গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন?
আপনি কি গুগল ড্রাইভ নিয়ে অনুসন্ধান করছেন? জানতে চাচ্ছেন গুগল ড্রাইভ কি? তাহলে আপনি আমারে পোষ্টটি থেকে জেনে নিন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুগল ড্রাইভ কি এবং গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন। গুগল ড্রাইভ কি বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা যারা এসব বিষয় নিয়ে জানতে চান তারা আমার এই পোস্টটি থেকে খুব সহজেই বুঝতে পারবেন। আপনি এখান থেকেই জেনে নিন গুগল ড্রাইভ কি এবং গুগল ড্রাইভ আপনি কিভাবে ব্যবহার করবেন।
গুগল ড্রাইভ এমন একটি সফটওয়্যার যা আপনি ফোন থেকে সবকিছু কপি করে এখানে রাখতে পারবেন। যদি কখনো আপনার এই বিষয়গুলো নষ্ট হয়ে যায় তখন আপনি আবার এই google drive থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন। তাই গুগল ড্রাইভ একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। আপনার এই বিষয়টি সম্পর্কে জানা খুবই প্রয়োজন।
গুগল ড্রাইভ কি?
গুগল ড্রাইভ এমন একটি সফটওয়্যার যা আপনার প্রয়োজনীয় তথ্য রাখা একটি অ্যাকাউন্ট বলা যায়। এই গুগল ড্রাইভে আপনি আপনার যেকোন বিষয়ে যে কোন তথ্য সংরক্ষণ রাখতে পারবেন। যদি কখনো আপনার মোবাইল বা কম্পিউটার নষ্ট হয়ে যায় তারপরও আপনি এই গুগল একাউন্ট থেকে আপনার সকল তথ্য আপনি আবার সংগ্রহ করতে পারবেন।
তাই বলা যায় গুগল ড্রাইভ একটি বিশেষ গুরুপ্তপূর্ণ তথ্যভাণ্ডার। যেখানে আপনি সকল প্রকারের তত্ত্ব গুপ্ত ভাবে রাখতে পারবেন। আর এখান থেকে আবার সেই তথ্য আপনি নিজেরায়ত্তে নিয়ে আসতে পারবেন। এটি গুগলের তৈরি একটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার।
গুগল ড্রাইভ এর সুবিধা
আপনারা যারা এখন পর্যন্ত গুগল ড্রাইভ এর সুবিধা গুলো জানেন না তারা নিচে থেকে google drive এর সুবিধা গুলো জেনে নিন। গুগল ড্রাইভ ব্যবহার করে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন। এই গুগল ড্রাইভ আপনার প্রয়োজনীয় সব তথ্য ধরে রাখবে। যেগুলো আপনার খুব কাজে লাগবে। এই google ড্রাইভে আপনি আপনার সমস্ত তথ্য সংরক্ষণ রাখতে পারবেন। নিচে গুগল ড্রাইভের সুবিধা গুলো উল্লেখ করা হলো।
- গুগল ড্রাইভে আপলোড করা ছবি বা ফাইল যেকোন স্মার্টফোন বা কম্পিউটার বা গুগল ড্রাইভের ওয়েবসাইট ব্যবহার করে যেকোনো সময় পুনরায় ডাউনলোড করা যায়।
- আপনি যতদিন না ফাইল গুলি নিজের গুগল ড্রাইভ একাউন্ট থেকে ডিলিট করবেন, সেগুলি আপনার গুগল একাউন্টে স্টোর হয়েই থাকবে।
- আপনার মোবাইল বা কম্পিউটার খারাপ বা চুরি হয়ে গেলেও আপনার আপলোড করা ছবি বা ফাইল নিরাপদভাবে সেখানেই থাকবে।
- গুগল ড্রাইভে ১৫ জিবি (GB) পর্যন্ত Free storage space দেয়া হয়।
- যেকোনো সময় যেকোনো ছবি বা ফাইল নিজের একাউন্ট থেকেই যাকে ইচ্ছে বিভিন্ন মাধ্যমে শেয়ার করা যায়। শেয়ার করা সেই লিংকের মাধ্যমে তারা সেই ফাইল বা ছবি ডাউনলোড করতে পারবে।
- গুগল ড্রাইভ (Google drive) অ্যাপ যেকোনো ডিভাইসের (যেমন- Mobile, Computer বা Laptop) জন্য ফ্রীতেই Available.
- অনলাইন এবং অফলাইন দু মাধ্যমেই ব্যবহার করা যায়।
- গুগল ড্রাইভে বিভিন্ন রকমের Presentation file, Document files, Excel sheet files ইত্যাদি তৈরি করা যায়।
- একজন blogger তার নিজের ব্লগের Full Automatic backup গুগল ড্রাইভে নিতে পারবে।
- গুগল ড্রাইভের ড্যাশবোর্ডে ফোল্ডার বানানো যায় এবং ফোল্ডারের ভেতরে বিভিন্ন ফাইল বা ছবি আপলোড করা যায়।
- এর কারণে স্মার্টফোনের অনেক Storage space বাঁচে।
গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন?
গুগল ড্রাইভ ব্যবহার করা অনেকেই জানেনা। তাই এ বিষয়টি সম্পর্কে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকে। আজকে আমি আপনাদের জন্য এই গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করে সে বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি। আপনি নিচে থেকে জেনে নিন কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন।
- Google drive website ব্যবহার করে।
- গুগল ড্রাইভ অ্যাপস (Apps) ব্যবহার করে।
গুগল ড্রাইভ ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন?
গুগল ড্রাইভ ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন তা সম্পর্কে আপনারা অনেকেই চিন্তিত। কিন্তু এটা খুব সহজ বিষয় যা আপনি খুব সহজেই করতে পারবেন। আর সেজন্য আপনাকে আমার দেওয়া তথ্যগুলো অনুসরণ করে চলতে হবে। আমার দেওয়া তথ্য গুলো অনুসরণ করে চললে আপনি খুব সহজেই গুগল ড্রাইভ ওয়েবসাইটটি ব্যবহার করা শিখে যাবেন। আমি নিচে গুগল ড্রাইভ ওয়েবসাইটটি ব্যবহার করা পদ্ধতি সমূহ দিয়ে দিয়েছি।
- প্রথমে Google drive website এ প্রবেশ করুন। এরপর Go to Google drive এর একটি লিংক দেখতে পাবেন।ওখানে আপনাকে ক্লিক করতে হবে।
- এরপর নতুন পেইজে গুগলের লগইন পেইজ দেখতে পাবেন। ওখানে আপনার জিমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড ইউজ করে লগইন করতে হবে।
- আপনার Web Browser এ এটি আগে থেকেই গুগল একাউন্টে লগইন করা থাকলে আপনাকে Google Account Login পেজ দেখাবে না।আপনার একাউন্টের প্রোফাইল লিংকে ক্লিক করে আপনি অন্য Google account দিয়ে গুগল ড্রাইভে লগইন করতে পারবেন।
-
ধাপ -২
- Google drive এ আপনার একাউন্ট লগইন করার সাথে সাথে আপনি নিজের একাউন্ট ড্যাশবোর্ড দেখতে পাবেন।আপনার আপলোড করা সব ধরণের ফাইল বা ইমেজ ড্যাশবোর্ডে দেখতে পাবেন।
- আপনারা ওয়েবসাইটের বামপাশে থাকা “New” অপশন থেকে নতুন ফাইল বা ছবি একাউন্টে আপলোড করতে পারবেন।
ধাপ -৩
- New তে ক্লিক করার পর আপনারা আপনাদের কম্পিউটারের স্টোরেজ থেকে ফাইল আপলোড করার অপসন পাবেন।
-
- New option এ ক্লিক করার পর দুটো Option দেখতে পাবেন। যথা:
- File upload
- Folder upload
- আপনি শুধু একটি ফাইল বা ছবি আপলোড করতে চাইলে “File Upload” অপশনে ক্লিক করুন আর যদি একটি পুরো ফোল্ডার একসাথেই ড্রাইভে আপলোড করতে চান, তাহলে “Folder Upload” এ ক্লিক করুন।
-
- খেয়াল রাখবেন ওপরে থাকা “Folder” অপশনে ক্লিক করে আলাদা আলাদা ফাইলের জন্য আপনারা আলাদা আলাদা ফোল্ডার বানাতে পারবেন।
ধাপ -৪
- গুগল ড্রাইভ একাউন্টে থাকা ফ্রি ১৫ জিবি স্টোরেজ স্পেস থেকে আপনি কতটুকু ব্যবহার করেছেন এবং কতটুকু খালি রয়েছে তা ড্যাশবোর্ডের বামদিকে দেখতে পাবেন।
মোবাইলে গুগল ড্রাইভ ব্যবহার করবেন কিভাবে?
মোবাইলে গুগল ড্রাইভ করা খুবই সহজ। মোবাইলে গুগল ড্রাইভ করলে আপনি সব সময় সেটা সঙ্গে রাখতে পারবেন। এতে আপনার কোন তথ্য প্রয়োজন হলে আপনি তাৎক্ষণিকভাবে মোবাইল থেকেই সেই তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তাই মোবাইলে মোবাইল google ড্রাইভ ব্যবহার করা খুব সহজ হিসেবেই মনে করা যায়। নিচে দেওয়া হল কিভাবে আপনি মোবাইলে গুগল ড্রাইভ ব্যবহার করবেন।
- আপনার ফোনে যদি গুগল ড্রাইভ অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে প্রথমে গুগল ড্রাইভ অ্যাপটি ডাউনলোড করে নিন বা এই লিঙ্কে Google drive app ক্লিক করে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর আপনার ফোনে App Install করুন।
-
- আপনার ফোনে অটোমেটিকেলি আপনার গুগল একাউন্ট ব্যবহার করে গুগল ড্রাইভ App লগইন করতে হবে।
- এমনিতে, আপনার ফোনে যে গুগল একাউন্ট আছে সেটা ব্যবহার করে App টি Automatically লগইন হয়ে যাবে।
- এরপর অ্যাপটি ওপেন করুন।
- App টি ওপেন করার পর নিচের দিকে আপনি একটি “+” আইকন দেখতে পাবেন। সেই “+” আইকনে ক্লিক করলেই File upload করার অপশন পেয়ে যাবেন।
উপসংহার
গুগল ড্রাইভ google এ তৈরি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। যা আপনার কাজের সুবিধার্থে আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখতে পারে। আপনার যে কোন হারানো তথ্য এখান থেকে আপনি খুঁজে পেতে পারেন।