শুভেচ্ছা

শীতকাল নিয়ে এসএমএস, স্ট্যাটাস, উক্তি, কবিতা, ক্যাপশন, ছন্দ, কিছু কথা

আপনি কি শীতের সকাল নিয়ে স্ট্যাটাস, শীতের সকাল নিয়ে এস এম এস শীতের সকাল নিয়ে উক্তি শীতের সকাল নিয়ে ক্যাপশন অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন? তাহলে এখনি চলে আসুন আমাদের এই ওয়েবসাইটটিতে। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সকাল নিয়ে এসএমএস স্ট্যাটাস উক্তি কবিতা ক্যাপশন ছন্দ ও কিছু কথা নিয়ে। আপনারা যা শীতে সকাল নিয়ে এসএমএস স্ট্যাটাস উক্তি কবিতা ক্যাপশন ছন্দ কিছু কথা পেতে চান তারা নিচে থেকে সংগ্রহ করুন।

ষড়ঋতুর দেশ এই বাংলাদেশ। বাংলাদেশের ছয়টি ঋতু আসা-যাওয়া করলেও মূলত তিনটি যে ঋতুর বাংলাদেশে প্রধান ভাবে প্রতিফলিত হয়। প্রতিটি ঋতুতে আলাদাভাবে বাংলাদেশের প্রকৃতি সেজে ওঠে তাই গ্রীষ্মকালে প্রচন্ড তাপদহ চতুর্দিকে প্রতিফলিত হয় এরপর আসে শীতল করে দেওয়া বর্ষা। বর্ষার সময় চারিদিকে পানি থই থই করে এবং বর্ষা পানি শুকিয়ে যেতে চলে আসে বাংলাদেশের সাধারণত কোষ এবং মাঠ এই দুই মাসকে শীতকাল ধরা হয়। আর আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব এই শীতকাল নিয়ে স্ট্যাটাস উক্তি ক্যাপশন এসএমএস ও কিছু কথা নিয়ে।

শীতের সকালের শুভেচ্ছা বার্তা

শীতের সকালে ঘুমাতে উড়তে চারদিকে লক্ষ্য করা যায় ঘন কুয়াশা। ঘাসের উপর হাঁকাহাঁকা শীত পড়তে দেখা যায় বিছানা ছেড়ে কিছুতে উঠতে ইচ্ছে করে না সবাই মুড়ি দিয়ে শুয়ে থাকে। তাই এসো থাকা অবস্থায় শীতের সকালে কিছু শুভেচ্ছা বার্তা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কেন না এ সময় মনে পড়ে তার প্রিয়জনের কথা এবং এই শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই প্রিয়জনের কাছে। আপনারা যারা শীতের সকালে শুভেচ্ছা বার্তা প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে চান তারা আমাদের এই আর্টিকেলটি থেকে সংগ্রহ করে নিন।

সকাল বেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে,
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে।
আমিতো আর পাখি নয় বলব উড়ে উড়ে ,
বলছি তাই শীতের শুভ সকাল.

 

সকালের রোদ তুমি বিকেলের ছায়া,
গোধূলির রং তুমি মেঘের মায়া।
ভোরের শিশির তুমি জোছনার আলো,
আমি চাই তুমি থাক সব সময় ভাল।

শীতের শুভ সকাল

 

চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে।
পাখিরা আপন সুরে গান গাইছে।
সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে।
আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায়

শুভ সকাল বলছে

শীতে সকালের স্ট্যাটাস

সার্দিক বাসায় ধাক্কা এবং পিঠা পুলি খাওয়ার ধুম পরে ঠিক এই শীতকালেই। চারিদিকে রুক্ষতা ভেদ করে এ রোমান্টিক মুহূর্ত তৈরি হয় মনের ভিতর। গাছের পাতাগুলো শীতকালে ঝরে গেলেও প্রকৃতি নতুন আঙ্গিকে সেজে ওঠে।শীতের প্রকৃতি সকালে মনে প্রিয়জনকে কাছে আনার অনুভূতি তৈরি করে দেয় তাই অনেকে চায় তার ফেসবুক আইডি কিবা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিতে। আমরা নিচে কতকগুলো স্ট্যাটাস উল্লেখ করেছি।

  • রৌদ্রের তাপ মৃদু, শিশির ঝরা রাত আর কুয়াশাচ্ছন্ন ভোরবেলা চারিদিক,
    ধোঁয়ার মতন বাষ্পকণা উড্ডীন নদী ও পুকুরের জল হতে,
    পাতা ঝরা মরশুম যে কড়া নাড়ে দ্বারে
    আর জানান দিয়ে যায়;
    উদাসী সন্ন্যাসীর বেশে শীত এসেছে অাজ প্রকৃতিকে রিক্ত করতে।
  • গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা,
    খেজুরগাছে ঝোলে রসের হাঁড়ি
    পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন
    আর তার সাথে নলেনগুড়ের পায়েস
    একেই বলে শীতকালের আয়েস।
  • প্রকৃতির সে এক উদাসী বিষণ্ন চেহারা;
    সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ
    শীতের সকালে লেপের আরাম ছেড়ে উঠতে চায় না মন আর
    চোখে যেন লেগে থাকে ঘুমের রেশ।
  • ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতের মনোরম সকাল ।
  • শুধু আমলকীর ডালে ডালেই নয়
    শীতের হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকেও ছুঁয়ে যায়; হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ।
  • শীত যেন এক উদাসী বাউল
    হাতে নিয়ে একতারা, বাজায় বৈরাগ্যের সুর।
  • নিরানন্দের আবরণকে সরিয়ে শীতের সকাল কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের।
  • শীতের সকাল যেন এক প্রৌঢ়া কুলবধূ; তার সলজ্জ মুখখানি দিগন্ত বিস্তৃত কুয়াশার অবগুণ্ঠনে ঢাকা।
  • শীতের সকাল যখন তার কুয়াশার অবগুণ্ঠন ধীরে ধীরে খুলতে থাকে তখন যেন তার বৈরাগ্য ধূসর অঙ্গ থেকে শুভ্র সমুজ্জ্বল ত্যাগের সুষমা ছড়িয়ে পড়ে গোটা প্রকৃতিতে।

শীতের সকালের উক্তি

শীতের সকাল সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি সময়। এ সময় একেকজন একেক জনকে বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস এবং এসএমএস শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। কেননা ঠিক এই সময় সকালে সকলেই লেপের ভিতর বাধা দিয়ে থাকে। তাই এই সময়টাতে প্রিয়জনের কথা মনে করে তাদের কাছে শুভেচ্ছা বার্তা বিনিময় করে থাকেন।

  • শীতের কোনো প্রাণোচ্ছল রূপমাধুরী নেই, সে রিক্ত ,ধ্যানমগ্ন মহাতাপস।
  • হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত যখন সাময়িকভাবে নিজের অধিকার বিস্তার করে; তখন মানুষ তাকে বরণ করে নেয়।
  • নবান্নের ঘ্রাণ শেষ হতে না হতে দোরগোড়ায় এসে উপস্থিত হয় আমাদের সকলের প্রিয় শীতকাল।
  • নলেন গুড়ের গন্ধ ভাসে বাতাসে; পৌষ পার্বণে পিঠে পায়েসের সাড়া পড়ে ;প্রকৃতি জানান দেয় শীত পড়েছে এবারে।

শীতের সকালের ক্যাপশন

আপনি কোন একদিন কোন কুয়াশার জন্য সকালে কোথাও ঘুরতে গিয়ে বা বাড়ির পাশে কোথাও একটি ছবি ক্রিয়েট করেছেন তবে এই ছবিটি আপনার ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া আপলোড করতে চাচ্ছে। এজন্য আপনি এই শীতের সকাল এ ক্যাপশন যোগ করতে পারেন এজন্য আমরা আমাদের আর্টিকেলটি সেরকম করে কিছু ক্যাপশন সংযুক্ত করেছি। সবচেয়ে জনপ্রিয় কিছু ক্যাপশন দেখে নিতে পারেন আপনারা আমাদের এই আর্টিকেলটি থেকে।

  • শীতের দিনে মানুষ খোঁজে উষ্ণতার পরশ ।
  • শীতের দিনের উষ্ণতার সন্ধানে গৃহস্থলিতে দেখা যায় গরম বস্ত্রের আধিক্য,
    দরিদ্র সমাজের ভরসা কেবল অগ্নি স্থলই।
    নিষ্ঠুর প্রকৃতি নয়; সমাজ ই নির্মম ।
  • শীতের দিনের রুপোলি রোদে অবগাহন করতে করতে গ্রাম্য পথে আপন মনে ভ্রমণের অভিজ্ঞতা অনির্বচনীয়।
  • অমলিন ও পরিচ্ছন্ন শীতকাল যেমন উপভোগ্য তেমনই স্বাস্থ্যকর।
  • শীতের দিনে সুনির্মল আকাশ থেকে রোদের আলোর ঝরনাধারা নেমে এসে পৃথিবীকে উজ্জ্বল করে দেয়।
  • শীতের সোপানে পা রেখেই যে আগমন ঘটে রক্তিম অনুরাগের বসন্তের ।
  • শীতের উজ্জ্বল উপস্থিতি যেন সুখানুভূতির আনন্দ- নিলয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *