দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, স্টপেজ, অফ ডে ২০২3
আমরা আজকে আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিট মূল্য। আপনার সকলে অবগত আছেন যে দোলনচাঁপা এক্সপ্রেস সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল করে থাকি। সাম্প্রতিক দোলনচাঁপা এক্সপ্রেস দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত এর পরিষেবা পঠিত করে তাই আজকের আমরা আমাদের এই আর্টিকেলটি নিয়ে এসেছি দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এর বিস্তারিত তথ্য নিয়ে।
বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ট্রেন হচ্ছে দোলনচাঁপা এক্সপ্রেস। সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত এই ট্রেনটি চলাচল করতো। গত ১১ জন ২০২২ হতে ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড় পর্যন্ত চলাচল শুরু করেছে। তিনটি সান্তাহার রেলওয়ে স্টেশন হতে শুরু করে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করবে। এডুতে ট্রেনে উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ( নতুন)
প্রতিদিন পঞ্চগড় থেকে সান্তাহার পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি কোন বিরতি দিন নেই এটি প্রতিদিনই পঞ্চগড় থেকে সকাল ছয়টায় সান্তাহারে উদ্দেশ্যে ছাড়ে এবং ট্রেনটি বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে সান্তাহার ষ্টেশনে পৌঁছায়।
অপরদিকে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি প্রতিদিন বেলা ১১ টায় পঞ্চগড়ের উদ্দেশ্যে ছাড়ে এবং রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত আটটা 20 মিনিটে। সান্তাহার থেকে পঞ্চগড় পঞ্চায়েতের ট্রেনটি প্রায় ১৭ রেল স্টেশন অতিক্রম করবে।
স্টেশন | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
সান্তাহার টু পঞ্চগড় | না | 6.00 AM | 3.50 PM |
পঞ্চগড় টু সান্তাহার | না | 11.00 AM | 8.20 PM |
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
দোলনচাঁপা এক্সপ্রেস পঞ্চগড় হতে সান্তাহার পর্যন্ত চলাচল করার সময় প্রায় 17 টি রেলওয়ে স্টেশন অতিক্রম করে। প্যান্টি যাত্রাপথে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এবং বগুড়া জেলা অতিক্রম করে তাই পঞ্চগড় হতে রংপুরগামী সকল জাতীয় ট্রেনটি ব্যবহারের জন্য সুবিধা পাবে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
দোলনচাঁপা এক্সপ্রেস দশটিতে মোট ৪৯৫ টি আসন আছে। এর মধ্যে 27 টি নন এসি প্রথম শ্রেণীর ১৮০ টি শোভন ও শোভন সাধারণ ২৮৮ টি।
আসুন ছেলে অনুযায়ী দোলনচাঁপা এক্সপ্রেস এর টিকিট মূল্য জেনে নেই। দোলনচাঁপা এক্সপ্রেস এর টিকিট অনলাইনে অথবা স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫%ভ্যাট) |
শোভন | ১২০ টাকা |
শোভন চেয়ার | ১৪৫ টাকা |
প্রথম বার্থ | ২৯০ টাকা |
স্নিগ্ধা | ২৪০ টাকা |
এসি সিট | ২৯০ টাকা |
এসি বার্থ | ৪৩০ টাকা |