Bangla Good Night SMS – Shuvo Ratri SMS
বিছানায় গা হেলিয়ে দিয়ে যখন আপনার প্রিয় মানুষদের কথা আপনার মাথায় আসে ঠিক তখনই ইচ্ছে করে তাদেরকে গুডনাইট জানাতে। বর্তমান যুগে সবার হাতে হাতে যেমন স্মার্টফোন ঠিক তেমনি সবাই বর্তমানে ফোন কলের চেয়ে এসএমএস ব্যবহার করেন বেশি। তাই প্রিয় মানুষটিকে গুড নাইট এসএমএস দেওয়ার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকেন সুন্দর সুন্দর এসএমএস পাওয়ার জন্য। আর এই সুন্দর সুন্দর এসএমএস গুলো পাওয়ার জন্য যখন অনলাইন অনুসন্ধান করে থাকেন তখন পেয়ে থাকলেও দেখা যায় মনের মত এসএমএস খুঁজে পাওয়া যায় না। আর যারা আপনাদের প্রিয় মানুষদের গুড নাইট এসএমএস দেওয়ার জন্য অনুসন্ধান করে যাচ্ছেন তারা এই মুহূর্তে সঠিক জায়গায় এসেছেন।
আমি আজকে আপনাদের জন্য আমার এই পোস্ট এর আলোচ্য বিষয় নিয়ে এসেছি গুডনাইট বাংলা এসএমএস নিয়ে। আপনারা যারা আপনাদের প্রিয় মানুষকে গুড নাইট এসএমএস পাঠাতে চান তারা আমার এই পোস্টটি থেকে এসএমএস সংগ্রহ করে আপনাদের প্রিয় মানুষটিকে পাঠাতে পারেন। আমি আশা করছি আমার এই পোস্টটি এসএমএস গুলো আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভাল লাগার চেষ্টায় আমি আজকে আমার এই পোস্টটি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।
আর আজকে আমার পোস্টটি থেকে আপনি আপনার মনের মত এসএমএস আপনার প্রিয়জনকে পাঠাতে পারবেন। প্রিয় জনকে খুশি রাখা আপনার উপরই একান্তই নির্ভর করে। আপনি যেভাবে আপনার প্রিয়জনকে রাখতে চাইবেন ঠিক তেমনি আপনার প্রিয়জন থাকবে। তাই আপনার প্রিয়জনের কথা চিন্তা করে আপনার যখন যা প্রয়োজন তখন তা সংগ্রহ করতে অনলাইন অনুসন্ধান করা আপনার কর্তব্য। তাই ঘুমাতে যাওয়ার আগে আপনার প্রিয়জনকে গুড নাইট এসএমএস কি করে তার মনের আনন্দ কে আপনি উদ্ভাসিত করুন। আমি নিচে আপনাদের জন্য কতগুলো গুড নাইট এসএমএস উল্লেখ করেছি।
জোনাকির সাথে এক ঝুড়ি সুখ ,
পাঠিয়ে দিলাম তোমার জানালার
কাছে আর জোনাকির ডানায়
লিখে দিলাম
*** শুভরাত্রি *** “
” Meghe Meghe Dheke Gecha Akash
,Aktu komol aktu udas aj provater Batash,
Aj Achi , janina Thakbo kina kal,
Hota pary tomay wish korar aitai sys Raat,
যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়,
আর যদি না আসে তো কতকিছু
মনে করিয়ে দেয়
শুভ রাত্রী
*** shuvo ratri ***
কালো হয়ে যায় ,তবু তুমি রঙিন থাকবে ,
কারণ চোখ বনফ=বন্ধ করলে তুমায়
রাজকুমারী মতো দেখি
**শুভ রাত্রী প্রিয়তমা **
উপসংহার
আপনাদের যদি আমার এই এসএমএস গুলো ভালো লেগেছে তাহলে আপনার আপনার আশপাশের সবার সাথে শেয়ার করুন। আর আপনাদের সাথে সাথে অন্যরা যেন তাদের প্রিয়জনদের আনন্দ রাখতে পারে সেই সুযোগটুকু করে দিন। আমি আবারো আপনাদের জন্য সুন্দর সুন্দর এসএমএস নিয়ে হাজির হব।