ ধরনের কবিতা দিয়ে অবাক করে দেয় এছাড়াও ফেসবুক ক্যাপশন হিসেবে এগুলো ব্যবহার করে থাকে। এজন্য আমরা আমাদের এই আর্টিকেলটিতে বৃষ্টির কবিতা গুলো দিয়ে আপনাদের সহযোগিতা করব। ছোট বড় সকল লেখকের বৃষ্টির কবিতাগুলো আমরা সংগ্রহ করে আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরেছি।
বৃষ্টি নিয়ে কবিতা
অসংখ্য মানুষের চাহিদা মেটাতে আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি। আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা এখানে বৃষ্টি নিয়ে যতগুলো কবিতা রয়েছে সেগুলো তুলে ধরেছি অনেক ক্ষেত্রে এ সকল কবিতার প্রয়োজন পড়ে। তাই আপনারা আমাদের এই আর্টিকেলটির কবিতাগুলো দেখে মুগ্ধ হবেন। নিচে বৃষ্টি নিয়ে কবিতাগুলো তুলে ধরা হলো।
“ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।”
“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”
“মেঘ তোর সঙ্গে যাবো,
হাওয়ায় ভেসে শীল কুরাবো।
মেঘ তোর সঙ্গে যাবো,
ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো।”
“বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস এর ভীড়ে বারে।
ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে।”
“বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ
ভেজা কাকটা ডানা
ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো
মাথায় খায় ঘুরাপক।”
“টিপ টিপ বৃষ্টি পরে।
একা বসে আছি ঘরে।
তুমি আছো কেমন করে।
জানাও আমায় SMS করে।
তোমার কথা মনে করে।
মেসেজ দিলাম সেন্ড করে।”
“এই বৃষ্টির নেশা তে,
চাই মন হারা তে।
সব সীমা ছাড়িয়ে,
মন চাই শুধু তোমাকে।”
“বৃষ্টি হলে খবর দিস
হাঁটবো দু’জন একটি ছাতায়,
খালি পায়ে শহর ঘুরে,
বৃষ্টি ভেজা প্রেমের গল্প,
লিখে রাখব ডায়রির পাতায়।”
“বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।”
“আবার যদি বৃষ্টি নামে,
আমিই তোমার প্রথম হবো।
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো।”
শহর জুড়ে বৃষ্টি নামুক,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,
আমি তোমাকে চাই।
বৃষ্টি মানে জলের দেশে ভেলায় করে ভাসা,
দূর আকাশের রামধনুটা ছুয়ে দেখার আশা।
মাটির চুলোয় ডাব-খিচুড়ি, বেগুন ভাজার সাথে,
কাঁদার ভিতর গড়াগড়ি, ফুটবলে তে মাতে।
বৃষ্টি মানে বইপ্রেমিরা বইয়ে ডোবে; কফির মগ হাতে,
সোডিয়াম বাতি অনর্থক শহুরে এমন রাতে।
শতরঞ্জির খেলায় মাতে ছেলেবুড়োর দল,
বৃষ্টিভেজা হওয়ার জন্যে হাজার রকম ছল।