ঘোমটা নিয়ে স্ট্যাটাস, উক্তি, কবিতা, কিছু কথা, ছবি 2024
আপনারা যারা ঘোমটা নিয়ে স্ট্যাটাস কবিতা উক্তি ও কিছু কথা নিয়ে অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন তাদেরকে আমাদের এই ওয়েবসাইটটিতে স্বাগতম। কেননা আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করব ঘোমটা নিয়ে স্ট্যাটাস কবিতা ও কিছু কথা নিয়ে। বাঙালি মেয়েদের চির পরিচিত একটি রূপ হলো ভূমিকা দিয়ে অপরিচিত কিংবা বাইরে বড়দের সাথে দেখা করা।
ঘোমটা প্রচলন অত্যন্ত ঐতিহ্যবাহী এবং উচ্চমান সম্পন্ন একটি রীতি। বাড়ির মেয়েরা ঘোমটা দিয়ে বড়দের সাথে কথা বলবে এবং বড়দের সাথে সাক্ষাৎ করার সময় ঘোমটা দিয়ে বের হবে তবে তাকে ভালো মেয়ে বলে সম্বোধন করা যায়। তাই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করব ঘোমটা নিয়ে স্ট্যাটাস উক্তি কবিতা ও কিছু কথা।
ঘোমটা নিয়ে স্ট্যাটাস
অনেকে আছে যারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ঘোমটা নিয়ে স্ট্যাটাস দিতে ভালোবাসে। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে ঘোমটা নিয়ে স্ট্যাটাস তুলে ধরেছি। আপনারা যারা ঘোমটা নিয়ে স্ট্যাটাস অনলাইনে নিষেধন করছেন তারা আমাদের এই আর্টিকেলটি থেকে তুলে নিতে পারেন।
- কেন তোমাকে দিতে হবে ঘোমটা
ঘুমটা না দিলেই কি নয় সম্মান??
————– অনিন্দিতা শর্মা - ঝড় জল আসেনি সে সন্ধ্যায়
তারাদের নিয়ে সে যে
লুকিয়েছিল আস্তানায় - তোকতে সেই গেল একটু তফাৎ
মেঘের ঘোমটা সরিয়ে
আধ খানা মুখ লুকিয়ে
উঁকি দিল ওই দেখ আধখানা চাঁদ।
হাধখানা চাঁদেরই ওই দেখ
কত আলো কত শোভা
হাজার তারার মাঝে
সবচেয়ে মনোলোভা। - বৌমা থাক ঘোমটার আড়ালে
জামাইয়ের বড্ড গরম লাগে, থাকুক হাফ প্যান্টে।
———-পূজা চক্রবর্তী - ঝড় জল আসেনি সে সন্ধ্যায়
তারাদের নিয়ে সে যে
লুকিয়েছিল আস্তানায়
ঘোমটা নিয়ে কবিতা
চাঁদের ঘোমটা
– মোঃ নুরুজ্জামান রুবেল
মেঘের আঁচলে ঘোমটা দেয়া পূর্ণিমার চাঁদটা,
লজ্জায় মেখে আছে যেন লজ্জাবতী মুখটা।
আঁচল সরিয়ে উঁকি মারে,
মন ভরে যায় সে হাসির ঝলকে।
ইশারায় ডেকে যাই,
আলোর জোয়ারে ভাসতে চাই।
ঘোমটা সরিয়ে লজ্জা রাঙ্গা মুখে,
জলের মাঝে তোমায় দেখতে পাই,
যখনি তোমায় ছুঁতে চায় এ মন,
মেঘের আঁচলে মুখ লুকিয়ে থাকো সারাক্ষন।
পূর্ণিমা খেলে জলের ভেতর,
তোমার জন্য তৈরি এ জল মহল।
জল সিংহাসনে আছো বসে,
যেন আছো রাজরানীর বেশে।
ছোঁবো বলে হাত বাড়াই,
ঘোমটা টেনে মেতে উঠো লুকোচুরি খেলায়।
ঘোমটা
সৃজনী ফয়সাল আহমেদ
ও ঘোমটা পরা মেয়ে,
মাথায় কেন ঘোমটা দিয়ে,
আমার দিকে আসছ ধেয়ে ধেয়ে?
ও ঘোমটা পরা মেয়ে,
আমি দেখছি তোমায় পার্শ্বে দাঁড়িয়ে,
সশঙ্ক জেনো অহেতুক ভেবেছো বাড়িয়ে।
ও ঘোমটা পরা মেয়ে,
স্বাধীন দেশে স্বাধীন গান উঠবে তুমি গেয়ে।
চলবে তুমি অধীরভাবে নয়কো সংশয়ে।